Skip to main content

'মাটির পৃথিবী' বই-এর আলোচনা - ৩



২০২১ এর শেষ পর্বে হাতে পেলাম উপহার হিসেবে ‘মাটির পৃথিবী’। বিশিষ্ট সাহিত্য ব্যাক্তিত্ব, সুলেখক, কবি, গল্পকার,গ্রন্থ সমালোচক এবং এক আন্তরিক শিল্পকর্মী শ্রী বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের কাব্য পুস্তিকা। একশত কবিতার সমাহার সেখানে।
কবিতাগুলিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। বিভিন্ন এবং বিচিত্র সব প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতা সকল। প্রকৃতির নিবিড় রূপ , মানবহৃদয়ের রহস্যময়তা, আশা নিরাশার দোলাচল সব কিছু নিয়েই কবি রয়েছেন কবিতার পাশে। করছেন ঘর –সংসার, কবিতার সঙ্গেই। সচেতন পার্থিব যন্ত্রনার পাশেই অপার্থিব অমিয়ের হাতছানি প্রতিনিয়ত অনুভব করেন বলেই তিনি নির্বিকার ভাবে লিখে যেতে পারেন জীবনের পদাবলী। তার ‘’প্রথম কবিতা’’র অন্তিম পংক্তি ‘’…আমি কবির পায়ের পথ মাড়ানো ধুলো হব’’ বলে দিয়ে যায় কবি ও কবিতার প্রতি মগ্ন ভালোবাসার কথা।
শব্দের জটিলতায় বিশ্বাসী নন কবি। সহজ সরল শব্দ চয়নে ছুঁয়ে যেতে চেয়েছেন কবিতার অবয়ব।
‘’সরল ও পাইনের সরলরেখায়
সেই যে শুরু শব্দের মায়াজাল-
সেই তো প্রোথিত মূল
এই তো আমার প্রেম ।“
সন্নিষ্ঠ প্রেমও সরলই হয়। প্রত্যাশাবিহীন, জটিলতামুক্ত, আনন্দময়।নিজেকে নিংড়ে দেওয়া, বিলিয়ে দেওয়া। শ্রাবণের ধারার মতো নিজেকে ঝরিয়ে দেওয়া সকল ক্ষতের বেদনার্ত উষ্ণতায়।
‘’…আবার আসে ফিরে অনন্ত প্রতীক্ষা বেলা
আবার কবে মন যমুনায় উঠবে লহর,
পড়বে ঝরে ভালোবাসার গোপন কথা যত
এমনি আরেক আষাঢ় শেষের-
শ্রাবণ ধারার মতো।‘’
কবি বিদ্যুৎ চক্রবর্তী নিশ্চিতভাবেই বর্তমান সময়ের কবি। বাক রীতিতে বা শব্দচয়নে কোন কোন ক্ষেত্রে প্রাচীনপিয়াসী হলেও তার কবিতার স্বর কিন্তু আধুনিক ও নাগরিক।সমসাময়িক শহুরে সভ্যতার নানা টানাপড়েন, পরিস্থিতির অসহায়তা, বিবর্ণ অসুখাক্রান্ত সময় বারেবারেই তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে।ফেলে আসা রামধনু রঙের দিনগুলি কবির অনুভবী মনকে বেদনার্ত করে তোলে বাস্তবের অভিঘাতে
“কোথায় যেন হারিয়ে গেল রামধনুর ওই সাতটি রঙ
বসতবাটী একই আছে মন জানালায় ধরছে জং।
যাচ্ছিল দিন হেসে খেলে মিথ্যে কথার ফুলঝুরি
তাই শিখেছি তাই বুঝেছি বুঝিনি তা বুজরুকি।…”
কবি নিশ্চিতভাবেই অনুধাবন করেছেন সৃষ্টি, সভ্যতা ও ইতিহাসের নিদারুণ সত্য। তাঁর বলিষ্ঠ কলম তাই বলে ওঠে
“ মাটি ও মানুষ এভাবেই রিক্ত হয়,
বিধ্বস্ত ঐতিহ্যের আর্তনাদ
প্রকট হয় অবৈধ লালসায়-
ঠুলি পরা নীললোহিতের
উন্মত্ত খেয়োখেয়িময় চাতুর্যে।“
জীবন ও বেঁচে থাকার সংকট মানুষের সামাজিক অবস্থানে কত সুকঠিন আঘাত হানতে পারে, নিরীহ মানুষ হয়ে পড়ে কঠিন পরিস্থিতির শিকার, সেই নির্মম বাস্তব প্রকাশ পেয়েছে “নতুন মোনালিসা” কবিতাটিতে।
এভাবেই প্রতিটি কবিতার পরতে পরতে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। শব্দসারি ইঙ্গিত দিয়ে গেছে স্বপ্নিল ভবিষ্যতের।আর সেই স্বপ্নময় দিগন্ত দিনের শেষে মায়াবী আলো নিয়ে মিশে গেছে দূরের কোনো মাটির পৃথিবীতেই। যে মাটি আমাদের চেনা হয়েও অচেনা। যে মাটিকে ঋদ্ধ করে অগণিত সৎ সম্ভাবনার বীজ। শুধু জেনে নিতে হবে কৃষিকাজ। তবেই আগামীর সোনালী ফসলে উপছে পড়বে মাটির পৃথিবীর খামারবাড়ি।
কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা।
কবিতাপুস্তিকা ঃ মাটির পৃথিবী
কবি ঃ বিদ্যুৎ চক্রবর্তী
প্রকাশক ঃ ভিকি পাব্লিশার্স, গুয়াহাটি

Comments

Popular posts from this blog

শেকড়ের টানে নান্দনিক স্মরণিকা - ‘পরিযায়ী’

রামকৃষ্ণনগর । প্রাকৃতিক সৌন্দর্যের আবহে বরাক উপত্যকার এক ঐতিহ্যময় শহর । বিশেষ করে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে চিরদিনই এক অগ্রণী স্থান হিসেবে উচ্চারিত হয়ে আসছে এই নাম । বৃহত্তর রামকৃষ্ণনগরের গোড়াপত্তনের ইতিহাস বহুদিনের । দেশভাগের আগে ও পরে , উত্তাল সময়ে স্থানচ্যূত হয়ে এখানে থিতু হতে চাওয়া মানুষের অসীম ত্যাগ ও কষ্টের ফলস্বরূপ গড়ে ওঠে এক বিশাল বাসযোগ্য অঞ্চল । শুধু রুটি , কাপড় ও ঘরের স্থিতিশীলতার ক্ষেত্রই নয় , এর বাইরে শিক্ষা অর্জনের ও শিক্ষাদানের ক্ষেত্রে মমনশীলতার পরিচয় দিয়েছিলেন সেইসব মহামানবেরা । ফলস্বরূপ এক শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠেছিল যদিও উচ্চশিক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে বেরোতে হয়েছিল নিজ বাসস্থান ছেড়ে । শিলচর তখন এ অঞ্চলের প্রধান শহর হওয়ায় স্বভাবতই শিক্ষা ও উপার্জনের স্থান হিসেবে পরিগণিত হয় । এবং স্বভাবতই রামকৃষ্ণনগর ছেড়ে এক বৃহৎ অংশের মানুষ এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই শিলচরে । এই ধারা আজও চলছে সমানে । শিলচরে এসেও শেকড়ের টানে পরস্পরের সাথে যুক্ত থেকে রামকৃষ্ণনগর মূলের লোকজনেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন এক সৌহার্দমূলক বাতাবরণ । এবং সেই সূত্রেই ২০০০ সালে গঠিত হয় ‘ ...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...

মহানিষ্ক্ৰমণ

প্রায় চল্লিশ বছর আগে গ্রামের সেই মায়াময় বাড়িটি ছেড়ে আসতে বেজায় কষ্ট পেয়েছিলেন মা ও বাবা। স্পষ্ট মনে আছে অর্ঘ্যর, এক অব্যক্ত অসহায় বেদনার ছাপ ছিল তাঁদের চোখেমুখে। চোখের কোণে টলটল করছিল অশ্রু হয়ে জমে থাকা যাবতীয় সুখ দুঃখের ইতিকথা। জীবনে চলার পথে গড়ে নিতে হয় অনেক কিছু, আবার ছেড়েও যেতে হয় একদিন। এই কঠোর বাস্তব সেদিন প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিল অর্ঘ্যও। সিক্ত হয়ে উঠছিল তার চোখও। জন্ম থেকে এখানেই যে তার বেড়ে ওঠা। খেলাধুলা, পড়াশোনা সব তো এখানেই। দাদাদের বাইরে চলে যাওয়ার পর বারান্দাসংলগ্ন বাঁশের বেড়াযুক্ত কোঠাটিও একদিন তার একান্ত ব্যক্তিগত কক্ষ হয়ে উঠেছিল। শেষ কৈশোরে এই কোঠাতে বসেই তার শরীরচর্চা আর দেহজুড়ে বেড়ে-ওঠা লক্ষণের অবাক পর্যবেক্ষণ। আবার এখানে বসেই নিমগ্ন পড়াশোনার ফসল ম্যাট্রিকে এক চোখধাঁধানো ফলাফল। এরপর একদিন পড়াশোনার পাট চুকিয়ে উচ্চ পদে চাকরি পেয়ে দাদাদের মতোই বাইরে বেরিয়ে যায় অর্ঘ্য, স্বাভাবিক নিয়মে। ইতিমধ্যে বিয়ে হয়ে যায় দিদিরও। সন্তানরা যখন বড় হয়ে বাইরে চলে যায় ততদিনে বয়সের ভারে ন্যুব্জ বাবা মায়ের পক্ষে আর ভিটেমাটি আঁকড়ে পড়ে থাকা সম্ভব হয়ে ওঠে না। বহু জল্পনা কল্পনার শেষে ত...