সকালে উঠেই লিখেছি বীজমন্ত্র -
গুরোবে নমঃ।
এর পর একরাশ দ্বিধা এসে
দোলাচলে আবদ্ধ করে সন্দিগ্ধ প্রহর
গুরোবে নমঃ।
এর পর একরাশ দ্বিধা এসে
দোলাচলে আবদ্ধ করে সন্দিগ্ধ প্রহর
আজ কি লিখব কিছু আদৌ ?
কলম ধরার এলেম আছে কতটুকু
আজকের পূজাদিনে ?
আজ তো অনন্ত চরাচর জুড়ে
একটাই ক্যানভাস - একটাই মুখ
হৃদয়ের আনাচে কানাচে পার্থিব দুঃখ সুখ।
আজকের পূজাদিনে ?
আজ তো অনন্ত চরাচর জুড়ে
একটাই ক্যানভাস - একটাই মুখ
হৃদয়ের আনাচে কানাচে পার্থিব দুঃখ সুখ।
আজ সকাল হতে কাঠফাটা রোদ্দুর
পড়ে না জল, নড়ে না পাতা কোথাও
নেই বৃষ্টি, নেই টাপুর টুপুর রব।
তবু বান আসে জোর, হড়পা বান
চোখের জলে ভেসে যায় সারা অঙ্গ
কেমন করে সাজাই অর্ঘ্য ডালি ?
ইচ্ছে করে আমার আছে যত প্রেম
উজাড় করে তোমারই চরণে ঢালি।
পড়ে না জল, নড়ে না পাতা কোথাও
নেই বৃষ্টি, নেই টাপুর টুপুর রব।
তবু বান আসে জোর, হড়পা বান
চোখের জলে ভেসে যায় সারা অঙ্গ
কেমন করে সাজাই অর্ঘ্য ডালি ?
ইচ্ছে করে আমার আছে যত প্রেম
উজাড় করে তোমারই চরণে ঢালি।
এ জীবনে হায় এ পূজা হল না সারা
আর জনমে প্রভু পাই যেন এ অধিকার,
যে পথে একদিন পড়েছে তোমার চরণচিহ্ন
ধূলি হব সেই পথে আমি - শুধু একটিবার।
আর জনমে প্রভু পাই যেন এ অধিকার,
যে পথে একদিন পড়েছে তোমার চরণচিহ্ন
ধূলি হব সেই পথে আমি - শুধু একটিবার।
Comments
Post a Comment