Skip to main content

গরজে-প্রত্যয়ে, বিশুদ্ধ বানানে বিন্যস্ত ‘বরাক নন্দিনী’


সদ্য প্রয়াত কবি সুশান্ত ভট্টাচার্য লিখেছেন -
রক্তে রঞ্জিত এই শহর এই ভূমি এই ঘাস
এইখানে ভাষা শহিদদের পড়েছিল শেষ নিঃশ্বাস...
তারপর সময় গড়িয়ে গেছে কুড়ি কুড়ি বছরের পার
এখন আর সময় আছে কার এসব নিয়ে ভাববার... (কবিতা আত্মকথা)
আবার কবি শতদল আচার্য লিখছেন -
একদিন সংসদে হবে উনিশের শ্রদ্ধাঞ্জলি।
ভারত জুড়ে উনিশের বেদি হবে পথে পথে...
এসব আমার স্বপ্ন
স্বপ্ন দেখা শিখিয়েছে উনিশ... (কবিতা - উনিশের গান)
এভাবেই কবিতায় কবিতায়, স্মৃতিচারণে, প্রবন্ধ-নিবন্ধে প্রত্যয় ও আত্মবিশ্বাসের সুরে, কথায়, স্বপ্ন দেখার অভিলাষায়, অধিকারে সেজে উঠেছে বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের নিয়মিত ‘বরাক নন্দিনী’ পত্রিকার সাম্প্রতিক চতুর্বিংশতিতম কৃষ্ণচূড়া উৎসব সংখ্যা, ১৪৩১ বঙ্গাব্দ। প্রথমেই যে বিষয়টি নজরে এল তা হচ্ছে পত্রিকার আকার। এবারই প্রথম বারের মতো প্রচলিত ঢাউস সাইজের পত্রিকাটি হয়ে উঠেছে তন্বী তথা পঠনবান্ধব। এমন একটি দাবি সম্ভবত পাঠকমহল থেকে উচ্চারিত হয়েছিল সম্প্রতি। সেই সাড়ায় সহমত হয়েছেন সম্পাদকমণ্ডলী। এ সংখ্যার প্রচ্ছদে বীর শহিদ কমলা ভট্টাচার্য ধরা দিয়েছেন জ্যোতির্ময়ী আলোকে আলোকিত হয়ে।
মূলত উনিশ নিয়েই ‘বরাক নন্দিনী’ পত্রিকা। সুচয়িত সম্ভারে সমৃদ্ধ এ সংখ্যায় সন্নিবিষ্ট হয়েছে একগুচ্ছ লেখা। প্রথমেই নিয়মিত বিভাগে রয়েছে সুনির্দিষ্ট সম্পাদকীয়, যার কিয়দংশ উল্লেখনীয় - ‘জ্যৈষ্ঠ্যের কাঠফাটা রোদ্দুরে যখন কৃষ্ণচূড়ার ডাল জুড়ে রক্তিম ফুল্ল সমারোহ, পাখিরা উড়ে এসে বসে ছায়ায় - তৃষ্ণার্ত পখি ও মানুষের জীবন, ভাবি - বরাক মায়ের শহিদ সন্তানরাও তো তৃষ্ণার্ত, প্রতীক্ষারত - ভাষা শহিদ স্বীকৃতির আনন্দধারায় তারা স্নান করবে বলে; সেই প্রত্যাশার প্রহর দিন গড়িয়ে আজ চলছে বঞ্চনার তেষট্টি বছর...।’ এই অপুর্ব জবানবন্দি বরাকের গণমননের ভাষা।
এরপর রয়েছে দুটি শুভেচ্ছাপত্র। লিখেছেন সুলতানা রিজিয়া, প্রতিষ্ঠাতা, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, ঢাকা, বাংলাদেশ ও ড. সুমিতা ঘোষ, সংস্থা প্রধান, বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। এবারের সংখ্যাটির সম্পাদক বনানী চৌধুরী ‘নন্দিত প্রিয়জন কথা’ বিভাগে লিখেছেন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন - ‘শ্রীযুক্ত বিনোদলাল চক্রবর্তী - দেশ কাল নাগরিকদের সময়ের সাতকাহনের কথাকার’। এই সাক্ষাৎকারে ভাষা আন্দোলনের প্রত্যক্ষ সৈনিকের কথায় উঠে এসেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে হাল আমলের ভাষা সংকট সংক্রান্ত হাল হকিকত। ‘শ্রেষ্ঠ নন্দিনীদের কথা’ অনুলেখনে মঞ্জরী হীরামণী রায় কলম ধরেছেন পারিবারিক সম্মাননা প্রাপক সুপ্রিয়া পাল, শ্রেষ্ঠ নন্দিনীত্রয় বনানী চৌধুরী, অরুন্ধতী দেব কর পুরকায়স্থ ও বেবী চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রচ্ছদ-কথা বিষয়ক নিবন্ধ ‘কমলা ভট্টাচার্য - বিশ্বের প্রথম নারী ভাষা শহিদ’ শিরোনামে বীরাঙ্গনা কমলার এক সার্বিক জীবন ছবি ও আত্মত্যাগের জীবন্ত পোর্ট্রেট এঁকেছেন সম্পাদকআরোও এক নারী ভাষা শহিদ সুদেষ্ণা সিংহের উপর সংক্ষিপ্ত হলেও তথ্যভিত্তিক নিবন্ধ লিখেছেন সুচরিতা সিনহা।
নবপ্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও ভাষা সংকট কতটা প্রাসঙ্গিক তারই এক আলোকপাত নবপ্রজন্মের দুই সন্তান সোমদত্তা বৃষ্টি ও শুকতারা সংকল্পের কথায়। বিষয়ভিত্তিক একাধিক নিবন্ধ সংখ্যাটিকে করেছে সমৃদ্ধ। পরিসরের অভাবে প্রতিটি রচনার উপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হচ্ছে। নানা আঙ্গিকে, ভাষায় ও গরজে যেসব প্রবন্ধ-নিবন্ধ সন্নিবিষ্ট হয়েছে সেগুলো হচ্ছে - প্রতিমা শুক্লবৈদ্যের ‘হৃদয়ে উনিশ চেতনায় একুশ’, শান্তশ্রী সোমের ‘চরৈবেতি যাদের রক্তে তাদের কথা’, শাশ্বতী ভট্টাচার্যের ‘ভাষাতীর্থ বরাক’, দীপংকর ঘোষের ‘বাহান্ন আর উনিশ এক নয় তবে এক সংলগ্ন সত্য’, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্যের ‘রাজধানীতে বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতির চর্চা’, বিদ্যুৎ চক্রবর্তীর ‘ব্রহ্মপুত্র উপত্যকায় মাতৃভাষা চর্চা’, গৌরী দত্ত বিশ্বাসের ‘উনিশে মে এবং বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে অনুভব’ এবং দীপক সেনগুপ্তের ‘উনিশ এবং একুশের সাঁকোতে দাঁড়িয়ে বর্তমান সময়কে অবলোকন’। ৬১র আন্দোলন পরবর্তী সময়ে আরোও দুইবার বরাক প্রত্যক্ষ করেছে বাংলা ভাষার শহিদ কাণ্ড। ১৯৮৬ সালের ২১ জুলাই শহিদ হয়েছিলেন জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস (জগন-যিশু) এবং ১৯৭২ সালের ১২ জুন শহিদ হয়েছিলেন বাচ্চু চক্রবর্তী। করিমগঞ্জের সেই শহিদদের নিয়ে কলম ধরেছেন যথাক্রমে নির্মাল্য দাস ও বনানী চৌধুরী।
সংখ্যাটিতে আছে ৪টি অণুগল্প। বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে লিখেছেন ড. রমা পুরকায়স্থ, শর্মিলী দেব কানুনগো, মঞ্জরী হীরামণি রায় ও জয়া ভাওয়াল। প্রতিটি গল্পের মান উচ্চ স্তরের, যা নিশ্চিতই ভাবাতে বাধ্য করবে পাঠককে। ‘টুকরো কথায় উনিশের ভাবনা’ প্রকাশ করেছেন কবি ও সাহিত্যিকবৃন্দ - সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, শুক্লা চন্দ, গীতা মুখার্জি, নমিতা আচার্য, অনিন্দিতা চক্রবর্তী ও জয়শ্রী কর। সংক্ষিপ্ত সাক্ষাৎকারভিত্তিক আলোচনায় উঠে এসেছে ১৯-এর উপত্যকায় মাতৃভাষা চর্চা, বর্তমান প্রজন্মের মাতৃভাষা নিয়ে অনীহা, ক্যারিয়ার গঠনে ভূমিকা, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মাতৃভাষার অবক্ষয় ইত্যাদি বিষয়। আলাপচারিতায় যোগদান করলেন যাঁরা তাঁরা হলেন গৌতম চৌধুরী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সমিতি, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি তথা কবি ও নাট্যকর্মী পরিমল কর্মকার, কবি রফি আহমেদ মজুমদার, বিবেকানন্দ কলেজ অব এড্যুকেশনের প্রভাসিকা দেবলীনা দেব, শিক্ষিকা ও বাচিক শিল্পী পূবালী দাশ পুরকায়স্থ এবং এমএমএমসি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সংযুক্তা সিনহা।
তিনটি বিভাগে বিন্যস্ত ‘কবিতার খোলা বারান্দা’য় নানা আঙ্গিকে লেখা বিষয়ভিত্তিক একগুচ্ছ কবিতার সৌজন্যে রয়েছেন প্রবীণ থেকে নবীন কবিবৃন্দ - চান্দ্রেয়ী দেব, স্বাতীলেখা রায়, শমিতা ভট্টাচার্য, শতদল আচার্য, মীনাক্ষী চক্রবর্তী সোম, নীতা বিশ্বাস, নিরুপম শর্মা চৌধুরী, রঞ্জিতা চক্রবর্তী, চন্দ্রিমা দত্ত, ড. গীতা সাহা, দেবযানী ভট্টাচার্য, স্মৃতি দাস, কল্পিতা দেব, সুপ্রিয়া পাল, কণিকা দাস, সুচরিতা সিংহ, দেবলীনা রায়, প্রগতি দে চৌধুরী, ড. অর্পিতা দাস, লীনা নাথ, সুশান্ত ভট্টাচার্য, অরুন্ধতী দেব, স্বর্ণালী দত্ত, সুদীপ্তা বিশ্বাস, সোনালী গোস্বামী, রানা চক্রবর্তী, শর্মি দে, সুমিতা গোস্বামী দাস, মিনতিরানি রায়, সন্ধ্যা রায়, ছন্দা দাম ও বন্দনা সেনগুপ্ত।
সব মিলিয়ে পরিপাটি বিভাগ বিন্যাসযুক্ত বিশাল সম্ভারসমৃদ্ধ একটি সংখ্যা যার পাতায় পাতায় ধরা আছে যত্ন ও গরজের সুস্পষ্ট ছাপ। আধুনিক বানানের যথাযথ প্রয়োগ সংখ্যাটিকে প্রদান করেছে এক অনন্য মাত্রা যা সচরাচর এ অঞ্চলের পত্রপত্রিকায় দুর্লভ। প্রকাশকাল জ্যৈষ্ঠ ১৪৩১ (মে ২০২৪)। প্রচ্ছদ পরিকল্পনা বরাক নন্দিনী পরিবার। নান্দনিক ভাবনা ও অলংকরণ - উজ্জ্বলেন্দু দাস ও মান্না দেব। স্পষ্ট ছাপা ও অক্ষরবিন্যাসযুক্ত মুদ্রণে রাইমা প্রেস, শিলচর। শেষ মলাটের ভেতরে বন্দনা দাসের ‘কমলা পোট্রেট’ ও বাইরে কবি চন্দ্রিমা দত্তের কবিতাংশ নান্দনিক ভাবনার প্রতিফলন। 

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৪৭৬৭৬৩২৫১ 

Comments

  1. খুব সুন্দর আলোচনা করেছেন বিদ্যুৎদা। আপনাকে নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...