Skip to main content

একটি সকাল - মহাবাহুর বাহুডোরে

 

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে
 
বিপুলা এ পৃথিবীররূপ রস গন্ধে যখন অন্তরাত্মা হয়ে ওঠে রসসিক্ত, জুড়ায় দুনয়ন - তখন মোহাবিষ্ট মননে আমরা ছুটে বেড়াই হিল্লিদিল্লি, ছুটে চলি দূর থেকে দূরান্তে কাঁড়িকাঁড়ি টাকাপয়সা খরচ করে হলেও নিয়মিত বেরিয়ে পড়ি আমরা - ভ্রমণপিয়াসী হৃদয়টাকে হাতের মুঠোয় করে আমাদেরউচাটন মন - ঘরে রয় না যুগ থেকে যুগান্তর ধরে বাহির আমাদের হাতছানি দিয়ে ডাকে - ‘বাহির হলেম আমি আপন ভিতর হতে, নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে
আজ বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে, অতিমারীর করাল গ্রাসে ভ্রমণপিয়াসীদের হৃদ-নিকেতন হয়েছে ছন্নছাড়া গৃহবন্দি দিনযাপনে সঘনে উথলে উঠে হৃদয়পুর মন বিদ্রোহ করলেই ভেসে আসে ওই বজ্রনির্দেশ - ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে এমনি আজ কাল পরশু করে করে দিন মাস বছর গড়িয়ে যায় তবু শান্ত হয় না পৃথিবী মনের অন্দরমহলে গুমোট মেঘ এসে বাঁধে বাসা ইচ্ছেডানা ছুটে ছুটে চলে দিকে দিকান্তরে বই পড়ে আর পত্র পত্রিকায় ভ্রমণ কাহিনি পড়ে কিংবা অনলাইনে ঘোরাঘুরি করে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা চলে অবিরাম কিন্তু দিনশেষে সেই একই স্বপ্নভঙ্গের বেদনা - ‘তবু ভরিল না চিত্ত, ঘুরিয়া ঘুরিয়া কত তীর্থ হেরিলাম
শেষমেশ অস্থির মননে কিছু একটা করার তাগিদে ব্যতিব্যস্ত হয়ে উঠেছি ভাবনায় কচিকাঁচাদের অসহ্যকর জীবনযাত্রার বেদনা আমরা বড়দেরই যেখানে দমবন্ধ হওয়ার উপক্রম সেখানে বাচ্চাকাচ্চাদের অবস্থা সহজেই অনুমেয় আনচান মনে ত্রাতার ভূমিকায় উদয় হলেন প্রাণের পুরুষ - কবিগুরু রবীন্দ্রনাথ হঠাৎ করে এসে মনে পড়লো সেই অবিস্মরণীয় লাইন দুটি - ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু -ডুবন্ত যাত্রীর খড়কুটোর মতো একটি আশার আলো যেন দেখা যেতে লাগলো তিরতির করে খুশির বেনোজল যেন ভিজিয়ে দিচ্ছে সারা অঙ্গ যেমন ভাবা তেমনি শুরু হলো খোঁজখবর কোথায় আছে সেই আরিশিনগর - যেখানে ভোরের সূর্য এসে ধানের শিষে সৃষ্টি করে জাগতিক চিত্রকল্প ? ভরসা সেই নব প্রজন্মের সবজান্তা - গুগল খোঁজাখুজি করতেও বেরিয়ে এলো কিছু তথ্য চমকে দেওয়ারই মতো এক নয়, একাধিক আরশি নগরের সুলুক ততক্ষণে হাতের মুঠোয় সেখান থেকে বেছে নেওয়া হলো প্রাথমিক ভাবে একটি স্থান রাত পোহালেই রোববার সবাই তৈরি হাঙ্গামার জন্য এত এত দিন পর একটু যেন হাঁফ ছেড়ে বাঁচার আয়োজন হোক না অতিমারীর বিরুদ্ধে সরকারি বিধি নিষেধ সব মেনেও তো হতেই পারে হুল্লোড়
কিশোর কিশোরী, যুবক যুবতী মিলিয়ে ছোটদের দলে মোট পাঁচটি প্রাণী বড়রাও পাঁচজন সব মিলিয়ে দশজনের দল সেজেগুজে তৈরি হয়ে বেরোতে বেরোতে সকাল দশটা তিনটি গাড়ি করে শেষমেশ বেরোনো গেল গন্তব্য গুয়াহাটি মহানগরের কেন্দ্রস্থল থেকে বিশ কিলোমিটার দূর ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত তামোলবাড়ি শিব মন্দির ও সংলগ্ন বেলাভূমি এহেন দিনেও ব্যস্ত মহানগরের যানজট ভেদ করে ছয় মাইল, নারেঙ্গী মুখ হয়ে তিনটি গাড়ি ছুটে চলে চন্দ্রপুর রোড ধরে গন্তব্যের পথে স্বল্পকালীন যাত্রাপথ দুর্ভোগের দিনে সরেজমিনে খাওয়া দাওয়ার ব্যবস্থাও যেহেতু নেই তাই খুব বেশি সময় যে কাটানো যাবে না তাও আগেভাগেই জানা সদ্য নির্মিত চন্দ্রপুর রোড এখন পর্যটকদের সঘন আনাগোণার পথ পথের ধারের দৃশ্যাবলিও নয়ন জুড়ানো সাধারণতঃ স্থানীয় অধিবাসীদের তা চোখে পড়ে না কিন্তু আমি যতবার সফরে যাই ওই রাস্তাটি ধরে ততবারই মোহিত হয়ে যাই দুপাশের নয়নলোভন দৃশ্যাবলি দেখে প্রাকৃতিক ভারতবর্ষের যেন একটি মিনি রেপ্লিকা পানিখাইতি রেল ক্রসিং পেরোলেই ডাইনে অনতিউচ্চ পাহাড়ের শীর্ষে ভাগ্য সদয় থাকলে শীতে কিংবা বর্ষা বাদলের দিনে দেখা মিলতেও পারে মেঘেদের এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ানোর দৃশ্য বাঁয়ে ধানের ক্ষেতের চোখ জুড়ানো সবুজিমা কিংবা সোনালিমা আজ বেশি সময় এই সৌন্দর্য উপভোগ করার সময় পাওয়া গেল না আধঘন্টার মধ্যেই গাড়ি চন্দ্রপুর রোড থেকে বাঁয়ে মোড় নিয়ে এগিয়ে যেতে থাকলো মহাবাহুর উদ্দেশে কংক্রিটের ব্লক বসানো এই রাস্তায় এক কিলোমিটার রাস্তা এগিয়ে আসতেই পৌঁছে গেলাম রাস্তার শেষটায় এইখানটায় দেখতে পাওয়া গেল আরোও তিন চারটে গাড়ি ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে আমাদের তিনটি গাড়িও অপ্রশস্ত পার্কিং-এ দাঁড় করিয়ে সবাই নেমে এলাম একে একে এখানে ছোট্ট একটা পান দোকান দেখতে পেলাম শুধু আর জনাকয়েক স্থানীয় মানুষ এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম সরু একটি গলির মতো রাস্তা চলে গেছে খানিকটা সামনে আমাদেরই মতো কিছু ভ্রমণপিয়াসীদের দেখলাম এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ইতস্ততঃ ঘোরাঘুরি করছেন সরু রাস্তাটি ধরে এগোতেই সামনে নজরে পড়লো একটি সাইনবোর্ড - Brahmaputra Calling. বাঁদিকে একটি রিসর্টের হদিশ, কিন্তু বন্ধ হয়ে আছে বর্তমানে একটি বিশাল পার্কিং এরিয়াও নজরে এলো অর্থাৎ সাধারণ সময়ে এটি এক জমজমাট পর্যটনের স্থান কিন্তু বর্তমানে কোভিড কালে বলতে গেলে এক ভূতুড়ে স্থানে পর্যবসিত হয়ে আছে বিধ্বস্ত পর্যটন শিল্পের পাশাপাশি বিধ্বস্ত অর্থনীতিরও এক করুণ দৃশ্য নাড়িয়ে দিয়ে গেল অন্তর
সরু রাস্তাটি দিয়ে বড়জোর পঞ্চাশ পা এগোতেই হঠাৎ করে সামনে যেন সমুদ্র সৈকত সেই শৈশব থেকেই নদী আমাকে কাছে টানে অবিরত সামনেই বিশাল ব্রহ্মপুত্রকে দেখে তাই অভিভূত হয়ে গেছি আনন্দে দিশেহারা হওয়ার ঠিক সেই মুহূর্তেই ডাক শুনে পিছন ফিরে তাকিয়ে দেখি সবাই আমাকে ডাকছে ফিরে এলাম মনক্ষুণ্ণ হয়ে জানলাম যেখানটায় গাড়িগুলো সব পার্কিং করা আছে সেখান থেকে ডাইনে টিলার ঢাল বেয়ে যে পায়ে হাঁটা পথ চলেছে সেদিকেই নাকি তামোলবাড়ি শিব মন্দির তো সবাই চাইছে প্রথমে শিবমন্দির পরিদর্শন করে তার পর এদিকটায় আসা যাবে তীর্থময় ভারতবর্ষের এক ক্ষুদ্র রেপ্লিকা যেন এই অখ্যাত গ্রামের অসংরক্ষিত পর্যটনস্থান আর আমরা সবাই ধর্মপ্রাণ ভারতবাসীর এক এক জন স্থানীয় প্রতিভূ এমনিতেও গুগল ম্যাপে এই শিব মন্দিরের ভৌগোলিক অবস্থান খুবই চমকপ্রদ তাই এমনিতেই আমার একটা আকর্ষণ ছিল সুতরাং আরোও কিছু ভিন্ন বয়সের পর্যটকের সঙে সঙে আমরা দশজনও এগোতে থাকলাম এক চিলতে ওই পথটি ধরে বড়জোর তিনশো মিটার হবে টিলাটিকে চক্রাকারে ঘুরে সেই পদপথটি যেন সটান হাজির হয়েছে বিশাল মহাবাহুর বুকে নদীস্তর থেকে প্রায় তিরিশ মিটার উঁচুতে স্থলভাগের শেষ প্রান্তে একটি অতি সাধারণ শিব মন্দির মেঝেতে টাইলস লাগানো থাকলেও পরিচর্যার কোনও চিহ্ন নজরে এলো না আমার দুচোখ জুড়ে তখন শুধু ব্রহ্মপুত্রের বিশাল সৌন্দর্য মন্দিরের ঠিক পেছনে সামান্য এক টুকরো মাটি - বেশি হলে পাঁচ বাই পাঁচ মিটার হবে সেই ঠাইটিই স্থলভাগের শেষ বিন্দু সেখানেই গাদাগাদি করে দুই চোখে প্রকৃতির অপার মায়াময় মোহে সবাই যেন মোহিত হয়ে আছে সামনে নিচেই মহাবাহুর জলধারা একটু দূরেই এক টুকরো স্থল্ভাগ যেন ছোট্ট একটি টিলার মতো জেগে রয়েছে তার বুকে একটি বড় গাছও দাঁড়িয়ে আছে জলধারার সাক্ষী হয়ে এখান থেকে অপূর্ব লাগছে সেই দৃশ্য ছবি তোলার হিড়িক লেগেছে
কিন্তু এই এক চিলতে উঁচু স্থান থেকে ফিরে আসতে রাজি নয় কেউ বিশেষ করে বাচ্চারা তাই সেই উঁচু স্থানের গা বেয়ে ঘুরপথে সবাই চলে এলাম নিচে একেবারে মহাবাহুর হাতের নাগালে আমার সারা অন্তরাত্মা জুড়ে যেন সহস্র প্রদীপের আলোর মতো আনন্দধারা হাতের কাছে ব্রহ্মপুত্রের বিশালতাকে উপলব্ধি করতে পেরে, একটু হাতের ছোঁয়ায় তার বহমান জলরাশিকে স্পর্শ করতে পেরে হৃদয়পুরে আমার এক নদী সুখ উপরে বিশাল আকাশ আর পাশেই অনন্ত প্রবাহিত জলধারায় আমি ততক্ষণে পৌঁছে গেছি কোনও এক কল্পিত স্বর্গরাজ্যে জলের উপরের একটি পাথরে বসে অনেকক্ষণ ধরে বুকে জড়িয়ে রাখলাম সেই অপরূপ স্বর্গীয় শোভাকে মন চাইছিল না উঠে আসি সেই অপার্থিব আসনটি ছেড়ে উজান ভাটি স্পষ্ট দৃশ্যমান সেখান থেকে এক পাশে একটি জলধারা ঢুকে গেছে খানিকটা ভেতরে সেদিকটা ঘুরে জলরাশি যেন দেবাদিদেব দর্শন সেরে কিছু ছড়ানো ছিটানো পাথরের গা ঘেঁষে মহানন্দে আছড়ে এসে পড়ছে আবার নিজের চলার পথে আমি অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে রই
ঘোর কাটতেই দেখি সবাই ফেরার উদ্যোগ নিয়েছে বাধ্য হয়েই ঘুরে দাঁড়াই পার্থিব পথের দিশায় আবার সেই টিলার গায়ে গায়ে ঘুরন্ত পথ ধরে সবাই ফিরে আসি পার্কিং স্থানে ভীষণ ইচ্ছে করছিল এক কাপ চায়ে চুমুক দিতে কিন্তু সে উপায় নেই মহাকাল এসে বন্ধ করে রেখেছে মানুষের মুখ তাই এবার সেই ছোট্ট গলিটি পেরিয়েই সোজা নদী সৈকতে ওপারের গাছপালাগুলোকে বাদ দিলে অবিকল সমুদ্র সৈকত তবে অন্তত নদীর বুকে অন্তত একশো মিটার দূর অবধি শুধুই হাঁটুজল এখানে দেখতে পেলাম স্থানীয় কিছু শিশু বালক আপন খুশিতে মত্ত হয়ে জলকেলি করছে বহু সময় ধরে আজকের করাল সময়ে বোধ করি এই তাদের বিনোদন কিংবা এই হয়তো তাদের জীবনের মহাসঙ্গীত - মহাবাহুর চিরসাথী
এদিক ওদিক মিলিয়ে অন্তত এক কিলোমিটার দূরত্ব এখানে দৃশ্যমান পেছনের দিকটায় সেই শিব মন্দির সংলগ্ন ছোট টিলাটি দেখা যায় স্পষ্ট দাঁড়িয়ে আছে মহীরুহকে বুকে নিয়ে - যেন দূর দেশ থেকে আগত বিস্মিত পর্যটককে পথ চিনিয়ে দেওয়ার অভিপ্রায়ে মহাবাহুর মায়ায় আবদ্ধ করে নিতে
ভাবছিলাম সাধারণ সময়ে এখানে তো নিত্য বসে বনভোজনের আসর প্রতিদিন ভুলুণ্ঠিত হয় নতীতটের সৌন্দর্য আজ এতদিন ধরে এসব বন্ধ থাকা সত্ত্বেও এদিক ওদিক তাকালেই নজরে আসে পরিত্যক্ত বর্জ্য পদার্থ মানুষের এই অত্যাচারের বদলা নিতেই কি প্রকৃতি আজ এত হিংস্র ?
সময় ফুরিয়ে এলো এক সময় মহাবাহুকে বিদায় জানিয়ে অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসার রাস্তায় পা বাড়ালাম      
- - - - - - - - - - - -

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...