Skip to main content

স্মরণে শ্রদ্ধায় প্রয়াত কবি বিজিৎকুমার ভট্টাচার্য ‘সাহিত্য’ - ১৬১ তম সংখ্যা


বরাক কিংবা উত্তরপূর্বের ভৌগোলিক সীমানা পেরিয়ে যে কজন কবি, সাহিত্যিক হয়ে উঠতে পেরেছিলেন সীমাহীন সাহিত্যবিশ্বের ভাস্বর নাগরিক তাঁদের অন্যতম কবি বিজিৎকুমার ভট্টাচার্যের পরলোক গমনে তাঁর স্বভূমে অবধারিত ভাবেই সৃষ্টি হয়েছিল এক গভীর শূন্যতা শূন্যতা শুধু সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নয়, শূন্যতা সৃষ্টি হয়েছিল তাঁর আপন সত্তার অবিচ্ছেদ্য অংশ সাহিত্য পত্রিকাসাহিত্যর ভবিষ্যৎ নিয়েও কবিরাও মানুষ এবং মানুষ মরণশীল এই সূত্রে তাঁর মৃত্যুকে ভারাক্রান্ত হৃদয়ে মেনে নিতে সবাই বাধ্য যদিও এই সাহিত্য ভুবন থেকে হারিয়ে যাবেসাহিত্যনামের একটি অভিজাত তথা সমৃদ্ধ পত্রিকা এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছিল না হারিয়ে যাওয়ার আশঙ্কায় যখন নিমগ্ন পাঠকবৃন্দ অপেক্ষার প্রহর গুনছেন তখনই যাবতীয় দুশ্চিন্তাকে দূর করে প্রকাশিত হল পত্রিকার ১৬১ তম সংখ্যা
সাহিত্যপত্রিকার এই যাত্রাকে যাঁরা বিরামবিহীন করে তুললেন তাঁরা হলেন এই সংখ্যার সম্পাদক কবিপত্নী শিখা ভট্টাচার্য যিনি বহুদিন ধরেই নিজেকে জড়িত রেখেছিলেন এই কর্মযজ্ঞে যখন কবি, সম্পাদক বিজিৎকুমার ভট্টাচার্যকে অসুস্থতার কবলে পড়ে সুচিকিৎসার জন্য প্রায়শই পাড়ি দিতে হয়েছিল বাইরে সহযোগী সম্পাদক হিসেবে রয়েছেন কবি, লেখক দিব্যেন্দু ভট্টাচার্য সম্পাদকীয়তে সব কথাই আছে। আছে পত্রিকার ঋদ্ধ অতীত, কীভাবে সম্পাদক এই পত্রিকাকে করে তুলেছিলেন এক স্বতন্ত্র ধারার সাহিত্যপত্র, কীভাবে দূর করেছিলেন পরনির্ভরতা। আছে ভবিষ্যতের কর্মপন্থা এবং প্রত্যয়ের কথাও - ‘সম্পাদকীয় পৃষ্ঠা ব্যক্তিগত শোকজ্ঞাপনের ক্ষেত্র নয়। এখন ‘সাহিত্য’ সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য সামনে এসে দাঁড়িয়েছে। কার্তিক সংখ্যা ‘সাহিত্য’ স্বাভাবিক কারণেই সময়ে প্রকাশ করা যায়নি। লেখকেরা সহায়তা করায় ‘সাহিত্য ১৬১’ (বিজিৎকুমার ভট্টাচার্য স্মরণ সংখ্যা} অগ্রহায়ণের মধ্যে প্রকাশ করতে পারলাম।
‘সাহিত্য’ আরও কিছু পথ চলার অঙ্গীকার করছে। তবে এবার থেকে হয়তো চারটি নয়, বছরে দুটি বা তিনটি সংখ্যা প্রকাশের পরিকল্পনা আমরা গ্রহণ করতে চলেছি। বরাবরের মতো লেখক, পাঠক, গ্রাহক সকলের সহযোগিতা চাইছি’।
এবারের পুরো সংখ্যাটিই একের পর এক স্মৃতিচারণে এতটাই অনবদ্য হয়ে উঠেছে যে ভবিষ্যতে এই সংখ্যাটি এক সংগ্রহযোগ্য দলিল হিসেবে পরিগণিত হয়েছে। গদ্যে, পদ্যে সব নিয়মিত লেখক ও কবিদের রচনায় সমৃদ্ধ হয়েছে সংখ্যাটি। প্রথমেই ‘শ্রদ্ধায় স্মরণে’ বিভাগে প্রয়াত কবি ও ‘সাহিত্য’কে নিয়ে কলম ধরেছেন মনোতোষ চক্রবর্তী, দেবাশিস তরফদার, অমিতাভ দেব চৌধুরী, প্রাণজি বসাক, সুবীর ভট্টাচার্য, অরিজিৎ চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, অনন্যা ভট্টাচার্য, কাশ্যপজ্যোতি ভট্টাচার্য, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, আদিত্য সেন, সুনন্দা ভট্টাচার্য, শোভেন সান্যাল, দিলীপকান্তি লস্কর, বীরেশ ঘটক, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, শঙ্কু চক্রবর্তী, অনীতা দাস টেণ্ডন এবং সোমাভা বিশ্বাস। কিছু সংক্ষিপ্ত, ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলির বাইরে অধিকাংশ রচনাই তত্ত্ব ও তথ্যে ভরপুর, আবেগিক স্মৃতিচারণ যা গবেষণাযোগ্য দলিল হয়ে থাকবে ভবিষ্যতের জন্য।
সংখ্যাটিকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেল কবি বিজিৎকুমার ভট্টাচার্যের নির্বাচিত কবিতাগুচ্ছ। নির্বাচিত ছত্রিশটি কবিতায় ধরা আছে কবির কবিতার নির্যাস যা আবারও পাঠককে নিয়ে যায় স্মৃতির সরণি পেরিয়ে কাব্যিক মুগ্ধতার জগতে। যাঁদের কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয়েছে প্রয়াত কবির প্রতি তাঁরা হলেন প্রতিমা ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য্, দিলীপকান্তি লস্কর, সুব্রতকুমার রায়, অরণি বসু, সোমনাথ ভট্টাচার্য, ভক্ত সিং, দেবদত্ত চক্রবর্তী, রফি আহমেদ মজুমদার, মোহাজির হুসেইন চৌধুরী, আশিস নাথ, নীহাররঞ্জন দেবনাথ ও জিতেন্দ্র নাথ।
সংখ্যাটিতে রয়েছে নিয়মিত ধারাবাহিক উপন্যাস বিজিৎকুমার ভট্টাচার্যের ‘রূপসীবাংলার কাহিনী (২য় খণ্ড)’-এর পূর্বপ্রকাশিত খণ্ডের পরবর্তী অংশ। রয়েছে নিয়মিত বিভাগ ‘প্রাপ্তি স্বীকার’ও। তবে সবচাইতে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে এ সংখ্যায় বিস্তৃত ভাবে সন্নিবিষ্ট হয়েছে ‘বিজিৎকুমার ভট্টাচার্যের জীবনপঞ্জি’ যা আবারও বলা যায় - ভবিষ্যতের এক আবশ্যিক দলিল। তাঁর কবিতার থেকে কিছু পঙক্তি বড়ই প্রাসঙ্গিক হিসেবে ধরা দেয় এই আবহে -
জানি যে কোনো মুহূর্তে ঝুপ করে অন্ধকার নামবে
আমি তাই শেষ আলোটুকু নতুনের জন্য রেখে দিলাম। ...... (কবিতা - শেষ আলো)।
 
আমি জানি তোমরা সবাই তুলিছ অঙ্গুলি
কবির লেখায় তত্ত্ব চাইছ, চাইছ গূঢ় কথা,
আমার আজ কেমন এলোমেলো,
শুনছি আর দেখছি, পায়ের নীচে অসীম চোরাবালি
রং মেলাচ্ছেন বিনোদবিহারী গো
সুর বাজাচ্ছেন খান আমজাদ আলি। (কবিতা - যেতে যেতে)।
আমার মতোই আমি যাব
একা যাবার বেলা
কেউ বলে না চলো গোঁসাই
আমরা হাত ধরে বৃন্দাবনের পথে হারিয়ে যাই।
 
একা যাবার বেলা
দেখা হলেই বলে -
ভালো থাকুন, সুস্থ থাকুন,
কর্মে থাকুন, বন্ধু ও বান্ধবে থাকুন,
আর কী চাই ?
নতুন গোঁসাই... (কবিতা - যাব, আমার মতোই যাব)।
 
প্রতিষ্ঠাপক সম্পাদকের উত্তরসূরির হাত ধরে প্রকাশিতব্য পত্রিকার আভিজাত্য কিংবা কৌলিন্য নিয়ে পাঠক মনের দ্বিধা কিংবা সংশয়ের নিরসন হয়েছে এই সংখ্যাটির প্রকাশের মাধ্যমে। নবগঠিত সম্পাদকমণ্ডলী কোথাও এতটুকু বিচ্যুতি কিংবা বিকৃতি তো দূরের কথা তাঁদের দায়িত্ব, গরজ ও যত্নের সুস্পষ্ট ছাপ রাখতে একশো ভাগ সফল হয়েছেন পত্রিকার পৃষ্ঠায় পৃষ্ঠায়। প্রয়াত সম্পাদকের কৈশোরের একটি স্কেচ এবং একটি কবিতার পাণ্ডুলিপির ছবি বিশেষত্ব প্রদর্শন করেছে সংখ্যাটিতে।
১৫৬ পৃষ্ঠার সংখ্যাটিতে দুটি পৃষ্ঠার বাইরে ছাপার মান স্পষ্ট, বানানের শুদ্ধতা অপরিবর্তিত বর্ণ সংস্থাপন ও অক্ষর বিন্যাস যথাযথ। কাগজের মান প্রচলিত। যথারীতি বিজ্ঞাপনবিহীন পত্রিকায় রয়েছে ‘সাহিত্য প্রকাশনী’ থেকে প্রকাশিত বইপত্রের হদিশ। সবশেষে আবারও উল্লেখ করতে হয় সংখ্যাটি আদ্যোপান্ত এক সংগ্রহযোগ্য দলিল। কবি জিতেন্দ্র নাথের শেষ কবিতার শেষ ক’টি লাইন ধরে নাহয় সব শেষে একটুকু নির্যাস নেওয়া যাক প্রয়াত কবি-সম্পাদকের সান্নিধ্যের, তাঁর কবিতা যাপনের, তাঁর জীবনসুধার -
 
এই দুঃখের আবহে মজেছি আমরা
নিমগ্ন কবিতা পাঠে
 
তারপর তুমি চলে গেলে পাতার ভুবনে
রেখে গেলে স্মৃতিচিহ্ন ঘরে ছাদে এখানে ওখানে
আমি এই স্মৃতিছায়াটুকু ধরে রাখি
 
এই চলে যাওয়ার পরও
উষ্ণতার ছাপ ছিল ঘর গৃহস্থালি জুড়ে
রেশটা থাকল আমার শরীর ঘিরে
 
কতোদিন তোমাকে দেখিনি
তারপর দেখেছি সর্বাঙ্গ।

বিদ্যুৎ চক্রবর্তী

 

মূল্য - ৭০ টাকা
যোগাযোগ - ০৩৮৪৪২২২৪৫০

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...