Skip to main content

‘কাব্যশ্রী’ - কবিতার হাত ধরে কবিতা উৎসব


এ এক সত্যিকারের কবিতা উৎসব বইকী। দুই মলাটের ভেতর ৪৫ পৃষ্ঠায় যেখানে পাশাপাশি আপন আপন বৈভবে জ্বলজ্বল করছে ৫৭ জন কবির ৫৭ টি কবিতা - যার মধ্যে অধিকাংশ কবিই ডাকসাইটে, প্রথিতযশা। কী করে এতজন প্রতিষ্ঠিত কবির কবিতা সংগ্রহ করে সন্নিবিষ্ট করা যায় দুই মলাটের অন্দরে সে এক ভাবনার বিষয় বটে। আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে এখানে গ্রন্থিত হয়েছে দূরান্তেরও কিছু কবির কবিতা। কবিদের তালিকায় চোখ বোলালেই দুই সম্পাদকের এলেমের তারিফ করতে হয়; যদিও নিজেরা প্রতিষ্ঠিত কবি হওয়ার সূত্রে তাঁদের এই এলেম থাকাটাস্বাভাবিক।
কথা হচ্ছে বরাক উপত্যকার বদরপুর থেকে প্রকাশিত - সদ্য পেরিয়ে আসা বিশ্ব কবিতা দিবসের সন্ধ্যায় উন্মোচিত হওয়া ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কাব্যশ্রী’ নিয়ে। আলোচ্য সংখ্যাটি পত্রিকার দ্বিতীয় বর্ষের তৃতীয় সংখ্যা। একটি আদ্যন্ত কবিতাময়তা এই পত্রিকার ঘরে-বাইরে। নামলিপির ক্যাপশনে লিখা আছে - ‘কবিতার হাত ধরে’ - অর্থাৎ কবিতার হাত ধরে কাব্যশ্রী। পত্রিকার নামকরণের পেছনে এক গৌরবের ইতিহাস - একাধারে মন খারাপেরও। বরাক তথা সামগ্রিকভাবে কবিতা বিশ্বে কাব্যশ্রী বক্‌সী ভট্টাচার্য এক বহুচর্চিত নাম। বহির্বরাকে তাঁর কবিতা ছড়িয়ে পড়েছিল কাব্যগুণের সূত্রে, নিজস্ব গতিময়তায়। সেই গতিই অকালে স্তব্ধ হয়ে যাওয়ার পর হালটি ধরেছেন তাঁরই সুযোগ্যা কন্যা বর্ণশ্রী বক্‌সী এবং জামাতা রাজীব ঘোষ। তাঁদের যৌথ প্রয়াস ও সম্পাদনায় স্বর্গগত মায়ের নামাঙ্কিত ‘কাব্যশ্রী’ পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক হিসেবে।
পত্রিকার অন্দরমহলে মণি মাণিক্য এতটাই সন্নিবিষ্ট হয়ে আছে যে বহিরঙ্গে অযথা সময় কিংবা শ্রমকে ব্যয় করার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। এমনকি সূচিপত্রও নেই। পাঠকের কাছে এর কোন চাহিদাও নেই। সরাসরি কবিতার কর্ষিত ক্ষেত্রে চষে বেড়ানোটাই যেখানে মুখ্য। এবং এই পঠনযাত্রায় পাঠক যে এক কাব্যময় বৈচিত্রে পাড়ি দেবেন তা বলাই বাহুল্য। প্রায় তিন কুড়ি কবির বিচিত্র কাব্যসম্ভারে সেজে উঠেছে এবারের সংখ্যা।
প্রথম পৃষ্ঠার সম্পাদকীয়তে বিশ্বকবির কবিতার সুরে সুরে কিছু কাব্যিক কথা - ‘মধু ঋতুর রঙিন আবহে আবারও ফিরে আসা, ফিরে আসা কবিতার হাত ধরে কাব্যমণির অনুরাগ বাসরে। জীবনের খরস্রোতে হারিয়ে যায় কত কিছু, শুধু নির্দিষ্ট মুহূর্তেরা বন্দি থাকে হাতের তালুতে। ...... কবিতার হাত ধরে আমরা জেগে উঠি, বেঁচে উঠি নতুন প্রভাতের ভৈরবী রাগিণীতে।’ ......
প্রতিটি কবিতা পড়লেই মনে হয় যেন কবিদের শ্রেষ্ঠ কবিতা পড়ছি। কাব্যিক আবেশ প্রতিটি কবিতায়ই ভরপুর। তবু কিছু কবির কবিতা অন্তরকে নাড়িয়ে দিয়ে যায় প্রবল ভাবে। বিশেষোল্লেখে যাঁদের কবিতা জায়গা করে নেয় অনায়াসে তার মধ্যে আছে - রাজীব ঘোষ, বর্ণশ্রী বকসী, সুশান্ত ভট্টাচার্য, মনোনীতা চক্রবর্তী, তীর্থঙ্কর মৈত্র, চন্দ্রিমা দত্ত, সুদীপ্ত মাজি, শকুন্তলা সান্যাল, রামকৃষ্ণ মহাপাত্র, জয়শ্রী ভট্টাচার্য, মমতা চক্রবর্তী, হিন্দোল ভট্টাচার্য, শঙ্খশুভ্র পাত্র, আদিমা মজুমদার, শর্মিলী দেব কানুনগো, বিদিশা সরকার, চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, মাহমুদ নোমান, চিরশ্রী দেবনাথ, রূপরাজ ভট্টাচার্য, সুপ্রদীপ দত্তরায় এবং কৃষ্ণা বসু।
বসন্তের অমোঘ প্রেমময় কিছু পংক্তি থেকে শুরু করে জীবনবোধ, কঠোর বাস্তব, প্রকৃতি, বর্ষা - সবকথার অনবদ্য সব কোলাজ কবিদের কবিতায় মূর্ত হয়ে ওঠে আপন ছন্দে -
পারমিতা, এসো হায়দরাবাদে
তোমাকে ভালোবাসবো আবার
নতুন করে এই বসন্তে ......
পারমিতা, তোমাকে নিয়ে রামোজি ফিল্ম সিটিতে যাবো
তোমাকে নিয়ে গোলকুণ্ডা ফোর্টে যাবো
তোমাকে নিয়ে হুসেন সাগরে যাবো ...
পারমিতা, এসো হায়দরাবাদে
এই রাঙা বসন্তে
আমি অপেক্ষা করছি তোমার ...।
(কবিতা - পারমিতা এসো হায়দরাবাদে - সুশান্ত ভট্টাচার্য),
কিংবা -
যেমন করে বৃষ্টি নামায় শঙ্কা বিহীন মেঘ আকাশে
ছন্দ বাজায় গোত্র ছাড়া ‘মুষলধারী-জল’ নামা সে
তেমন করে শাঁখের ফুঁয়ে ঈশান কোণে বজ্র হানে
শব্দ-শরে আসর জমায় ধূপছায়া গাছ অভিমানে ......।
(কবিতা - বৃষ্টি নামে ভর দুপুরে - চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়)।
এছাড়াও আরো যাঁরা চমৎকার সব কবিতায় ধরে রেখেছেন সময় তাঁরা হলেন - তৈমুর খান, সুমিতাভ ঘোষাল, পার্বতী রায়, নরেশ মন্ডল, দেবাশীষ গুহ ঠাকুরতা, উমা মন্ডল, সঞ্জয় ঋষি, শৌভিক দত্ত, রঞ্জনা ভট্টাচার্য, সুধাংশুরঞ্জন সাহা, অমিত কাশ্যপ, রঞ্জিতা দত্ত, বীথি চট্টোপাধ্যায়, তমোজিৎ সাহা, বিপ্লব গঙ্গোপাধ্যায়, নির্মল ভট্টাচার্য, শিখা রায়, অমৃতা খেটো, স্বাগতা সানি ঘোষ, বিদ্যুৎ চক্রবর্তী, আশিস মিশ্র, রাজীব ভট্টাচার্য, শিপ্রা পাল (লাভলী), পীযূষ বাগচি, শান্তিময় মুখোপাধ্যায়, মন্দিরা ঘোষ, সুজিৎ দাস, পলাশ গঙ্গোপাধ্যায়, স্বাতীলেখা রায়, হরপ্রসাদ কর্মকার, পারমিতা দাস, পীযূষ রাউত, ঋত্বিক ত্রিপাঠী, দুর্গাদাস মিদ্যা ও তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়।
প্রথম প্রচ্ছদের ছবির সৌজন্যে সুতপা দে। শেষ প্রচ্ছদে আছে একটি গ্রন্থ আলোচনা। সব মিলিয়ে ‘কাব্যশ্রী’তে কাব্য এবং শ্রী-যুক্ত কাব্যের ভরপুর সমাহার। সম্পাদকদ্বয়ের অক্লান্ত প্রয়াস ও গভীর আত্মপ্রত্যয়ের এক সুচিন্তিত প্রকাশ। সমকালিক উৎকৃষ্ট কবিতার এক সংগ্রহযোগ্য সংখ্যা।

বিদ্যুৎ চক্রবর্তী।

‘কাব্যশ্রী’
সম্পাদক - বর্ণশ্রী বক্‌সী ও রাজীব ঘোষ
মূল্য - ৩০ টাকা
যোগাযোগ - ৮৭৬১৯৩৩৬৬১, ৯৯৫৪৯২৯৩২১

Comments

Post a Comment

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...