Skip to main content

দায়বদ্ধতা ও সমর্পনের উৎকৃষ্ট নিদর্শন - ‘ঐতিহ্য - The Heritage’


ভারততত্ত্ব বা Indology শব্দটি মহাভারতের মতোই বিশাল ভারত দেশের যাবতীয় ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, জন ও ধন সম্পদ, ভারতীয়তার মূল্যবোধ, আধ্যাত্মিকতা, ভাবাদর্শ, চিন্তাধারা, ব্যুৎপত্তি ইত্যাদি যাবতীয় ভাবধারার অধ্যয়ন, বিশ্লেষণ, কর্ষণ ও অনুসরণই হচ্ছে ভারতীয়ত্ব
সেই ভারততত্ত্বের উপর ঐতিহ্য সংস্থা ফাউণ্ডেশন, গুয়াহাটি থেকে প্রকাশিত হয় বহুভাষিক গবেষণাপত্রের সাময়িকীঐতিহ্য The Heritage’. বছরে দুটি সংখ্যা সদ্য প্রকাশিত হয়েছে সাময়িকীর তেরোতম সংখ্যা ২০২২ এর প্রথম সংখ্যা - দোলযাত্রা সংখ্যা মার্চ - এপ্রিল ঐতিহ্য ফাউণ্ডেশনের পক্ষে প্রকাশক ডঃ পান্নালাল গোস্বামী মুখ্য সম্পাদক ডঃ নন্দিতা ভট্টাচার্য গোস্বামীর তরফে ভেতরের শেষ প্রচ্ছদে সম্পাদকীয়ের ধাঁচে সংখাটির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে
তিনটি ভাষায় (ইংরেজি, বাংলা ও অসমিয়া) মোট বারোটি গবেষণাপত্রের সমাহারে এক অত্যন্ত উচ্চমানের এই সাময়িকীর এ সংখ্যায় আছে ছটি ইংরেজি এবং তিনটি করে বাংলা ও অসমিয়া বিষয়ভিত্তিক অধ্যায় গবেষণাপত্রের নির্ধারিত করে দেওয়া ধাঁচ অনুযায়ী প্রতিটি অধ্যায়ে আছে  সংক্ষিপ্তসার/প্রেক্ষাপট (ইংরেজিতে) - পাঁচটি করে মূল বিষয়সূচক শব্দ (ইংরেজিতে) - বিষয় - উপসংহার - তথ্যসূত্র এক একটি করে গবেষণাপত্রের চুলচেরা পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করা স্বল্প পরিসরে নিতান্তই অসম্ভব প্রতিটি পত্রের গবেষক/লেখকরা নিজ নিজ ক্ষেত্রে পণ্ডিতম্মণ্য ব্যক্তি হওয়ার সুবাদের প্রতিটি অধ্যায়ই জ্ঞানের এক একটি দ্বার উন্মোচনের অধিকারী   
ইংরেজি বিভাগে প্রথমেই আছে সুপর্ণা ভট্টাচার্যের ‘Plagiarism - An Academic theft ? Understanding Plagiarism and Academic Integrity : Assessing the Issues and Challenges of Combating the Academic Dishonesty.’ সাহিত্যে চৌর্যবৃত্তির উপর যে এত বিশাল লেখালেখি ও গবেষণার একটি ক্ষেত্র রয়ে গেছে তা হয়তো অনেকেরই এতদিন অজানা ছিল সে অর্থে অত্যন্ত সময়োপযোগী একটি রচনা নিঃসন্দেহে
দ্বিতীয় রচনা প্রশান্ত দাস-এর ‘The American Baptist Mission in Assam’. মূলত ব্যাপ্টিস্ট মিশনারিদের বদান্যতায় আসামে ছাপাখানা ও ছাপা মাধ্যমে লেখালেখির এক বিস্তৃত প্রতিবেদন বলা যায় জিজ্ঞাসু পাঠক তথা আগত গবেষকদের কাছে এক মূল্যবান চর্চাক্ষেত্র
তৃতীয় অধ্যায় - সঙ্গীতা কৃষ্ণ-এর ‘Dalits Inventing Tradition Towards Democratisation Of Historical Knowledge’. দলিত সমাজের রীতিনীতি, জীবনধারার বহু অজানা তথ্যে ভরপুর এক পুনরাবলোকনের ইতিহাস
চতুর্থ অধ্যায় - ইরা দাস-এর ‘Assessment of Inter-District Disparity in Maternal and Child Health in Assam : Evidence From The National Family Health Survey (NFHS)-5 (2019-20)’. উল্লিখিত সময়সীমার মধ্যে আসামের মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর বিস্তৃত অবলোকনের এক গবেষণাপত্র
পঞ্চম রচনা - কৌশিক ঠাকুর ভুঞাঁর ‘Reluctant Recovery : Aideu Handique and The Gender Question in Assamese Cinema’. অসমিয়া চলচ্চিত্রের প্রথম নায়িকা আইদেও সন্দিকৈ-এর জীবনের উপর ভিত্তি করে তৎকালীন সমাজে এবং পরবর্তী সময়ে নারীসত্ত্বার মূল্যায়ন নিয়ে একটি তথ্যনির্ভর গবেষণাপত্র।
ষষ্ঠ তথা শেষ রচনা - লোপা দাস ও লিওনা তালুকদার-এর ‘Exploring the music of ‘Gurumandali’ Within the Ancient Performing Art of BIYAHGOWA OJAPALI’. আসামের দরং জেলা থেকে উদ্ভুত কথকতাভিত্তিক নৃত্যগীতমূলক প্রাচীন সংগীতকলাবিয়াগোয়া ওজাপালিগুরুমণ্ডলীঅংশের উপর এক বিস্তৃত গবেষণামূলক রচনা
বাংলা বিভাগে আছে তিনটি গবেষণাপত্র প্রথম - অমলেন্দু চক্রবর্তীরসাবিত্রী মহাকাব্য - বেদের অনুরণন ঋষি অরবিন্দেরসাবিত্রীমহাকাব্যের নির্যাসে প্রাচীন ভারতীয় আধ্যাত্মিকতার অন্তর্গতবেদ’-এর প্রতিধ্বনির এক সুখপাঠ্য জ্ঞানলব্ধ পরিবেশনা
দ্বিতীয় অধ্যায় - উদয়ন বিশ্বাসেরআসামের শিল্পকলার এক সংক্ষিপ্ত রূপরেখা আসামের চিত্রকলা ও ভাস্কর্যের বিবর্তনমূলক যাত্রার এক অনুসন্ধানমূলক ও বশ্লেষণাত্মক পর্যালোচনা
তৃতীয় অধ্যায় - মুগ্ধ মজুমদারেরগৌড়ীয় বৈষ্ণব সমাজ ও মধ্যযুগে বাংলার মিষ্টান্ন সংস্কৃতি মঙ্গলকাব্যের বিপরীতে চৈতন্য মহাপ্রভুর অনুসারী বৈষ্ণবদের মধ্যে মিষ্টদ্রব্য ভক্ষণের পরম্পরার উপর এক বিস্তারিত পর্যালোচনা
অসমিয়া বিভাগের তিনটি গবেষণাপত্রের মধ্যে আছে - দিলীপ রাজবংশীরলক্ষ্মীনাথ বেজবরুয়ার অসমীয়া ভাষাচর্চার আলোকত ভাষাবিজ্ঞানর তাত্ত্বিক প্রসঙ্গ’, ভায়োলিনা ডেকারশৈলীবিজ্ঞানর আধারত জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নাটর ভাষা বিশ্লেষণএবং শিবজিৎ দত্তেরউপন্যাসর আলোচনাত সৃষ্টিশীল আরু বিচ্ছিন্ন শ্রম, অতিনির্ধারিত বাস্তব আরু প্রবেশবিন্দুর ধারণা - দীননাথ শর্মারনদাইপ্রসঙ্গ বলাই বাহুল্য প্রতিটি গবেষণাপত্রই সাহিত্যমূলক চর্চার ক্ষেত্রে এক প্রামাণিক আধার হিসেবে গণ্য হওয়ার যোগ্য
অত্যন্ত সুসংঘবদ্ধ ভাবে বিন্যস্ত ১৯৬ পৃষ্ঠার এই মূল্যবান সংখ্যাটি আগের সংখ্যাগুলির মতোই তত্ত্ব ও তথ্যের এক জ্ঞানভাণ্ডার হিসেবে সংগহযোগ্য সংখ্যা এতে কোনও দ্বিমত নেই স্পষ্ট নিখুঁত ছাপাই ও অক্ষর বিন্যাসযুক্ত সংখ্যাটির প্রচ্ছদ ও ছিমছাম এবং ভিতরের ভাব বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বছরে এমন দুটি সংখ্যার প্রকাশ এ অঞ্চলের এক গৌরবগাথা হিসেবে অভিহিত করা যেতে পারে এমন একটি গবেষণামূলক সাময়িকীর নিয়মিত প্রকাশের পিছনে প্রকাশক ও সম্পাদকের দায়বদ্ধতা, সমর্পণ ও অপরিসীম শ্রমের অবদান অনস্বীকার্য

- বিদ্যুৎ চক্রবর্তী

ঐতিহ্য The Heritage’
প্রকাশক - ডঃ পান্নালাল গোস্বামী
মুখ্য সম্পাদক - ডঃ নন্দিতা ভট্টাচার্য গোস্বামী
যোগাযোগ - ৯৮৬৪০২২৮৮৯

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...