Skip to main content

প্রত্যয় ও উৎসর্জনের পত্রিকা ‘উত্তীয়’


শবনম ও শিউলির আভাসযুক্ত প্রছদচিত্রে আকর্ষণীয় হয়ে উঠেছে শতপৃষ্ঠার সাহিত্য পত্রিকাউত্তীয় ব্যতিক্রমী পত্রিকা নাম ২০২৩-২৪ শারদ সম্ভার এই পত্রিকার দ্বিতীয় পর্যায় - দশম সংখ্যা তৃতীয় পৃষ্ঠা কিংবা সম্পাদকীয়তে কোনও উল্লেখ নেই যদিও অনুমান করা যায় এটি একটি বার্ষিক পত্রিকা লেখালেখির বিশাল সম্ভারও সেরকম ইঙ্গিতই দেয় এমন সম্ভারযুক্ত পত্রিকা বছরে একাধিক প্রকাশিত হওয়ার সম্ভাবনা নিতান্তই কম সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় বিশ্বাস-এর নিবেদন ও গরজের ছাপ স্পষ্ট
এক পৃষ্ঠার সম্পাদকীয় যথেষ্ট বিস্তৃত তা হতেই হবে কারণ পত্রিকার আয়তনও যে বিশাল পড়ার সময় যথেষ্ট শক্ত হাতে ধরতে হবে পত্রিকাটি শরৎ, দেশের বর্তমান সময়ের হাল হকিকত, চন্দ্রযান, প্রকৃতি, যুদ্ধ - সব কিছুই এসেছে পর্যায়ক্রমে সব শেষে শারদ শুভেচ্ছা - ‘সর্বে সুখিনো ভবন্তুঃ, সর্বে সন্তুঃ নিরাময়াঃ প্রায় পৃষ্ঠাজোড়া সূচিপত্রের প্রথম কলাম গদ্য বিভাগ ও দ্বিতীয় কলাম পদ্য বিভাগ। যদিও সেভাবে উল্লিখিত হয়নি বিভাগবিন্যাস। গদ্য বিভাগে আছে প্রবন্ধ, নিবন্ধ, বড় থেকে অণু গল্প অবধি এবং স্বগতোক্তি, মুক্ত গদ্য সহ একটি একাঙ্ক নাটক।
আগেই বলা হয়েছে - আয়োজন বিশাল। তাই প্রতিটি লেখার আলোচনা পরিসরের স্বল্পতায় সম্ভব নয়। এগোনো যাক তাই বিষয় অনুযায়ী। প্রবন্ধ বিভাগে প্রথমেই রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের ‘কেন নয়ন আপনি ভেসে যায়’। তথ্যাদির উল্লেখে কবিগুরুর জীবনে শোকগাথার এক যথাসম্ভব গোছানো উপস্থাপন। হারাণ দে’র ‘বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন’ এক সংক্ষিপ্ত প্রতিবেদন। পুরোনো লেখা। ফলে তথ্যাদিও পুরোনো। নিশুতি মজুমদারের ‘ডিমাছা কাছাড়ী ও বরাক উপত্যকা’, সুস্মিতা মজুমদারের ‘সপরিবারে জগৎ জননী দুর্গা’, স্বপন কুমার পণ্ডার ‘ভারতের সর্বোচ্চ মন্দির ও এশিয়ার দীর্ঘতম রোপওয়ের সন্ধানে’, ডা. জয়ন্তী বিশ্বাসের ‘আমাদের মা, সকলের মা’ ও ড. কস্তুরী হোম চৌধুরীর ‘বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. হর্ষ ভট্টাচার্য’ - তথ্যাদি সহ সুলিখিত নিবন্ধ। অমলেন্দু চক্রবর্তীর ‘আমি গেলে ঘুচিবে জঞ্জাল’ অহংমুক্ত, আমিত্বমুক্ত মোক্ষলাভের দর্শন নিয়ে অসাধারণ একটি নিবন্ধ। রূপরাজ ভট্টাচার্যের ‘সাহিত্যে বাস্তবের গ্রন্থনা - বয়নের ভাষা-বয়ানের কৌশল’ বাস্তব ঘটনা কী সাহিত্য হতে পারে - এই প্রশ্নের এক নির্মোহ বিশ্লেষণসমৃদ্ধ উত্তরের অনুসন্ধানমূলক নিবন্ধ। শেষোক্ত দুটি নিবন্ধ আলোচ্য সংখ্যার সম্পদ হিসেবে সমৃদ্ধ করেছে পত্রিকাটিকে। গল্প বিভাগে যাঁরা লিখেছেন তাঁরা হলেন - সদ্য প্রয়াত সাহিত্যিক মনোমোহন মিশ্র, রণবীর পুরকায়স্থ, স্বাগতা চক্রবর্তী, উমা পুরকায়স্থ, মঞ্জরী হীরামণি (অণুগল্প/মুক্ত গদ্য), সংযুক্তা দাস পুরকায়স্থ, রাজকুমার সরকার (তিনটি অণুগল্প), অমিতাভ সেনগুপ্ত, মিথিলেশ ভট্টাচার্য, সেবিকা বিশারদ (চক্রবর্তী) (স্বগতোক্তিমূলক), হিমাশিস ভট্টাচার্য, ঝুমুর পাণ্ডে (মুক্ত গদ্য), ও স্মৃতি দাস। বিশেষোল্লেখে রাখতেই হয় উমা, সংযুক্তা, স্মৃতির ছোটগল্পের পাশাপাশি মিথিলেশ ও অমিতাভের বড় গল্পকে। হিমাশিসের বড়গল্পও বিশেষোল্লেখের দাবি রাখে যদিও বিস্তৃতির খানিকটা আধিক্য রয়েছে বলে মনে হতে পারে। স্বাগতার গল্পে ‘বর’ ও ‘বন্ধু’র ভূমিকা কিছুটা ঘোলাটে মনে হওয়ার অবকাশ রয়েছে। সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায়ের একাঙ্ক নাটক ‘আঁধারে আলো’ অসাধারণ হয়ে উঠলেও অনভিপ্রেত সমাপন কি একান্তই প্রয়োজন ছিল ? অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে লড়াইটা জারি রাখা যেত না ? এমন প্রশ্ন পাঠক মনে জাগতেই পারে।
কবিতা বিভাগ নামি ও নবীন কবিদের কবিতায় সমৃদ্ধ হয়ে উঠেছে। যাঁরা লিখলেন - পারমিতা, ধনঞ্জয় চক্রবর্তী, বিজয়কুমার ভট্টাচার্য, শমিতা ভট্টাচার্য, ধ্রুবকুমার সাহা, শুভ্রা সেনগুপ্ত, কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী, মৃন্ময় রায়, আশিসরঞ্জন নাথ, সুদীপ দে, চন্দ্রিমা দত্ত, শৈলেন দাস, কমলিকা মজুমদার, জ্যোতির্ময় রায়, মমতা চক্রবর্তী, সৌরভ ভট্টাচার্য, সুবর্ণ মুখোপাধ্যায়, ঋতা ঘোষ, বিদ্যুৎ চক্রবর্তী, জয়ন্তী দত্ত, শতদল আচার্য, দেবযানী ভট্টাচার্য, অভিজিৎ চক্রবর্তী, দেবী ধর, প্রদীপ সেনগুপ্ত, শ্রাবণী সরকার, দীপক চক্রবর্তী, নারায়ণ মোদক, মঞ্জুশ্রী ঘোষ, সমুজ্জ্বল দে, ফাল্গুনী চক্রবর্তী, রাজেশ চন্দ্র দেবনাথ, রাজকুমার সরকার, বাপ্পি নীহার ও শবরী চৌধুরী।
কবি লেখকদের নামের পাশে সূচিপত্রে তাঁদের বাসস্থানের উল্লেখ উল্লেখযোগ্য। এই তালিকায় শিলঙের আধিক্য মেঘালয়ে বাংলা চর্চার ধারা যে আজও প্রবহমান এই সুখকর বার্তাটি পাঠক মনে প্রত্যয়ের সৃষ্টি করে।
সদ্য প্রয়াত কবি বিজিৎকুমার ভট্টাচার্যকে উৎসর্গ করা হয়েছে আলোচ্য সংখ্যাটি। তাঁর একটি কবিতার পুনর্মুদ্রণ অধিকতর প্রাসঙ্গিক হতো। কাগজ, ছাপার মান তথা অক্ষর ও শব্দ বিন্যাস যথাযথ হলেও বেশ কিছু মুদ্রণ প্রমাদ রয়ে গেছে। সার্বিক অলংকরণ নান্দনিক। সব মিলিয়ে প্রত্যয়, উৎকর্ষ ও উৎসর্জনের পত্রিকা ‘উত্তীয়’।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৬০০২০১৫১৮৬ 

Comments

Popular posts from this blog

খয়েরি পাতার ভিড়ে ...... ‘টাপুর টুপুর ব্যথা’

ব্যথা যখন ঝরে পড়ে নিরলস তখনই বোধ করি সমান তালে পাল্লা দিয়ে ঝরে পড়ে কবিতারা । আর না হলে একজন কবি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যথাকেও কী করে ধরে রাখতে পারেন কবিতার পঙক্তি জুড়ে ? নষ্টনীড়ে রবীন্দ্রনাথ লিখেছেন - ‘মনে যখন বেদনা থাকে, তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়’। তাঁর অসংখ্য গান, কবিতা ও রচনায় তাই বেদনার মূর্ত প্রকাশ লক্ষ করা যায়।    এমনই সব ব্যথা আর ভিন্ন ভিন্ন যাপনকথার কাব্যিক উপস্থাপন কবি বিশ্বজিৎ দেব - এর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ - ‘ টাপুর টুপুর ব্যথা ’ । মোট ৫৬ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থের ৪৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে ৫৬ টি কবিতা। কিছু সংক্ষিপ্ত, কিছু পৃষ্ঠাজোড়া। ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক রতীশ দাস লিখছেন - ... বিশ্বজিতের কবিতাগুলো অনেকটা তার কাঠখোদাই শিল্পের রিলিফ-এর মতোই উচ্ছ্বাসধর্মী - যেন উত্তলাবতল তক্ষণজনিত আলো-আঁধারি মায়াবিজড়িত, পঙক্তিগুলো পাঠক পাঠিকার মনোযোগ দাবি করতেই পারে...। এখান থেকেই আলোচ্য গ্রন্থের কবিতাগুলোর বিষয়ে একটা ধারণা করা যেতে পারে। এখানে উচ্ছ্বাস অর্থে আমাদের ধরে নিতে হবে কবির ভাবনার উচ্ছ্বাস, সে বিষাদেই হোক আর তাৎক্ষণিক কোনও ঘটনার জের হিসেবেই হোক। তাই হয়তো কবি করোনার

ভালোবাসার আস্তরণে ঢেকে রেখেছি, না-বলা কথা……'

তোমাকে দেখব বলে, প্রতিদিন জেগে উঠি। তোমার নবযৌবনার সৌন্দর্য আমাকে প্রাণ চঞ্চল করে তোলে।   তোমার রূপ, তোমার স্বর্ণআভা সৌন্দর্য, আমার দেহমনে শিহরণ জাগায়……। (কবিতা - স্বর্ণআভা)   গ্রন্থের নাম স্বর্ণআভা। কবি পরিমল কর্মকারের সদ্য প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। ভাবনা ও ভালোবাসার বিমূর্ত প্রকাশ - কবিতায় কবিতায়, পঙক্তিতে পঙক্তিতে। অধিকাংশ কবিতাই ভালোবাসাকে কেন্দ্র করে। সুতরাং এই গ্রন্থকে অনায়াসে প্রেমের কবিতার সংকলন বলতেও আপত্তি থাকার কথা নয়। কবির কাব্যভাবনা, কাব্যপ্রতিভার ঝলক দীর্ঘদিন ধরেই প্রতিভাত হয়ে আসছে উপত্যকা ও উপত্যকার সীমানা ছাড়িয়ে। তারই একত্রীকরণের দায়ে এই কাব্য সংকলন। তবে এই গ্রন্থে ভালোবাসার বাইরেও সন্নিবিষ্ট হয়েছে অন্য স্বাদের কিছু কবিতা। এর মধ্যে আছে জীবনবোধ ও জীবনচর্চার ভাবনা, শরৎ, স্মৃতি, উনিশের ভাবনা, দেশপ্রেম, সমাজের অন্দরে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ আদি। ‘পাঠকের উদ্দেশে’ শিরোনামে ভূমিকায় এমনটাই ব্যক্ত করেছেন পরিমল - ‘আমার কবিতার গরিষ্ঠাংশই জীবনমুখী। বাস্তব জীবনের নির্যাসসম্পৃক্ত এই কবিতাগুলি পাঠককে পরিচয় করিয়ে দেবে সমাজের অনেক গভীর ও অনস্বীকার্য রূঢ়

নান্দনিক ও গোছালো আয়োজন দ্বিতীয় সংখ্যা ‘সম্পর্ক’

‘…বলা যায়, একটি বই-ই পারে গোটা বিশ্বের কিছু জীর্ণ প্রচলিত ধারণাকে বদলে দিতে। বইয়ের এই অমোঘ শক্তি সর্বজনবিদিত। বেদের ঋষি থেকে শুরু করে সমকালীন সময়ের অনেক লেখক তাঁদের সৃষ্টিসম্ভার দিয়ে কিছু প্রচলিত ধারণাকে সময়ে সময়ে বদলে দিয়ে এক নতুন পথের সন্ধান দিতে সক্ষম হয়েছেন। বই পড়ার মধ্যে রয়েছে এক অপার্থিব আনন্দ। বই আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করে। এই যান্ত্রিকতার যুগে নানা ঘাত-প্রতিঘাতে বিচলিত মানুষের বইয়ের প্রতি রয়েছে অকৃত্রিম টান। আজকের সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত অবস্থায় বই পড়ার প্রতি মানুষের আগ্রহ কমে গেলেও, বই প্রকাশের কাজটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বরং পূর্বের তুলনায় তা অনেকটাই বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে পাঠকের সংখ্যা বই প্রকাশের তুলনায় তেমন হারে বৃদ্ধি পায়নি। এই পাঠক সংকট বিশ্বব্যাপী…।’ - এমনই কিছু মূল্যবান তত্ত্ব ও তথ্যের সমাহারে এক প্রাসঙ্গিক সম্পাদকীয় প্রতিবেদনের মধ্য দিয়েই শ্রীগণেশ হল বাংলা সাহিত্য সভা, অসমের লংকা শাখার দ্বিতীয় বার্ষিক মুখপত্র, বিশ্ব বই দিবস সংখ্যা ‘সম্পর্ক’ -এর । সৌরভ চৌধুরীর নান্দনিক প্রচ্ছদটি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে পাঠকের। এবং এই নান্দনিকতা ছড়িয়ে আছে শেষ পৃষ্ঠা অবধি