Skip to main content

গল্পে উন্মোচিত পরিচিত প্রান্তিকতা ‘প্রান্তজন কথা’


এটি তাঁর অষ্টম গ্রন্থ। গল্পকার মিথিলেশ ভট্টাচার্য। অবিভক্ত বাংলার, বিশেষ করে বর্তমান ঈশান বাংলার একমেবাদ্বিতীয়ম সফল ও ধারাবাহিক উৎকর্ষের গল্পকার মিথিলেশ। ৮০ পৃষ্ঠার আলোচ্য গ্রন্থ ‘প্রান্তজন কথা’য় সন্নিবিষ্ট হয়েছে মোট দশটি গল্প। সমাজে খেটে খাওয়া শ্রেণির নিখাদ গরিব মানুষজনদের নিয়ে লেখা টানাপোড়েন আর কষ্টকর জীবন নির্বাহের গল্প। তথাকথিত এলিট কিংবা মধ্যবিত্তরাই যেখানে সমাজের অধিকাংশ ভাগীদার সেখানে এই সব প্রান্তিক মানুষ বা প্রান্তজনদের কথা ক’জনের আর ভাবার সময় কিংবা অবকাশ আছে ? এদের নিয়েই দশটি গল্প, যার রচনাকাল বিগত চল্লিশ বছর আগে থেকে শুরু করে ২০২২ অবধি। ‘বই সম্পর্কে কিছু কথা’ শিরোনামে ভূমিকায় গল্পকার লিখছেন - ‘... গল্পের চরিত্রেরা তৃণমূল স্তরের। ... লেখাজোকার শুরুতেই ওদের ‘নুন আনতে পান্তা ফুরোয়’ জীবনধারা আমাকে এক গভীর আকর্ষণে টানত... অনেক গল্প লিখেছি এবং এখনও লিখছি ওই সর্বহারা মানুষ-মানুষীদের জীবন জীবিকা নিয়ে। ... এই সংকলনে যেসব মানুষ-মানুষীদের নিয়ে গল্প লিখেছি ওদের সকলের সঙ্গে আমার শুধু ওঠাবসাই ছিল না, ওদের কেউ আমার ছোটভাই, তো কেউ আমার ভাইফোঁটা দেওয়া বোন, আবার কেউ আমার রূপগুণমুগ্ধ প্রেমিকাও হয়ে উঠেছিল...।’
স্বভাবতই সেইসব প্রান্তজনদের নিয়েই গড়ে উঠেছে একের পর এক গল্প। কেমন তারা ? একটু আভাস দেওয়া যাক - ‘শালিক-চড়ুয়ের মতো পলকা পা ফেলে পথের গাদা গাদা ধুলাবালির উপর হাঁটছিল নকুল বা নকলা। কালোকুলো বেঁটে একহারা চেহারা। বয়স আন্দাজ চল্লিশের নিচে। গায়ে হাফহাতা রং চটে যাওয়া নীল শার্ট। পরনে ঢলঢল আধময়লা সাদা ব্যাগি প্যান্ট...।’ (গল্প - নকুল বা নকলা বৃত্তান্ত), ‘জামালের বাচ্চাগুলো আগাছার মতো বাড়ছে। বছর বছর বাচ্চা বিয়োয় জামালেরা। দারিদ্রের অতলে ডুবে থাকে। দুবেলা দুমুঠোর জন্য হাড়ভাঙা খাটুনি ওদের, বড্ড কাঙালপনা। রোগে-শোকে ওষুধ পায় না, পথ্য জোটে না...।’ (গল্প - দ্বৈতসংগীত)। পথে ঘাটে আকছার দেখা পাওয়া চরিত্র এরা। শুরুর পর্যায়ে আপাত পঠনে পাঠকের মনে হতে পারে যে এখানে আর গল্প কোথায়, এ তো ‘দিন আনি দিন খাই’দের নিত্যদিনের কড়চা কিন্তু একবার পড়া শুরু হলে গল্প শেষ না করে বই রেখে উঠতে পারবেন না পাঠক। এমনই তার বাঁধন, বুনোট আর বাস্তবের ভেতর লুকিয়ে থাকা অনাস্বাদিত গল্পসমূহ।
প্রথম গল্প ‘কৈলাসচরিত’ একটি বড়গল্প। গরিবের পেটের দায় আর জৈবিক চাহিদার ককটেল জীবনচর্চার গল্প। এসেছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন সামাজিক ও অসামাজিক কার্যকলাপের চিত্র। চিত্রকল্পে অসাধারণ নৈপুণ্যে পরিবেশিত হয়েছে কিছু কথা - বিত্তবানদের অনৈতিক কার্যকলাপ, জঙ্গি তৎপরতার স্বরূপ আর অন্তর্নিহিত জৈবিক যাপনের পরিমিত উল্লেখ - যা সব কিছুই এসেছে গল্পেরই খাতিরে, চূড়ান্ত প্রাসঙ্গিক হয়ে। এক পূর্ণবৃত্তান্তের গল্প।
দ্বিতীয় গল্প ‘দ্বৈতসংগীত’। দুস্থ, হাভাতেদের রাজরোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকার বিড়ম্বনার মর্মস্পর্শী গল্প। ‘লুটের ভাগ’ গল্পে একই সাথে লেখক উন্মোচিত করেছেন মানুষের নৈতিকতার স্খলন, অপরাধপ্রবণতা ও স্বার্থপর জীবনযাপনের বাস্তব চিত্র। চতুর্থ গল্প ‘উপর নিচ’ সেইসব নিরন্তর ভাতশিকারিদের গল্প - ‘... ওদের চিরসঙ্গী তো গরিবি, অভাব অনটন। খিদে-তৃষ্ণা নিবারণ ভিন্ন অন্য কিছু বিষয়ে ওদের আগ্রহ-কৌতূহল আছে বলে বোধ হয় না। থাকবেই বা কেমন করে। ওরা নিরন্তর যুদ্ধ করছে ভাতের জন্যে, পেটপুরে খেতে পাচ্ছে না, উদোম শরীরে কাপড় জুটছে না, অসুখ-বিসুখে ওষুধ পাচ্ছে না, মৃত্যুর হিমশীতল ঘেরাটোপে ওদের অসীম দারিদ্রলাঞ্ছিত জীবন সর্বদা বন্দি।’ - দারিদ্রের এক অসামান্য বর্ণনা। পরবর্তী গল্প ‘ফোয়ারা’। এখানে এক ভিন্নতর লিখনশৈলী প্রত্যক্ষ করা যায়। আপাত অর্থে এক চলমান ঘটনাপ্রবাহের চমৎকার বর্ণনার মধ্যে অনুচ্চারিত হয়ে সমান্তরালভাবে এগোয় এক অন্যতর কাহিনি, এক ভিন্নতর বোধ, বেদনাবোধ। এক দিন মজুরের অন্তর-কথা ‘নকুল বা নকলা বৃত্তান্ত’। ‘বিরজু বাউরির দিনকাল’ গল্পে প্রত্যক্ষ করা যায় গরিবির এক ভয়ানক রূপ। অনটন এমন এক বালাই যা জন্মদাতার অন্তরে সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো ভাবনারও জন্ম দেয়। এই গল্প এবং ভিন্ন আবহে পরবর্তী গল্প ‘এক টাকার গল্প’ এমনই এক নিদারুণ বয়ানের গল্প, জীবনকে টেনে নিয়ে যাওয়ার গল্প।
কাজের মেয়ে জ্যোৎস্নার দ্বৈত জীবনযাপনের এক নিখুঁত বুনোটসমৃদ্ধ গল্প ‘জোছনা কেমন ফুটেছে’। এক পঠনে অবশ্য-পাঠ্য এক গল্প। শেষ গল্প - ‘জীবন চক্র’। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত গরিবদের উপর রক্তচোষা মধ্যভোগী মানুষের সুযোগসন্ধানী চরিত্রের স্বরূপ উদঘাটন হয়েছে এই গল্পে। গল্পের চলন এতটাই পোক্ত যে পাঠকের আর সরে আসার সুযোগ নেই শেষ অবধি না পৌঁছে।
বস্তুত এখানেই মিথিলেশের গল্পের সবচাইতে বেশি দক্ষতা। সাধারণ পথচলতি মানুষের, সাধারণ পাঠকের চিন্তাসূত্রকে অনুধাবন করে কাঙ্ক্ষিত শব্দ ও স্বকীয় ভাষার উপস্থাপনায় গল্পসমূহকে তিনি সরাসরি পৌঁছে দেন পাঠকের হৃদমহলে। তার উপর রয়েছে এক নিজস্ব বয়ান-শৈলী যার মাধ্যমে তিনি পাঠকপ্রিয় এক সার্থক গল্পকার। আভরণের আতিশয্যবিহীন আটপৌরে চরিত্র আর নিত্যদিনের সংলাপসমৃদ্ধ তাঁর গল্প তাই পাঠক সমাজে বহু দশক থেকেই সমভাবে সমাদৃত।
ব্যতিক্রম নয় আলোচ্য গ্রন্থটিও। আগরতলার সৈকত প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থটির প্রাসঙ্গিক প্রচ্ছদের সৌজন্যে তপস্বিনী দে। লেখক গ্রন্থটি উৎসর্গ করেছেন ‘অগণিত শ্রমজীবী মানুষের করকমলে’। ছাপা, বাঁধাই, অক্ষর বিন্যাস আদি যথাযথ। আধুনিক বানান অনুসৃত হয়েছে যথার্থ রূপে, কিছু আঞ্চলিক শব্দও গল্পকার প্রয়োগ করেছেন পরিমিত রূপে, কাহিনিরই প্রয়োজনে। অক্ষর-আকার অর্থাৎ ফন্ট সাইজ আরোও একটু বড় হলে অধিকতর পঠনবান্ধব হয়ে উঠত নিঃসন্দেহে। এবং আরোও কিছু গল্প থাকলে......।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৮৫৯৯৫১২৩৩ 

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...