Skip to main content

উত্তর পূর্ব বিশেষ সংখ্যা রূপে প্রকাশিত - সম্ভাব্য শেষ সংখ্যা ‘পূর্বাদ্রি’


উত্তরপূর্বে যে কটি ছোট পত্রিকা ধারে ও ভারে নিজস্ব প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়ে আসছে, ‘পূর্বাদ্রিতাদের মধ্যে অন্যতম অন্য আরও পাঁচটি পত্রিকার তুলনায় পূর্বাদ্রির আছে এক আলাদা বিশেষত্বও ধারাবাহিকতায় ও উৎকৃষ্টতায় পূর্বাদ্রি আগাগোড়া স্বতন্ত্র তবে এটাই পূর্বাদ্রির শেষ কথা নয় নয় মূল কথাও পূর্বাদ্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার অন্য এক বিশেষত্ব নাগাল্যান্ডের মতো রাজ্যের বাংলা সাহিত্যক্ষেত্রের কঠিন জমিতে পূর্বাদ্রি নিয়মিত জুগিয়ে আসছে উর্বরতা, ফলিয়ে আসছে সোনার ফসল আর এর নেপথ্য কারিগর হলেন এই উত্তর পূর্বের অন্যতম বলিষ্ঠ লেখক, সাহিত্যিক, সম্পাদক দেবাশিস দত্ত তাঁর মেধাসম্বলিত সাহিত্যকৃতি শুধু উত্তর পূর্বেই সীমাবদ্ধ নয়, ছাড়িয়ে গেছে এই ভৌগোলিক পরিসরের সীমানাও
সম্প্রতি প্রকাশিত হয়েছেপূর্বাদ্রির বিশেষ উত্তর-পূর্ব সংকলন ১৪২৯ প্রকাশের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে তখনই শারীরিক ভাবে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত অমৃতলোকে পাড়ি জমালেন কৃতী সাহিত্যব্রতী, সম্পাদক দেবাশিস দত্ত এমনকি সম্পাদকীয়টুকুও লিখে যেতে পারলেন না পূর্বাদ্রি প্রকাশে তাঁর দীর্ঘ দিনের সঙ্গী আরেক কৃতি কবি-সাহিত্যিক বিকাশ সরকার শেষ পর্যন্ত হাল ধরলেন তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে গিয়ে প্রকাশের আলো দেখাতে উপযুক্ত সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্বর্গীয় দত্তের সুপুত্র দীপন দত্ত প্রকাশ্যে এলপূর্বাদ্রির এই সংখ্যা - সম্ভবত শেষ সংখ্যা
এ সংখ্যার সম্পাদক হিসেবে উপযুক্ত সম্মান প্রদানের চিহ্ন স্বরূপ রেখে দেওয়া হয়েছে স্বর্গীয় দেবাশিস দত্তের নাম তাই বলা যায় তাঁর সম্পাদনায় এটাই শেষ সংখ্যা সম্পাদকীয়তে এ নিয়ে বিস্তারিত লিখেছেন শ্রী বিকাশ সরকার - “পূর্বাদ্রির সম্পাদকীয় কলমটি এতদিন ধরে যিনি লিখে এসেছেন, সুসম্পাদনার মাধ্যমে তিন দশক ধরে যিনি ‘পূর্বাদ্রি’কে নাগাল্যান্ডের ভৌগোলিক সীমানা থেকে বের করে বইয়ে দিয়েছেন বাংলা সাহিত্যের মূলস্রোতে, সেই অনুপম, সুভদ্র, পরমাত্মীয় দেবাশিস দত্ত আর আমাদের মধ্যে নেই। ...’পূর্বাদ্রি’র সেই সৃষ্টিলগ্ন থেকেই দেবাশিস দত্তকে আমি নানাভাবে সাহায্য করে এসেছি... এতদর্থে ‘পূর্বাদ্রি’ তাঁর মতো আমারও নয়নের মণি। ...... তিনি বহুবার আমাকে সম্পাদকীয় লেখার জন্য অনুরোধ করেছেন, কিন্তু আমি তা শ্রদ্ধাভরে প্রত্যাখ্যান করেছি। কী পরিহাস, আজ তাঁর অবর্তমানে সেই কাজটিই আমাকে করতে হচ্ছে অত্যন্ত বিষণ্ণতা নিয়ে।”
লেখা চয়ন ও প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন প্রয়াত সম্পাদক দেবাশিস দত্ত। এই সংখ্যাটি উত্তর পূর্ব সংখ্যা হিসেবে প্রকাশিত হবার দরুণ তিনি তাঁর অগ্রজ আরেক বিশিষ্ট সাহিত্যিক অমরেন্দ্র দত্ত - যিনি বহিঃরাজ্যের বাসিন্দা এবং এ যাবৎ সব ক’টি সংখ্যায় যাঁর লেখা রয়েছে - তাঁর লেখাও সন্নিবিষ্ট করেননি। পূর্বাদ্রির ব্যাপারে এতটাই নিবেদিত ছিলেন তিনি।
এ সংখ্যায়ও সন্নিবিষ্ট হয়েছে একের পর এক কৃতী কবি সাহিত্যিকদের উৎকৃষ্ট রচনা সম্ভার। প্রথমেই রয়েছে বিদগ্ধ সাহিত্যিক ঊষারঞ্জন ভট্টাচার্যের লিখা নিবন্ধ ‘শত শরতের শরদিন্দু অমরেশ দত্ত’। সাহিত্যিক, ঔপন্যাসিক অমরেশ দত্তের ৮৯ বছর বয়সে লিখা উপন্যাসকে কেন্দ্র করে এক অনবদ্য তথ্যভিত্তিক নিবন্ধ যেখানে বিস্তৃত পরিসরে লিপিবদ্ধ হয়েছে ঔপন্যাসিকের জীবনের বহু অমূল্য জীবনগাথা। নিবন্ধ বিভাগে নন্দিতা বসু বিস্তৃতভাবে লিখেছেন অসমিয়া সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিক মামণি রয়সম গোস্বামীর সাহিত্যকৃতি নিয়ে। স্পষ্ট, প্রাঞ্জল, উপযোগী এবং বুনোটের নৈপুণ্যে উপস্থাপিত এক অবশ্যপাঠ্য নিবন্ধ। ‘শিলং-এর অতীতের শিক্ষক সমাজ ও আজকের শিলং’ শিরোনামে নিবন্ধ লিখেছেন উমা পুরকায়স্থ। অত্যন্ত মূল্যবান একটি নিবন্ধ যা ভবিষ্যতের এক দলিল হিসেবে থেকে যাবে নিঃসন্দেহে। তেমনই আরেকটি নিবন্ধ কল্পনা রায়-এর ‘খাসি-জয়ন্তীয়া পাহাড়ে খ্রিস্টধর্মের প্রারম্ভিক সূচনা’। প্রয়াত সম্পাদক দেবাশিস দত্ত কলম ধরেছেন আবারও এবং শেষবারের মতো। তাঁর লেখনী থেকে নিসৃত হল ‘মেঘালয়ের বাংলা চর্চা, একটি অবলোকন’ শীর্ষক গবেষণালব্ধ প্রবন্ধটি। তাঁর শেষ প্রকাশিত রচনা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রইল এই রচনা।
ছোটগল্প বিভাগে কলম ধরেছেন সব প্রতিষ্ঠিত গল্পকাররা। পরিতোষ তালুকদার, কুমার অজিত দত্ত, মিথিলেশ ভট্টাচার্য, রণবীর পুরকায়স্থ এবং শঙ্কু চক্রবর্তী। প্রত্যেকেই এই উত্তরপূর্বের প্রথম সারির গল্পকার। প্রতিটি গল্পই বিষয় বৈচিত্রে, উপস্থাপনায়, বুনোটে, ভাষায় এক একটি উৎকৃষ্ট সুখপাঠ্য পরিবেশনা। আলাদা করে আলোচনা বাহুল্য মাত্র। তবে মিথিলেশ ভট্টাচার্যের মতো বিদগ্ধ গল্পকারের গল্পে বেশ ক’টি বানান/ছাপার ভুল পীড়াদায়ক হয়েছে।
কৃতি লেখক শংকর দেব এর স্মৃতিচারণামূলক প্রবন্ধ - ‘আমার দেখা ডিমাপুর, নাগাল্যান্ড’ প্রবন্ধটি এই সংখ্যার এক বিশেষ রচনা হিসেবে দলিল হয়ে থাকবে। ডিমাপুরের নান্দনিক ক্ষেত্রটির এক পূর্ণাঙ্গ প্রতিবেদন। বলা যায় এই সংখ্যার শ্রেষ্ঠ সম্পদ।
কবিতার বিভাগটিও যথেষ্ট শক্তিশালী। কবিরা প্রত্যেকেই এ অঞ্চলের কবিতাক্ষেত্রে নামী এবং সুপরিচিত। নকুল রায়, বিজিৎকুমার ভট্টাচার্য, শঙ্করজ্যোতি দেব, অপর্ণা দেব, সজল পাল, চিরশ্রী দেবনাথ, শ্রী দামো, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, সঞ্জয় চক্রবর্তী, ছোটন দে এবং বিদ্যুৎ চক্রবর্তী। স্বভাবতই একাধিক উৎকৃষ্ট কবিতায় সমৃদ্ধ এই বিভাগ। শেষোক্ত কবির কবিতাটির শেষ দু’টি স্তবক ভুলবশত ছাপা হয়ে গেছে কবিতার শিরোনামের আগেই - মনে হয় যেন পূর্বপৃষ্ঠার কবিতার বিস্তার।  
সূচিপত্রের পরই রয়েছে প্রয়াত দেবাশিস দত্তের সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘রবীন্দ্র নাটকে মৃত্য’ থেকে নেওয়া অংশবিশেষ। অত্যন্ত প্রাসঙ্গিক এই সংযোজন যেন তাঁরই মৃত্যুকে ভাস্বর করে রেখেছে। প্রয়াত সম্পাদকের স্পষ্ট এবং উজ্জ্বল ছবিসম্বলিত প্রচ্ছদের বাইরে অন্য প্রচ্ছদ হতেই পারে না। এই ছবি ও প্রচ্ছদ পরিকল্পনায় আছেন এ সংখ্যার সম্পাদক বিকাশ সরকার। পূর্বাদ্রি প্রকাশনী থেকে প্রকাশিত এই ‘জ্যৈষ্ঠ ১৪২৯, জুন ২০২২ সাল’ সংখ্যাটি মিথ, গুয়াহাটি থেকে মুদ্রিত। স্পষ্ট ছাপাই ও বাঁধাই। অক্ষর, শব্দ, বাক্য বিন্যাসে সুবিন্যস্ত এই সংখ্যার প্রকাশে সহায়তা করেছেন বিষ্ণু ভট্টাচার্য ও বিপ্লব চক্রবর্তী।
পরিশেষে আবারও সম্পাদকীয়ের কিয়দংশ প্রাসঙ্গিক বলে বিবেচিত - “...দেবাশিস দত্তের প্রয়াণ উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি করেছে তা পূরণ করা কোনোকালেই সম্ভবপর নয়। ...... বাংলা ভাষার সাহিত্যক্ষেত্রে এক প্রবল ডামাডোলের সূচনা হয়েছে, একের পর এক পত্রিকার অপমৃত্যু দেখতে হচ্ছে আমাদের... আমাদের এক অসহায় পরিস্থিতে দাঁড় করিয়ে দিয়েছে।
তাঁর প্রয়াণের বিষাদ কাটিয়ে ওঠে তাঁরই পরিকল্পিত ‘উত্তরপূর্ব বিশেষ সংখ্যা’টি অবশেষে হাজির করতে পারছি পাঠকের দরবারে... সন্দেহ নেই এ আমাদের পরম সৌভাগ্য। দেবাশিস দত্তের প্রতি এ আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ্য
পাঠকের দরবারে ৯৬ পৃষ্ঠার সমৃদ্ধ এই সংখ্যা পূর্বাদ্রি এবং এর প্রকাশের পিছনে যাঁদের সার্বিক সহায়তা তাঁদের অবদান নিশ্চিত ভাবেই অবিস্মরণীয় হয়ে রইবে। মননশীল পাঠক ও সংগ্রাহকের কাছে নিশ্চিতভাবেই এই সংখ্যাটি এক অমূল্য সংগ্রহ হিসেবে বন্দিত হয়ে রইবে।

- বিদ্যুৎ চক্রবর্তী

 

‘পূর্বাদ্রি’
উত্তর পূর্ব বিশেষ সংখ্যা
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫৫৯৮৭১৮, ৭৮৯৬০১৮৫৯৯

Comments

Post a Comment

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...