(২১শে ফেব্রুয়ারি ২০২৪, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুয়াহাটির ‘জনমত’ প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে ‘স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা’ দ্বারা পরিবেশিত আলেখ্য। আলেখ্যপাঠ - সপ্তমিতা নাথ)। ভাষা তো নয় কোনো বিদ্বেষবিষ ছুতো সাঁকো হয়ে ভাষা দুরকে করে আপন , ভাষাই তো গড়ে মিলনের শুভ পথ ভাষা হতে পারে একতার দৃঢ় বন্ধন। তবু কে বা কারা - অবোধ , অলস জেনেশুনে বিষ করে যায় পান , ভাষায় ভাষায় বিভেদের বীজ বোনে কানে কানে গায় বিদ্বেষবিষ গান। সীমানা ছাড়িয়ে আমরা সবাই যুগে যুগে গাই তাদেরই জয়গান , বাঁচিয়ে রাখতে মায়ের ভাষা হাসিমুখে যাঁরা জীবন করেছে দান। যে দিয়েছে মুখের ভাষা যে দিয়েছে প্রাণ আমরা তাঁদের অমৃতের সন্তান। আজ একুশে ফেব্রুয়ারি। এমনই এক শীতের শেষে বসন্তের আগমনে রক্তের হোলিতে , বুলেটের ঘায়ে ভাষাজননীর আব্রু বাঁচাতে , মুখের ভাষার অধিকার আদায়ে যাঁরা প্রাণ করেছিল দান , আমরা কি তাঁদের ভুলতে পারি ? (গান) - আমার ভাইয়ের রক্তে রাঙানো ...... পৃথিবীর বুকে যে ভাষার সদাসতর্ক সেনানী তার অধিকার রক্ষার তাগিদে রক্ত ঝরিয়েছে বহুবার , এদেশে ওদেশে শহিদ হয়েছে বারবার , আমরা ...
স্বপ্নের ফেরিওয়ালা