Skip to main content

বিষয়ে, কাব্যিকতায় অপ্রতিম কাব্যগ্রন্থ ‘রক্ত ঝরছে দস্তাবেজ থেকে’



এ কথা অনস্বীকার্য যে অস্তিত্বের নথিপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে যতটা মহাভারত, যতটা কুরুক্ষেত্র কাণ্ড ঘটেছে, ঘটছে ঈশান কোণের এই রাজ্যটিতে তার নিদর্শন আর খুঁজে পাওয়া যাবে না এই ভূভারতে। শুধু রক্ত নয় - প্রাণও ঝরেছে, বন্ধ কুঠুরিতে সত্তাও ভুলুণ্ঠিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। নাগরিকত্বের মহাকাব্য এখানে অনিঃশেষ লিখিত হয়ে চলেছে। আর এমন আবহে এমন গ্রন্থনাম স্বভাবতই তীব্র এক পঠনক্ষুধা জাগিয়ে তোলে আপামর পাঠকের হৃদয়ে।
অসংখ্য গ্রন্থের প্রণেতা তপোধীর ভট্টাচার্যের কবি বা সাহিত্যিক পরিচিতির পুনরুল্লেখ ঈশান বাংলার এই মঞ্চে নিতান্তই বাহুল্য। শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী কর্তৃক সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ ‘রক্ত ঝরছে দস্তাবেজ থেকে’। ভূমিকা বা আত্মকথনহীন এই গ্রন্থের একেকটি পৃষ্ঠায় রয়েছে রচনার স্থান, তারিখ ও সময়যুক্ত ৬ থেকে ১৫ লাইনের ৫৬টি শিরোনামবিহীন কবিতা। কবিতাগুলি লেখা হয়েছে ইংরেজি ২০২১ বছরটিতে। উল্লেখ করা যেতে পারে কোভিডোত্তর এই সদ্যপীড়িত সময়কাল ছিল দেশ তথা বিশ্বের কাছে এক বিভীষিকাময় সময় থেকে উত্থানপর্বের মহা-কাল। 
গদ্য ও কবিতা লেখার ধরন যে সম্পূর্ণ আলাদা সে তো সর্বজনবিদিত। কিন্তু একজন প্রথিতযশা গবেষক, প্রাবন্ধিক, আলোচক ও সুচারু গদ্যকার যে কবিতার ক্ষেত্রেও কতটা পরিপাটি, সাবলীল ও কাব্যশিল্প বিশেষজ্ঞ তার প্রমাণ ছড়িয়ে রয়েছে প্রতিটি কবিতায় - যদিও কবি তপোধীরের এই কাবুগ্রন্থ প্রথম কিংবা একমাত্র নয়। আলোচনার শ্রীগণেশে উল্লিখিত এমন একটি জ্বলন্ত সমস্যা, নির্মোহ বাস্তব ও কঠিন নিরস বিষয়কে কবিতায় উপস্থাপন করা - এ বড়ো সহজ কথা নয়। অথচ আলোচ্য কাব্যগ্রন্থের কবিতাসমূহের গায়ে স্বাচ্ছন্দ্য ও সাবলীলতায় কবি যেমন একাধারে ফুটিয়ে তুলেছেন বিষয়ের গভীরতা তেমনই কবিতার শরীরে ছড়িয়ে দিয়েছেন যথাযোগ্য কাব্য-সুষমা। 
গ্রন্থনামে মূলত দস্তাবেজ জনিত বিড়ম্বনার আভাস থাকলেও সার্বিক ভাবে কবি এখানে তুলে ধরেছেন বর্তমান সময়ের যাবতীয় অ-সুখকে। শুধু ঈশান কোণ নিয়েই থেমে থাকেননি তিনি। তুলে ধরেছেন দেশের সার্বিক পরিস্থিতির উপর তাঁর প্রখর অনুভবে থাকা যাবতীয় আত্মসমীক্ষাজনিত অনাচার, অন্যায় ইত্যাদি। তীব্র শ্লেষ ও প্রতিবাদে ছিন্নভিন্ন করেছেন প্রাতিষ্ঠানিক অনিয়ম ও মূল্যবোধের পতনকে - কবিতার নিয়ম মেনে। সময়কে ধরে রাখতে সচেষ্ট হয়েছেন কবি -
প্রতিটি মুহূর্তে অন্তর্ঘাত, পোড়া গন্ধ
সেইসঙ্গে হঠাৎ স্তব্ধতা
দিনলিপি জুড়ে এই একই ইস্তেহার
লিখে যাচ্ছে বিবশ সময়। (কবিতা সংখ্যা - ২৪)
এক প্রতিবাদী স্বর, পতনের বিরুদ্ধে বিষোদ্‌গার। এই ধারাটিকেই গ্রন্থ জুড়ে লালন করেছেন কবি একের পর এক কবিতায়। নিজেকে যেন আবিষ্কার করে চলেছেন প্রতিনিয়ত। যন্ত্রণা আর অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির পথে নিজেকে গড়ে তুলছেন কবি - নিজেকেই যেন কাটাছেঁড়া করে -
ভূকম্পপ্রবণ নিসর্গের কাছে যদি
নতজানু হই
মুছে যাবে সব আত্ম-প্ররোচনা ?
যদি নিজে দাহ্য হই
নিজেই দাহক, কী দিয়ে নেভাব তাপ
কেউ জানে ?
প্রতিদিন মনে মনে নিসর্গকে বলি
যদি উগরে দাও গলিত আগুন
সূর্যাস্তের সঙ্গে স্তব্ধতাও দিয়ো। (কবিতা সংখ্যা - ২৩)
শব্দের চমৎকার প্রয়োগে কবি ফুটিতে তুলছেন তাঁর বিঘ্নিত বোধকথা -
প্রতিদিন প্রতিটি মুহুর্তে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে 
ব্যক্তিগত নীরবতা আর অন্ত্র-ছেঁড়া রক্তপাতে
কীসের মাশুল দিচ্ছে অনিদ্রাতাড়িত
জাতিস্মর বোধ ? বোধ নাকি ছদ্মবেশী ভ্রম ?
যত পথ তত বেশি প্রতারক বাঁক
আমার অফুরান দিবাস্বপ্ন, ক্ষয়, সূর্যাস্তপ্রবণ পরিসর
ধুলোর ঘূর্ণিতে বারবার ঢেকে যাচ্ছে পাণ্ডুলিপি
জেনো, অনিবার্য মৃত্যু-ভরা এই কথকতা। (কবিতা সংখ্যা - ১৯)
বিষয়কে অক্ষুণ্ণ রেখে বহু কবিতায় কবি সংযোজন করেছেন কিছু অমোঘ, অভাবিত অথচ অনাবিল কাব্যময় পঙ্‌ক্তি। তারই কিছু উল্লেখ -
যাকে ভাবছি তৃষ্ণাহর জল তা-ই আগুনের শিখা
পুড়ে যাই দ্বিধায়, সংশয়ে (কবিতা সংখ্যা - ৪)
যে হাতে লিখেছি আত্মবিক্রয়ের পরোয়ানা
কীভাবে লিখব সে হাতে স্বপ্নের সনদ ? (কবিতা সংখ্যা - ৫)
জেগে আছে অন্নদাতা, এর চেয়ে বিস্ময়ের কিছু নেই
দেশ জুড়ে শবাগার হোক
বীণা ও বেহালার ঐকতানে শূন্যের মূর্ছনা জেগে থাক (কবিতা সংখ্যা - ১১)
চারদিক থেকে উড়ে আসছে শুকনো পাতা, ধুলোর রিক্ততা
শুষে নিচ্ছে ছন্নছাড়া ভাষা থেকে অন্তিম সংকেত (কবিতা সংখ্যা - ৪২) 
বেশ ক’টি কবিতায় রয়েছে কবির নিজস্ব পর্যবেক্ষণজনিত রাজনৈতিক দূরদৃষ্টি ও বোধজনিত শ্লেষাত্মক উচ্চারণের কাব্যিক প্রকাশ। কোথাও নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন কবি -
যারা আলো মুছে নিয়ে অন্ধকার লেখে
তাদের কাছেই হাঁটু মুড়ে বসছে
অবোধ জনতা, মেরুদণ্ড জিম্মা দিচ্ছে রোজ...
...কারা বলে, ছেয়ে গেছে তিক্ত অন্ধকার অন্তর-বাহিরে
আলো কি কখনো ছিল ? সত্য ছিল ? ছিল কি জীবন ? (কবিতা সংখ্যা - ৪৬)।
এত যে অসহনীয়তা, অনিয়ম, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ, শ্লেষ - তবু শেষ অবধি কোথাও কাব্যময়তার সঙ্গে আপস করেননি কবি। এটাই আলোচ্য গ্রন্থের অন্যতম এক প্রাপ্তি। 
গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন - বরুণকুমার সিন্‌হা, সঞ্জীব গোস্বামী ও সঞ্জয় রায়কে। প্রাসঙ্গিক, ছিমছাম প্রচ্ছদের সৌজন্যে কৃষ্ণজিৎ সেনগুপ্ত। পাকা বাঁধাইয়ে জ্যাকেট কভার থাকা সত্ত্বেও প্রথম ব্লার্বটি শূন্য থেকে গেল। ছাপা স্পষ্ট। শব্দ, পঙ্‌ক্তিবিন্যাস যথাযথ। 
শেষ কবিতায় প্রকৃতিস্ত্রোত্রে, বন্দনায়, কাব্যিকতায় বিষাদের মাতৃভাষা বুঝতে চেয়েছেন কবি। উচ্চারিত হয়েছে অন্তরের শান্তি ও কল্যাণ মন্ত্র -
সূর্যাস্তপ্রবণ এই পাণ্ডুলিপি থেকে
খুঁটে খুঁটে তুলে নাও শান্তি ও কল্যাণ
ভুবনডাঙার শস্যঋতু, শোনো, তণ্ডুলের কণা থেকে
আমাকে শেখাও শিল্পবোধ, প্রত্যাশার গান
সারাদিন মেঘস্ত্রোত্র পড়ি, বৃষ্টির বন্দনা লিখি
অন্তিম রশ্মির স্পর্শকাতরতা দিয়ে
বিষাদের মাতৃভাষা বুঝে নিই। 

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫৫৬৬৪৯৪

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...