Skip to main content

গোছালো ছোট পত্রিকা - ‘মানবী, পূজা সংখ্যা’



মানবী পত্রিকা আমাকে যেভাবে ভাবালো .......

বরাক উপত্যকা থেকে যে বাংলা ছোট পত্রিকাগুলো বেরোয় নিয়মিত তার মধ্যে ‘মানবী’ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য তার বৈচিত্রে, তার সম্পাদনার কারিকুরিতে সাহিত্য পথের নিত্যযাত্রী চারজন সম্পাদকের পালাক্রমে সম্পাদনায় প্রকাশিত হয় ‘মানবী’। ২০২১ (এপ্রিল থেকে সেপ্টেম্বর), পঞ্চদশ বর্ষ ২য় ও ৩য় যৌথ সংখ্যাটি প্রকাশিত হলো পূজা সংখ্যা হিসেবে। এবারের সম্পাদক কবি ও গল্পকার দোলনচাঁপা দাসপাল।
কী নেই এ সংখ্যায় ? উত্তর একটাই - সব আছে। আছে ‘উনিশের আলো’তে একটি নিবন্ধ এবং চারটি কবিতা, আছে একটি অণুগল্প, ‘কবিতার ভালোবাসায়’ শিরোনামে আছে দশটি কবিতা। ‘গল্পের বৈঠা হাতে’ শিরোনামে আছে দশটি ছোটগল্প, আছে একটি দীর্ঘ কবিতা। এবং সব শেষে, শেষ পাতে মিষ্টিমুখের মতো আছে ‘অনুভবের আকাশে’ শিরোনামে কিছু বইপত্রের আলোচনাও। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ আয়োজন। এবং যে কথাটি না লিখলেই নয় তা হলো এই - সচরাচর বিভিন্ন কারণে যখন বিভিন্ন ছোট পত্রিকায় কিছু লেখার মানের ক্ষেত্রে আপোষ করতে হয়, ‘মানবী’ সেখানে ব্যতিক্রমী। প্রতিটি লেখাই সুচিন্তিত এবং সুচয়িত। গদ্য হোক কিংবা পদ্য - প্রতিটি লেখার গুণগত মান বজায় থেকেছে বরাবরের মতো এই সংখ্যাটিতেও।
শতদল আচার্য স্বল্প পরিসরে বেছে নিয়েছেন একটি বিশাল বিষয়। তাঁর নিবন্ধের নাম ‘উনিশ মে আন্দোলনের বীরাঙ্গনাদের গল্প’। অত্যন্ত কঠিন বিষয় নিঃসন্দেহে। এতগুলো বছরের অন্তরালের পর ইতিহাস ঘেটে তথ্যকে আহরণ করা সহজ কথা নয় - যেখানে এই বিষয়ের উপর বিশেষ কোনও আলোচনা এর আগে প্রকাশ্যে এসেছে বলে জানা নেই। অথচ নিরলস প্রচেষ্টায় তা-ই করে দেখিয়েছেন নিবন্ধকার। তথ্যনির্ভর এই নিবন্ধটি নিশ্চিতভাবেই পরবর্তী রচনাসমূহের জন্য এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে রইল। পরিসর আরোও একটু বাড়ালে হয়তো নিবন্ধকার এবং পাঠক উভয়েরই তৃপ্তিসুখ বেড়ে উঠতো আরোও খানিক। এবং ভবিষ্যতে সেই আশা করাই যেতে পারে। কবিতায় নিজেদের মতো করে উনিশে মে-কে স্মরণ করেছেন কবি চন্দ্রিমা দত্ত, কুন্তলা দে, অস্তরাগ সুপ্রিয় এবং পর্শীয়া রায়। শহিদ স্মরণে উঠে আসে কিছু অনাবিল উচ্চারণ -
‘স্বীকৃতি আসবে একদিন
আসবে সুদিন
সর্ব অঙ্গে প্রণম্য হবেই
এগারো শহিদের জীবন
অঙ্গার হবে সমূহহিম - - -‘
(কবিতা - কৃষ্ণচূড়া দিনে, চন্দ্রিমা দত্ত)
‘আবারো জোরালো এক উনিশের চেতনার
আওয়াজে কেঁপে উঠুক মসনদ
বাঙালি একই সাথে পা ফেলুক,
বিচারপতির নিদ্রা যাক টুটে - - -‘
(কবিতা - হৃদয়ে উনিশ, কুন্তলা দে)
‘উনিশ সেই মশালের আলো
ভাষা মায়ের তৃপ্তিসুধা।
উনিশ ঘরে বাইরে - জেগে উঠা শ্বাস প্রশ্বাস,
নতি স্বীকার - সরকারী টনক ফেরা।’
(কবিতা - উনিশ আমার উনিশ তোমার, অস্তরাগ সুপ্রিয়)
এক পৃষ্ঠার অণুগল্পে অনাবিল এক ভালোবাসার ছবি এঁকেছেন কবি চন্দ্রিমা দত্ত - তাঁরই স্বভাবজাত মুন্সিয়ানায়। শিরোনাম - ‘একটি নিটোল গল্পের জন্য’। কবিতায় কলম ধরেছেন শ্যামলী কর ভাওয়াল (দু’টি কবিতা), চন্দ্রিমা দত্ত, শেলী দাসচৌধুরী (তিনটি কবিতা), দেবব্রত চৌধুরী, কল্লোল চৌধুরী, ডঃ অলকানন্দা গোস্বামী (দু’টি কবিতা), কুন্তলা দে, সঞ্জিতা দাস (লস্কর), নিরুপম শর্মা চৌধুরী এবং আশিসরঞ্জন নাথ (দু’টি কবিতা)। প্রতিটি কবিতাই এমন একটি মানসম্পন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আলাদা করে কারোও নামোল্লেখ করা সম্ভব নয়। করা উচিতও নয়।  
গল্পে মেতেছেন শ্রীবরুণ, শর্মিলা দত্ত, দোলনচাঁপা দাসপাল (দু’টি গল্প), বিদ্যুৎ চক্রবর্তী, সুপ্রদীপ দত্তরায়, দীপক সেনগুপ্ত, শৈলেন দাস, শর্মিলী দেবকানুনগো, মিফতা উদ্দিন এবং সুজাতা চৌধুরী। ধারে ও ভারে গল্প বিভাগ যে জমে উঠেছে তা বলাই বাহুল্য। আলাদা করে উল্লেখ না করলেও বলা যায় - গল্পকার শর্মিলা দত্ত এবং মিফতা উদ্দিনের গল্প টানবে পাঠক মন। ব্যতিক্রমী চিন্তাধারার গল্প শর্মিলী ও শৈলেন-এর। অনাবিল সাহিত্য রসে সম্পৃক্ত দীপক সেনগুপ্তের প্রেমের গল্প ‘অসমাপ্ত চুম্বন’। গল্পকার সুপ্রদীপ যেখানে স্বল্পকথায় এঁকেছেন এক বাস্তব বোধের গল্প সেখানে দোলনচাঁপা এবং বিদ্যুৎ চক্রবর্তী স্মৃতির সরণী বেয়ে সাজিয়েছেন গল্পকথার আসর। কল্পকথায় আবার বাস্তব ও প্রেমের আভাস ফুটিয়েছেন শ্রীবরুণ এবং সুজাতা চৌধুরী তাঁদের গল্পে।
দীর্ঘ কবিতায় ত্রস্তবেলার এই সময়টাকে ধরে রেখেছেন তমাল শেখর দে।
সংখ্যাটির শেষংশে মূল্যবান কয়েকটি আলোচনার সন্নিবেশ ঘটানোর মাধ্যমে পত্রিকাটির মান বেড়ে গেছে অনেকখানিমানবী - কলমের পাশে নিরলস জেগে থাকা ছোটপত্রিকাশিরোনামে  ‘মানবীর বিগত সংখ্যার চুলচেরা বিশ্লেষণ করেছেন গল্পকার মঞ্জরী হীরামণি রায় ‘সময়ের পরিভাষা’ পত্রিকার দু’টি সংখ্যার গল্প বিভাগ নিয়ে আলোচনা তথা আপন অনুভব লিপিবদ্ধ করেছেন গল্পকার শর্মিলা দত্ত। শর্মিলী দেবকানুনগোর সদ্য প্রকাশিত অণুগল্প সংকলন ‘ঘাসফুল কথা’র বিস্তৃত আলোচনা করেছেন মঞ্জরী হীরামণি রায়।
একটি পত্রিকা প্রকাশের পথে সমূহ বিপত্তি। লেখা আদায় দিয়ে যার শুরু, ছাপাইয়ে তার শেষ। পূজা সংখ্যার ক্ষেত্রে সময়ের সাথে পাল্লা দিয়ে এই কর্মযজ্ঞকে নিশ্ছিদ্র করে তোলা সহজ কাজ নয়। বিভিন্ন পর্যায়ে সময়ের তাড়নায় কিছু ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ‘মানবী’র প্রকাশের ক্ষেত্রে এই কথাটি একেবারেই প্রযোজ্য নয়। মানসম্পন্ন লেখার চয়ন থেকে শুরু করে পত্রিকা সজ্জা তথা বিন্যাস - নিখুঁত করে সব সামলেছেন সম্পাদকীয় দপ্তর। প্রাসঙ্গিক প্রচ্ছদে শিল্পী সুতপা নন্দী শারদীয় আবহে ধরে রেখেছেন বর্তমানকে। কিছু বানান বেয়াড়ার মতো থেকেই যায় দৃষ্টির অগোচরে। এর বাইরে এ সংখ্যা ‘মানবী’ পাঠকের দরবারে এক সমৃদ্ধ, গোছালো শারদীয় উপহার।
- - - - - - - - -
বিদ্যুৎ চক্রবর্তী।
 
মানবী - পূজা সংখ্যা
মূল্য - ৫০ টাকা
যোগাযোগ - ৯৪০১৩৭৭০৩০

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...