Skip to main content

উত্তরণের দায়ভার নিয়ে উন্মোচিত - শারদীয় সংখ্যা ‘তৃতীয় ভুবনের সাহিত্য’


যথাসময়েই প্রকাশিত হয়েছে এবারের অর্থাৎ ১৪৩০ বাংলার পূজা সংখ্যা ‘তৃতীয় ভুবনের সাহিত্য’। ভারে - প্রতিবারের ন্যায় এবারও ওজনদার হয়েছে পূজা সংখ্যা হিসেবে গোটা উত্তরপূর্বের অন্যান্য পত্রিকার চাইতে। ধারে - কতটা শানিত হল একবার দেখে নেয়া যাক।
এই পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতে হতে এবার অষ্টম সংখ্যায় পদার্পণ করল যদিও এই অঞ্চলের (সম্পাদকের মতে তৃতীয় ভুবনের) পাঠক তথা কবি-সাহিত্যিকদের নজরে তা কতটা আসে তা বোঝার উপায় নেই। কারণ কোথাও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া চোখে পড়ে না। এর অন্যতম একটি কারণ হল এই যে অনেকেরই এই ‘তৃতীয় ভুবন’ শব্দটিতে ঘোর আপত্তি রয়েছে। তাঁদের মতে সাহিত্যের ভুবনায়ন সঠিক নয়। অথচ স্পষ্ট একটি বিভাজন যে রয়েছে তা কিন্তু কোনোভাবেই অস্বীকার্য নয়। বৌদ্ধিক মহলে এবং উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টির আঙিনায় পশ্চিমবঙ্গের সঙ্গে এবং ভাষা সাহিত্যের প্রয়োগজনিত উৎকর্ষে বাংলাদেশের সাহিত্যকর্মের সঙ্গে এক উল্লেখনীয় বৈসাদৃশ্য লক্ষ করা যায় এই অঞ্চলের সাহিত্যের। তাছাড়া উত্তরপূর্বের এই সাহিত্যভুবনের ভাষার বিরাট বৈচিত্র্য, বহু ভাষাভাষী মানুষের উপস্থিতির প্রভাবমুক্ত হতে পারে না এ অঞ্চলের সাহিত্য। সেই হিসেবে তৃতীয় না হলেও এক ব্যতিক্রমী ভুবন যে তা অনস্বীকার্য।
সম্পাদকের দায়িত্ব সুচারুভাবে পালনের অঙ্গ হিসেবে বেশ কিছু নতুন কবি লেখকের অন্তর্ভুক্তি ঘটেছে এবারের সংখ্যায়। গদ্য ও পদ্যের বিন্যাসে ২৭১ পৃষ্ঠার বিশাল সম্ভার। নিয়মিত পূজা সংখ্যা হিসেবে উত্তর পূর্বের সর্ববৃহৎ নিঃসন্দেহে। লেখক কবিদের সূচিতে চোখ রাখা যাক - কলম ধরেছেন আশুতোষ দাস, সুশান্ত ভট্টাচার্য, শিখা দাশগুপ্ত, অরুণ চট্টোপাধ্যায়, শিবানী গুপ্ত, শিপ্রা শর্মা, ঋতা চন্দ, দেবলীনা সেনগুপ্ত, মন্টু দাস, সুদীপ ভট্টাচার্য, মীনাক্ষি চক্রবর্তী সোম, সত্যব্রত চৌধুরী, শঙ্করী চক্রবর্তী, আদিমা মজুমদার, অরূপ কুমার ভূঞা, চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, জয়শ্রী ভট্টাচার্য, পূর্ণিমা রাণী দে, বিদ্যুৎ চক্রবর্তী, ড. গীতা সাহা, ছন্দা দাম, শান্তনু মজুমদার, সুবল চক্রবর্তী, রাজকুমার ধর, রাহুল দাস শাস্ত্রী, মণিকা বড়ুয়া, সুমি দাস, গীতা মুখার্জি, শুক্লা চন্দ, অভিষেক সেন, সুচরিতা সিংহ, পূরবী নাথ, বিপ্লব গোস্বামী, শুক্লা মিশ্র, সীমা ঘোষ, মাশুক আহমেদ, বাহারুল ইসলাম মজুমদার, বনশ্রী চৌধুরী, ডালিয়া সিংহ, প্রতিমা শুক্লবৈদ্য, সমীরণ চক্রবর্তী, ডাঃ প্রদীপ দে, সন্তোষ কুমার দত্ত, পরিমল কর্মকার, সম্পাদক নারায়ণ মোদক, বিমলেন্দু চক্রবর্তী, কস্তুরী হোম চৌধুরী, শতদল আচার্য, বন্দনা সেনগুপ্ত, সহযোগী সম্পাদক গৌতম চৌধুরী, শিপ্রা পুরকায়স্থ ও রতন চন্দ। প্রবীণ থেকে নবীনের সঠিক অনুপাত। পূর্ববর্তী সংখ্যাসমূহের তুলনায় বেশ কয়েকজন নতুন কবি লেখকদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বিস্তৃত করে তুলেছে পরিসর। বরাবরের মতোই সব কবি লেখকদের সাদা কালো ছবিও সন্নিবিষ্ট হয়েছে তাঁদের রচনার শুরুতে। কিছু কবিতা, কিছু প্রবন্ধ ও গদ্য থেকে কিছু উৎকৃষ্ট উদ্ধৃতি তুলে ধরার লোভ শুধু আলোচনার পরিসরের কথা মাথায় রেখে সংবরণ করা হল।   
পত্রিকায় কিছু প্রবীণ কবি লেখকের গদ্য পদ্যে বরাবরের মতোই সেকেলে ছাপ বজায় থেকেছে যদিও আধুনিক আঙ্গিকের একাধিক গদ্য ও পদ্যের অন্তর্ভুক্তিতে পূর্ববর্তী সংখ্যাসমূহের চাইতে ধারেও তাই উত্তরণ ঘটেছে সংখ্যায়। প্রবীণ কবি সাহিত্যিকের পুরাতন ধাঁচের লেখালেখিকেও একেবারে বাদ দিতে পারেন না একজন দায়বদ্ধ সম্পাদক - এটাও মানতেই হবে। তাছাড়া সাহিত্য হোক কিংবা সংস্কৃতি - নতুন এসে পুরাতনকে একেবারেই নিঃশেষ করে দেবে এমন ভাবনাও সঠিক নয়। এ সংখ্যায় কিছু গদ্য, কিছু কবিতা - বলা ভালো - অধিকাংশই সুপাঠ্য, সুলিখিত এবং গুণগত মানে অনেকটাই উচ্চতায় উপস্থাপিত হয়েছে। ফলে একদিকে যেমন উত্তর পূর্বের পাঠকদের কাছে এই পত্রিকাটি ব্যাপক আকারে পঠিত হওয়া প্রয়োজন তেমনি উত্তর পূর্বের এই বিশাল সাহিত্যক্ষেত্রকে, বিশেষ করে ত্রিপুরাকে আরোও বেশি করে স্থান দিতে হবে পরবর্তীতে। বরাক ও ব্রহ্মপুত্র, নাগাল্যান্ড, মেঘালয়কে সন্নিবিষ্ট করে ভুবনের সংজ্ঞাকে যাথার্থ্য প্রদান করতে হবে। সর্বাঙ্গীন সাহিত্যক্ষেত্রে আজকের অর্থনৈতিক প্রেক্ষাপটে এ কাজটি দুরূহ নিঃসন্দেহে। তবু এমন দায়ভার যে শুধু নারায়ণ মোদকের মতো পোড় খাওয়া সম্পাদকদের পক্ষেই সম্ভব তা আর বলার অপেক্ষা রাখে না। তাহলেই প্রকৃতার্থে সম্পূর্ণ হয়ে উঠবে পত্রিকার এই নামকরণ।
বিভিন্ন আঙ্গিকেই এই পত্রিকাটি ব্যতিক্রমী হয়ে উঠেছে ধীরে ধীরে। এ সংখ্যার উৎসর্গও ব্যতিক্রমী। ‘যাঁরা সফলতার শিখরে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চন্দ্রযান উৎক্ষেপণ করে ভারতের মুখ সারা বিশ্বে উজ্জ্বল করেছেন ইসরোর বৈজ্ঞানিকদের আমরা নতমস্তকে জানাই অভিনন্দন’। এই উৎসর্গের মাধ্যমে এই ভাবনাটি স্পষ্ট হয়ে উঠল যে সাহিত্য বা সাহিত্যিক শুধু একই আঙ্গিকে দায়বদ্ধ না হয়ে সমাজ, বিজ্ঞান, দেশপ্রেম আদি পারিপার্শ্বিকতায়ও সর্বান্তঃকরণে দায়বদ্ধ থাকেন। সম্পাদকীয়তেও বহু ব্যবস্থা-অব্যবস্থার জ্বলন্ত নিদর্শন তুলে ধরেছেন সম্পাদক। সোজাসাপটা এমন সম্পাদকীয় পত্রিকার মান বাড়িয়েছে বহুগুণ। উদ্ধৃতি না দিয়ে এমন বিরল সম্পাদকীয় তুলে রাখা হলো পত্রিকা পাঠকের জন্য।
এত বিশাল এবং সময়ভিত্তিক আয়োজনে বিভিন্ন কারণে একশোভাগ শুদ্ধতা আশা করা যায় না। এবং এর ব্যত্যয় ঘটেনি এবারও। ফলত গত সংখ্যার তুলনায় এবারে বানান ও ছাপার ভুলের সংখ্যা বেড়েছে অনেকটাই। এর বাইরে সেমি হার্ডবোর্ড বাঁধাই, অক্ষর বিন্যাস ও পত্রিকার অলংকরণ মাঝারি মানের। সুদীপ ভট্টাচার্যের প্রচ্ছদ নান্দনিক হলেও নামলিপির ফন্টসাইজ বড়ো হওয়া প্রয়োজন ছিল। সব মিলিয়ে নানাবিধ বৈচিত্র্যসম্পন্ন এক অবশ্যপাঠ্য পূজাবার্ষিকী - বিজ্ঞাপনবিহীন ‘তৃতীয় ভুবনের সাহিত্য’ - পড়তে হয়, নাহলে অজানা থেকে যায় এই ভুবনের সাহিত্য-বিশ্ব।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫০৭৬০৬৯ 

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...