Skip to main content

মননশীল শারদ সংখ্যা 'বহ্নিশিখা'


উত্তর পূর্বাঞ্চলে বাংলা সাহিত্য চর্চার ইতিহাস যতটা পুরোনো ততটাই বৈচিত্র্যময়। শুধু ইতিহাস নয়, বর্তমানের পরিপ্রেক্ষিতে বৃহত্তর এই ক্ষেত্রে সবচাইতে উল্লেখযোগ্য যে ত্রিপুরা রাজ্য এতে কোনো দ্বিমত থাকার কথা নয়। ধারে ও ভারে নিশ্চিতই বহু এগিয়ে রয়েছে এ রাজ্যের বাংলা ভাষা সাহিত্যের চর্চা ও প্রসার। স্বভাবতই সেকাল থেকে একাল অবধি কবি সাহিত্যিক গবেষকদের পাশাপাশি সাহিত্যক্ষেত্রটি ভরন্ত হয়ে আছে পত্র পত্রিকা, পুথি, গ্রন্থ আদি সম্ভারে।
সেই প্রবহমান ধারাকে অক্ষুণ্ণ রেখে আজও নিয়মিত প্রকাশিত হয়ে আসছে অগণিত সাময়িকী তথা বইপত্তর। সীমান্তবর্তী শহর ধর্মনগর থেকে ও প্রকাশিত হয় একাধিক পত্রপত্রিকা। আছেন বহু কৃতী কবি সাহিত্যিক গবেষক। এই প্রবাহে অন্যতম এক উল্লেখযোগ্য সংযোজন সাহিত্য পত্রিকা ‘বহ্নিশিখা’। নেই নেই করে ৩৩ বছরে পদার্পণ করেছে এই পত্রিকা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার শারদ উৎসব সংখ্যা। সম্পাদক নিভা চৌধুরী, প্রধান উপদেষ্টা মন্টু দাস।
শিল্পী অহীন্দ্র দাসের নজরকাড়া প্রচ্ছদ প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে নেয় পাঠকের। পত্রিকার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকাও যথেষ্ট চমকপ্রদ। এখানে মুখ্য উপদেষ্টার বাইরেও উপদেষ্টা হিসেবে রয়েছেন হৃষিকেশ নাথ, ড. অমিত চট্টোপাধ্যায়, মিলন কান্তি দত্ত, সেলিম মোস্তাফা, অহীন্দ্র দাস। সার্বিক সহযোগিতায় রয়েছেন গোপাল চন্দ্র দাস, দিব্যেন্দু নাথ, আলাল উদ্দিন, রতন কান্তি চন্দ, নিবারণ নাথ, ননীগোপাল দেবনাথ - বলাই বাহুল্য এঁদের প্রত্যেকেই একেক জন কৃতি কবি, সাহিত্যিক তথা গবেষক।
সম্পাদকীয়তে ক্রমান্বয়ে এসেছে দুর্গা পূজা, শরৎ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং সর্বোপরি উৎসব। প্রতিবেদনের শেষে আকারে ক্ষুদ্র ও অন্যান্য ত্রুটির জন্য পাঠকের ক্ষমাসুন্দর দৃষ্টি আগাম কামনা করা হয়েছে। সুতরাং আকারগত স্বল্পতা এবং বানানগত ত্রুটি থাকলেও বলা যেতেই পারে যে এসব মুখ্য নয় নিশ্চিত। কারণ ভারে অপেক্ষাকৃত স্বল্পতা থাকলেও ধারে মোটেও কম যায়নি এ সংখ্যা ‘বহ্নিশিখা’। বরং বলা ভালো সাকুল্যে ২৮ পৃষ্ঠার এই পত্রিকার ২২ পৃষ্ঠার মধ্যেই ধরে রাখা হয়েছে এক বিশাল সম্ভার। ঘটনাপ্রবাহে প্রবন্ধ, কবিতা ও আলোচনার পুনর্মুদ্রণ সন্নিবিষ্ট হলেও সবই যেহেতু কবিতাকেন্দ্রিক তাই সংখ্যাটিকে অনায়াসে একটি কাব্যসংখ্যা হিসেবেও চিহ্নায়িত করা যায় বইকী।
প্রথমেই সংখ্যাটিকে এক আলাদা মর্যাদা প্রদান করেছে লেখক, কবি তথা গবেষক মন্টু দাস-এর বিস্তৃত নিবন্ধ ‘ত্রিপুরার বাংলা কবিতা’। অতীত থেকে বর্তমান পর্যন্ত ত্রিপুরার বাংলা কবিতার পুঙ্খানুপুঙ্খ হাল হকিকত চমৎকারভাবে কালক্রম মেনে লিপিবদ্ধ করা হয়েছে এই নিবন্ধে। নবীন প্রজন্মের গবেষণায় এক সংক্ষিপ্ত দিক নির্দেশিকা হিসেবে বিবেচিত হতে পারে এই প্রবন্ধ।
এর পরই শুরু হয়েছে একের পর এক কবিতার সম্ভার। চমকে দেওয়া সব কবিদের নাম। তেমনি অনাবিল মুগ্ধতায় ভরপুর বহু কবিতা। চোখ রাখা যাক কবিদের নামের তালিকায়। নকুল রায় (দুটি কবিতা), সেলিম মোস্তাফা, শতদল আচার্য, জহর দেবনাথ, সুমন পাটারী, সুচিত্রা দাস, মণিকা বড়ুয়া, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় (আলাদা করা দুটি কবিতা), দিব্যেন্দু নাথ, সুস্মিতা দেবনাথ, মিলন কান্তি দত্ত, নির্মল দেবনাথ, অরিন্দম পৃথিবী, মিঠু মল্লিক বৈদ্য, তড়িৎ রায়চৌধুরী, জ্যোতির্ময় রায়, বিধান চন্দ্র দে, নিরঞ্জন দাস, হৃষিকেশ নাথ, অভিজিৎ চক্রবর্তী, নারায়ণ মোদক, টিংকু রঞ্জন দাস, অরূপ কুমার ভুঁইঞা, অমিত চট্টোপাধ্যায়, রাখাল মজুমদার, সন্তোষ রায়, শান্তনু মজুমদার, পায়েল নাথ, এইচ এস সরোয়ারদী, গোপাল চন্দ্র দাস, সুবল চক্রবর্তী, হারাধন বৈরাগী, কৃপা ঘোষ (মুন), নিভা চৌধুরী, অভীককুমার দে, পরিমল কর্মকার, আলাল উদ্দিন, নিবারণ নাথ, রতন আচার্য এবং সানী ভট্টাচার্য। অর্থাৎ কিনা মোট চল্লিশ জন কবির বিয়াল্লিশটি কবিতা। এর পর এই শারদীয় সংখ্যার উপর আর কোনও কথা হয় না। ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক সীমার বাইরে থেকেও কবিতায় কলম ধরেছেন একাধিক কবিরা।
কিছু পঙক্তি অপ্রাসঙ্গিক হবে না হয়তো -
... শরণার্থীরা সব সময় উঠোন জুড়ে পড়ে থাকে।
মনে রাখে ফেলে আসা ঘরদোর
আধোয়া বাসি কাপড়চোপড়ের মতো
টাল মেরে পড়ে থাকে
অবচেতনের পুকুর-ঘাটে। (কবিতা - হৃদিগান, নকুল রায়)
... ভেবেছ একাই শরৎশশী তুমি
সবাই অন্ধকার অমাবস্যা
বিয়োগ করে দিচ্ছ রক্তবীজ
আমার নিঃশ্বাসে পুড়ছে তোমার... (কবিতা - একদিন বদলে যাবে সব, সুচিত্রা দাস)
... সেদিন বসন্ত পাঠের আড্ডা
কবিরা কফির সাথে
চাঁদ খাবে বলে
চলে গেছে
ভূতের বাগানে। (কবিতা - সেদিন বসন্ত পাঠ, মিলন কান্তি দত্ত)
... কবিতার ছত্রে ছত্রে আমি নগ্ন হব - তুমিও
নষ্ট জানালায় আমি দাঁড়িয়ে আছি। বাইরে ভ্রষ্ট চাঁদ।
সূর্যের প্রসব দেখব বলে অনন্তকাল বসে আছি
- আমি এক নষ্ট মানুষ - (কবিতা - নষ্ট মানুষ, হৃষিকেশ নাথ)
এবং এরকম আরোও অনেক...। শেষ পৃষ্ঠায় রয়েছে কবি মন্টু দাসের কাব্যগ্রন্থ ‘গান্ধারী বাঁধন খোল’-এর উপর একটি প্রকাশিত আলোচনার পুনর্মুদ্রণ।
সব মিলিয়ে ছিমছাম কাব্য-বিষয়ক এক মননশীল এবং সম্পূর্ণ শারদ সংখ্যা।
                                                                             বিদ্যুৎ চক্রবর্তী
মূল্য - ৫০ টাকা
যোগাযোগ - ৭০০৫৩৯৬৬৩৯

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...