দুটি ব্লার্বই খালি । গ্রন্থ বিষয়ক এবং লেখক বিষয়ক কোনও মর্মকথা নেই , তথ্য নেই । অথচ কিছু কথা থাকা উচিৎ ছিল বলেই মনে হয়েছে । ড . শংকর কর । বরপেটার হাউলি বি এইচ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক । ইতিমধ্যেই বাংলা সাহিত্য , সংগীত এবং আঞ্চলিক সাহিত্য বিষয়ক একাধিক সম্পাদনা গ্রন্থের প্রণেতা হওয়ার উপরি সমসাময়িক নিয়মিত পত্রিকারও সম্পাদক যেখানে সমবিষয়ক , সমমানের লেখালেখির উপর নিরন্তর গুরুত্ব সহকারে সম্পাদনার কাজে ব্রতী রয়েছেন । বলা ভালো এই ক্ষেত্রটিতে আজকের দিনে নিজেকে অপরিহার্য করে তুলেছেন । সুতরাং ব্লার্বে এসব কথা আসা সমীচীন হতো । সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর ত্রিভাষিক সম্পাদনা গ্রন্থ ‘ উত্তরপূর্বের লোকসাহিত্যে শিশু - মনস্তত্ত্ব ’ । বরাবরেরই মতো ধারে ও ভারে সমৃদ্ধ ২৬৩ পৃষ্ঠার এই গ্রন্থে রয়েছে বাংলা, অসমিয়া ও ইংরেজি ভাষায় লেখা একগুচ্ছ বিষয়-ভিত্তিক প্রবন্ধ। গ্রন্থনাম থেকেই প্রতীয়মান যে এই গ্রন্থে যেসব নিবন্ধাদি নির্বাচিত হয়েছে তার ভিত্তি ত্রিমাত্রিক। প্রথমত - উত্তরপূর্ব, দ্বিতীয়ত - লোকসাহিত্য এবং তৃতীয়ত - শিশু ননস্তত্ত্ব। এই তিনটি মাত্রাকে একত্রিত করেই লেখা হয়েছে নিবন্ধসমূহ। সহজেই অনুমেয় যে ...
স্বপ্নের ফেরিওয়ালা