Skip to main content

অসহনীয় সময়ের দলিল - 'সময়ের দর্পণ'



বিশে বিশ মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির
তীব্রগতির মৃত্যুথাবা গড়েছে নজির,
একটি বছর নিরালা করে গেল
কত পরিবার স্বজনহারা হল।
বিশে বিশ বিষণ্ণতার।
 
এক বুক আশা নিয়ে ইতিউতি সংবাদ
বিয়োগের ঘরে একটি বছর পূর্ণবিষাদ।
ভালোবাসার ভাগীরথী অন্তঃসলিলা
ভেতরে শুকোয় সরস্বতী।
স্রোতে ভাসে যাপনের ককতা
চারদেওয়ালে জীবন বাজি।
...... (কবিতা - বিশের বিশ বিষময়)
কিংবা -
ডোমেরা আজ ক্লান্ত, শ্মশানে
এত ব্যস্ততা ছিল না কখনো,
মর্গ থেকে থরে থরে আসে
আরো ভেসে আসে গঙ্গার স্রোতে,
মৃত্যুমিছিল ঠিকানাবিহীন
শেষযাত্রায় সম্মানহীন।
মৃত্যু এখন সহজলভ্য
বেঁচে থাকাটাই আশ্চর্য।
...... (কবিতা - সময়ের দর্পণ)।
হালে অতিমারীর ভয়াবহ সময়টিকে এভাবেই দুই মলাটে ধরে রেখেছেন কবি মীনাক্ষী চক্রবর্তী সোম তাঁর সদ্যপ্রকাশিত প্রথম কাব্য সংকলন ‘সময়ের দর্পণ’-এ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া অসম গ্রন্থমেলা, গুয়াহাটিতে উন্মোচিত হয় তাঁর এই অসামান্য সময়ের দলিল। গ্রন্থটি উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত রায়চৌধুরী যিনি আবার অনবদ্য লেখনীতে ভূমিকাও লিখে দিয়েছেন এই গ্রন্থটির। ভূমিকাতে গ্রন্থের সারমর্ম অনেকটাই বর্ণিত হয়ে আছে। তবু কবির কবিতার রসাস্বাদনে পাতার পর পাতা উল্টে যেতে হয় না থেমে। পাঠকের হৃদয়ে বিগত দুঃসময়ের বিষাদময় এক চিত্র ভেসে ওঠে। তনুমন আন্দোলিত হয় পাঠের নিমগ্নতায়, কবিতার ভাষায়, বাঁধনে। প্রতিটি কবিতায় সময়টিকে ধরে রাখার প্রয়াসের পাশাপাশি অনুভূত হয় এক লুক্কায়িত ছন্দ। সে ছন্দ হয়তো ব্যাকরণের নিয়ম মেনে নয় তবু হৃদয় দোলায় নিশ্চিত।
মোট ৯৮ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থটিতে সন্নিবিষ্ট হয়েছে ৫০ টি কবিতা। বিষয়ভিত্তিক এই সংকলনেও কবি অনবদ্য মুন্সিয়ানায় ধরে রেখেছেন বৈচিত্র। আছে কিছু ছড়ার ফর্মাটে লিখা কবিতা। যেমন - লকডাউন, মতিভ্রম, পরিত্রাণের খোঁজে, সুখের পদ্য, উৎসব ইত্যাদি। কিছু নমুনা -
উড়নচণ্ডী বাতাবরণ
প্রশাসনের নিদ্রাহরণ।
আমিই আমার মধুসূদন
চারদেয়ালে দিনযাপন ... (কবিতা - উৎসব)। কিংবা -
নতুন ব্যামো করোনা
ঘর থেকে বেরোতে মানা।
ঘরে বসে কাজ নেই
ছড়া তাই লিখে যাই ... (কবিতা - লকডাউন)।
করোনার আবহে আছে কিছু শ্লেষাত্মক কবিতা। যেমন - পরীক্ষা, জীবশ্রেষ্ঠ, ঘোমটার আড়ালে, সংকটে ঈশ্বরপুত্র, অজান্তে ইত্যাদি। কোভিডকালে যারা নেতিবাচক ভূমিকায় সমাজকে বিভ্রান্ত করেছিলেন তাদের প্রতি বিদ্রুপে বর্ষিত হয়েছে কাব্যিক কশাঘাত।
পুরো সময়টাকে ধরে রাখতে একের পর এক কবিতা সাজিয়েছেন কবি অন্তরের গরজে। সব কবিতাই ছুঁয়ে যায় পাঠক মন। তবু উল্লেখ করতেই হয় বিশেষ করে - কোভিড নাইন্টিন, হঠাৎ, বিষণ্ণ কথামালা, যোগ বিয়োগ, মাতৃভূমি, লকডাউন ডায়েরি, খোলা চিঠি, বিকল্প জ্ঞান, সৎকার, অজানা ঠিকানা, সময়ের দর্পণ, স্বপ্নের মাস্তুল ইত্যাদি কবিতাগুলির কথা। বস্তুতঃ পৃথিবীর বুকে ঘটে যাওয়া এই নিদারুণ সংকটবেলার প্রতিটি দিক ছুঁয়ে গেছেন কবি তাঁর কবিতার মাধ্যমে। দেশনেতা থেকে ভণ্ড নেতা, রাষ্ট্রপ্রধান থেকে আমজনতা, বুভুক্ষা থেকে খাদ্য উৎসব, কোভিড যোদ্ধা থেকে দিনমজুর, ছাত্র থেকে শিক্ষক, অফলাইন থেকে অনলাইনের পালাবদল সব সব কিছু বন্দি করে রেখেছেন দুই মলাটে।
অবশেষে কোভিড বিদায়ের শান্তি, আগামীর স্বস্তিবেলার আবাহন দিয়ে টেনেছেন সমাপ্তিরেখা।
ব্রহ্মপুত্রের বালিচরে
ধুলোর ঝড় উঠেছে,
একদিন সব ঝড় থেমে যাবে
পৃথিবী আবার বাসযোগ্য হবে। (কবিতা - আশায় আশায়)। কিংবা -
যদি জিতে ফিরে মানুষ
মিলন হবে আবার
ভালোবাসার উঠোনে।
বাড়িয়ে দেব তোমার দিকে,
মারী শেষে মুক্ত হাত।
উন্মুক্ত আকাশের নীচে
ভালোবাসা বেঁচে থাক। (কবিতা - সেরে ওঠো পৃথিবী),
অনেক দিন পর,
স্বপ্নহীন দমবন্ধ নিঃসঙ্গতার শেষে
যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে নতুন আলো,
নতুন জীবনের শুরু।
ভীষণ অন্ধকার আবর্ত ঘুরে
পৃথিবী আজ সুস্থ। (কবিতা - অনেক দিন পর)।
কাব্যগ্রন্থের প্রথম কবিতা - ‘পরিযায়ী’। করোনা বিভীষিকার আবহে পরিযায়ী শ্রমিকের দুঃসহ বেদনার এক অসাধারণ প্রতিবেদন। ভূমিকা লেখকের কথায় - ‘পরিযায়ী’ কবিতা দিয়েই কবি মীনাক্ষী তার জাত চিনিয়ে দিয়েছে।
কবি আবার শেষের কবিতা ‘প্রত্যয়’-এ ধরে রেখেছেন সুস্থ পৃথিবীর গভীর প্রত্যয় -
নতুন দিনে শোকতাপ ভুলে
মারীকে আমরা করব জয়,
আবার হাসব, ভালোবাসব
মনের গভীরে দৃঢ় প্রত্যয়।
কবি ও প্রকাশক উঁই প্রকাশনী বানানের শুদ্ধতার জন্য ধন্যবাদার্হ অবশ্যই। তবে আরো খানিকটা যত্নবান হলে পংক্তিসজ্জার ছোটখাটো ত্রুটিগুলোও দূর করা যেত। প্রাসঙ্গিক প্রচ্ছদ করেছেন নান্নু। কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন - ‘মা হিরণ্ময়ী চক্রবর্তী ও বাবা আশুতোষ চক্রবর্তীর করকমলে’।
 
কবি মীনাক্ষী চক্রবর্তী সোম বড় যতনে সাজিয়ে রেখেছেন সময়টাকে। তাই ইতিহাসের পাতায় এক কাব্যিক দলিল হয়ে রইল ‘সময়ের দর্পণ’।
 
বিদ্যুৎ চক্রবর্তী।
‘সময়ের দর্পণ’
মীনাক্ষী চক্রবর্তী সোম
মূল্য - ১৫০ টাকা
যোগাযোগ - ৮৬৩৮৩৯২৬০৬

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...