Skip to main content

প্রতিকূলতার বিরুদ্ধে প্রত্যয়ের পত্রিকা – ‘সীমান্ত’


নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের গোসাইগাঁও শাখা থেকে নিয়মিত বেরোয় মুখপত্র তথা সাহিত্য পত্রিকা ‘সীমান্ত’। এর সর্বশেষ সংযোজন অষ্টম সংখ্যা, জানুয়ারি ২০২২। সম্পাদক বন্দন দেব। সম্পাদকীয় দপ্তরে সহসম্পাদক দেবাশীষ দে’র বাইরেও আছেন স্বপ্না বল, কৃষ্ণকান্ত সূত্রধর, রীতা দেবনাথ মুখার্জী এবং শ্যামল দেবনাথ। ১০৯ পৃষ্ঠার ব্যাপক আয়োজনে সন্নিবিষ্ট হয়েছে সাহিত্যের ভিন্ন ধারার রচনার পাশাপাশি শাখা সংবাদ এবং সদস্যসূচি। আছে ৯ টি প্রবন্ধ, ১৬ টি কবিতা, ৬ টি ছোটগল্প, ‘সাময়িক প্রসঙ্গ’ বিভাগে তিনটি বিশেষ অণু নিবন্ধ এবং ‘কচিকাঁচাদের বিভাগ’-এ ৪ টি কবিতা।
শাখা কর্মাধ্যক্ষের প্রতিবেদনের বাইরে সম্পাদকীয়তে আছে শাখা সম্মেলনের উদ্দেশ্য বর্ণনার পাশাপাশি পত্রিকা নিয়ে গভীর প্রত্যয়ের সুর – ‘একটা সময় এই ‘সীমান্ত’ই হবে সময়ের এক বাংলা ভাষার কালজয়ী মূল্যবান দলিল যা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবে এক আশার আলোর মসৃণ পথ।’
প্রবন্ধ বিভাগে ‘বড়ো-কছারী জনগোষ্ঠীর আদি কথা ও কয়েকটি সামাজিক প্রথা’ শিরোনামে অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য তুলে ধরেছেন বড়ো-কছারীদের অন্ন বস্ত্র বাসস্থান সহ যাপন কথার এক সংক্ষিপ্ত অথচ সার্বিক বাখান। ডঃ দীপক কুমার রায় সমাজে ‘লৌকিক দেবদেবীর ঐতিহ্য’ নিয়ে লিখেছেন বিশ্লেষণাত্মক প্রবন্ধ। নেতাজী সুভাষের উপর আছে দু’টি প্রবন্ধ। লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথ ভাদুড়ী এবং মীনাক্ষী চক্রবর্তী (সোম)। তত্ত্ব ও তথ্যের সমন্বয়ে উভয় রচনাই সুখপাঠ্য। ‘শোনা গল্প আবার শুনি’ শীর্ষক প্রবন্ধে কবিতা বসু তুলে এনেছেন স্বামী চেতনানন্দজীর সংকলক গ্রন্থ ‘গল্প মালিকা’ থেকে স্বামী মুক্তেশ্বরানন্দের লিখা দু’টি ভিন্ন স্বাদের গল্প। বৈচিত্র্য আছে বৈকি। ভ্রমণের প্রেক্ষাপটে ৫১ টি শক্তিপীঠের বর্ণনা দিয়েছেন নির্মলেন্দু রায় তাঁর ‘কনখলের দক্ষযজ্ঞ, বাঙালির শক্তি সাধনা এবং ভূ-ভারতের একান্ন সতীপীঠ’ প্রবন্ধে। পড়ে যেতে হয় এক পঠনে। এছাড়াও ফেসবুকের সাহিত্য চর্চা, আন্তর্জাতিক নারী দিবস এবং বৈধব্য প্রথা নিয়ে প্রবন্ধ লিখেছেন যথাক্রমে রতন বসাক, কামাখ্যাপ্রসাদ শর্মা এবং চৈতি।
দুই ভাগে সজ্জিত কবিতা বিভাগে সন্নিবিষ্ট হয়েছে যাঁদের কবিতা তাঁরা হলেন রফিকুল হাসান, অমর ধাড়া, বাবুল চন্দ্র দেব, উত্তম বিশ্বাস, ইভা দাশগুপ্ত, লেখা মন্ডল, শেফালী ব্রহ্ম, গৌতম বসু, সঞ্জিত ভট্টাচার্য, কমলিকা শর্মা, তরুণ কুমার আচার্য, জয়ন্ত দে, বাপন দে, বন্দন দেব, বিদ্যুৎ চক্রবর্তী এবং আলতাফ মজুমদার। কবিতা বিভাগে আধুনিক কবিতার চাইতে প্রাচীন কাব্যশৈলীরই ভার বেশি অনুভূত হলো। দু’একটি ব্যতিক্রমের বাইরে ভাব, ছন্দ, কোমলতা, কবিতাময়তাকে ছাপিয়ে গেছে বর্ণনাত্মক উচ্চারণ।
গল্প বিভাগে প্রথম গল্পটি তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়ের ‘জাহাজ ডুবি’। এক সাগর যাত্রার বৃত্তান্ত এবং দুর্ঘটনাজনিত মনোবিকারের সংমিশ্রণে লিখিত টানটান কাহিনি। বিদেশি কিংবা দেশীয় কোনো নির্বাচিত শ্রেষ্ঠ গল্পের আদল পূর্ণমাত্রায়। যেহেতু কোথাও তেমন উল্লেখ নেই তাই ধরেই নেওয়া যায় এ সংখ্যার এক উল্লেখযোগ্য সংযোজন এই গল্প। তনিমা পাত্রের গল্প ‘নতুন ভোরের আলো’। চমৎকার থীম। ভালোবাসা এবং ভালোবাসাহীনতার ককটেল। শৈলীও ভালো। তবু বুনোটে কোথাও এক অতৃপ্তি রয়ে গেল। খানিক বিস্তৃত হলে হয়তো গল্পময়তা এসে ধরা দিত সঠিক ধারায়। ‘ডি’ নামে প্রকাশিত পশতু ভাষায় লিখা গল্পের ইংরেজি অনুবাদ করেছেন বিশিষ্ট ইংরেজ সাংবাদিক তথা গল্পকার ও অনুবাদক জারগুনা কারগার। এই গল্পটির বাংলা অনুবাদ করেছেন এ অঞ্চলের বিশিষ্ট সাহিত্যিক, কবি ও অনুবাদক তপন মহন্ত। শিরোনাম ‘সিদ্ধান্ত’। গল্পটি আফগান উগ্রপন্থার তাণ্ডবের উপর লিখিত একটি মনোগ্রাহী গল্প যদিও এই অনুবাদে যেন মূল গল্পের ভাব কিছুটা ব্যাহত হয়েছে ভাষা ও বর্ণনার যথোচিত প্রকাশের অভাবে। ‘সে তার মেয়ের কাছে গেলেন’ জাতীয় একাধিক বাক্য রয়েছে গল্পে। সাথে ছাপার ভুল আর বানান ভুলের তাণ্ডবে সুখপাঠ্য হয়ে ওঠেনি এই গল্প। অশোক কুমার রায়ের ‘কোভিড ফাইটার’ কোভিড সময়ের মর্মস্পর্শী একটি মৃত্যুর পরিপ্রেক্ষিতে লিখা বেশ গোছালো একটি গল্প। কিছু কাঁচা হাতের শব্দ (শরীর হাতিয়ে দিয়েছে বারবার) এবং সেই ছাপা ও বানান ভুলের আধিক্য থাকলেও এসব গল্প ভবিষ্যতের জন্য এক একটি দলিল হওয়ার যোগ্য। হাস্যরসের আদলে (‘বিয়ের সময় সব মেয়েই চন্দ্রমুখী, কিছুদিন পর সূর্যমুখী আর শেষ জীবনে জ্বালামুখী’) স্মৃতিমেদুরতার গল্প ‘স্মৃতি’ লিখেছেন অবনীন্দ্র কুমার নন্দী। (পক্ষপাত দোষ মার্জনীয়)। সামাজিক অবক্ষয় ও তার থেকে বেরিয়ে আসার প্রত্যয়ভরা অণুগল্প ‘শিশিরকণা’ লিখেছেন মনতোষ মিশ্র। উপরোক্ত দু’টি বর্ণনাত্মক গল্প হয়তো সে অর্থে ঠিক গল্প হয়ে ওঠেনি তবু একটা বার্তা পৌঁছে যায় সমাজে। নাই বা হলো ভাষা সাহিত্যের গতবাঁধা প্রয়োগ।
কচিকাঁচাদের বিভাগে চারটি সুন্দর কবিতা লিখেছেন রবিনা সরকার, পিয়া কুন্ডু, সুপ্রিয়া দে সরকার এবং বর্ণালী দেবনাথ। বোধ করি শিশু কবিতায় আজকাল নারী কবিরাই (যদিও লিঙ্গায়ন অনুচিত) অগ্রগামী।
দু’টি চমৎকার ভ্রমণ কাহিনি রয়েছে এই সংখ্যায়। নস্টালজিক বাংলাদেশ ভ্রমণের কাহিনি লিখেছেন সুদীপ মুখার্জী এবং বেশ কিছু সাদা কালো ছবির সমাহারে আন্দামান ভ্রমণের কাহিনি লিখেছেন চিন্ময় কুমার বল। সুখপাঠ্য উভয়েই।
সাময়িক প্রসঙ্গে ওমিক্রণ নিয়ে আছে দু’টি অণু রচনা। লিখেছেন ডাঃ জয়ন্ত বিশ্বশর্মা এবং অন্য রচনাটি নেওয়া হয়েছে দেবাশিস সেনগুপ্তের লিখা দুর্গাপুর শাখা সাহিত্য হোয়াটস্‌এপ গ্রুপের সৌজন্যে। এছাড়া স্বাস্থ্য নিয়ে পরমাণু নিবন্ধ লিখেছেন কৃষ্ণকান্ত সূত্রধর। এর বাইরে নীরবে, সূচিপত্রে অনুল্লেখিত থেকেও বিশ্ববিখ্যাত মনীষীদের উক্তি সংগ্রহ করে ভেতরের একাধিক পাতায় সন্নিবিষ্ট করেছেন দয়ানন্দ ভট্টাচার্য।
প্রচ্ছদ ছবি গৌতম দে সরকার। প্রচ্ছদ ও অঙ্গসজ্জা চিন্ময় কুমার বল। 
গোসাইগাঁও-এর মতো ভৌগোলিক অবস্থানে থেকে এরকম একটি বিশাল সাহিত্য সম্ভার প্রকাশ করা যে কতটা দুরূহ তা ভুক্তভোগীরাই জানেন। তাই পত্রিকার মানের চাইতেও পত্রিকা প্রকাশের গরজ ও দায়বদ্ধতাই এখানে শেষ কথা। তবু ভবিষ্যতে ছাপা ও বানান ভুলের ব্যাপারটিতে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানানো যেতেই পারে সম্পাদকীয় দপ্তরের কাছে।

বিদ্যুৎ চক্রবর্তী।

‘সীমান্ত’
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন
গোসাইগাঁও শাখা
মূল্য – অনুল্লেখিত
যোগাযোগ – ৭০০২০১০৩৪৭, ৬০০১৩৪১৭৩৪

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...