Skip to main content

নান্দনিক ও গোছালো আয়োজন দ্বিতীয় সংখ্যা ‘সম্পর্ক’


‘…বলা যায়, একটি বই-ই পারে গোটা বিশ্বের কিছু জীর্ণ প্রচলিত ধারণাকে বদলে দিতে। বইয়ের এই অমোঘ শক্তি সর্বজনবিদিত। বেদের ঋষি থেকে শুরু করে সমকালীন সময়ের অনেক লেখক তাঁদের সৃষ্টিসম্ভার দিয়ে কিছু প্রচলিত ধারণাকে সময়ে সময়ে বদলে দিয়ে এক নতুন পথের সন্ধান দিতে সক্ষম হয়েছেন। বই পড়ার মধ্যে রয়েছে এক অপার্থিব আনন্দ। বই আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করে। এই যান্ত্রিকতার যুগে নানা ঘাত-প্রতিঘাতে বিচলিত মানুষের বইয়ের প্রতি রয়েছে অকৃত্রিম টান। আজকের সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত অবস্থায় বই পড়ার প্রতি মানুষের আগ্রহ কমে গেলেও, বই প্রকাশের কাজটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বরং পূর্বের তুলনায় তা অনেকটাই বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে পাঠকের সংখ্যা বই প্রকাশের তুলনায় তেমন হারে বৃদ্ধি পায়নি। এই পাঠক সংকট বিশ্বব্যাপী…।’ - এমনই কিছু মূল্যবান তত্ত্ব ও তথ্যের সমাহারে এক প্রাসঙ্গিক সম্পাদকীয় প্রতিবেদনের মধ্য দিয়েই শ্রীগণেশ হল বাংলা সাহিত্য সভা, অসমের লংকা শাখার দ্বিতীয় বার্ষিক মুখপত্র, বিশ্ব বই দিবস সংখ্যা ‘সম্পর্ক’-এর
সৌরভ চৌধুরীর নান্দনিক প্রচ্ছদটি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে পাঠকের। এবং এই নান্দনিকতা ছড়িয়ে আছে শেষ পৃষ্ঠা অবধি। ৬০ পৃষ্ঠার সংখ্যাটিতে রয়েছে ৮টি নিবন্ধ, ৫টি ছোটোগল্প, ১টি সাক্ষাৎকার, শাখা সংবাদ এবং একগুচ্ছ কবিতা। লেখা সংগ্রহ ও নির্বাচনে মুনশিয়ানা দেখিয়েছেন সম্পাদক মনোজকান্তি ধর। রতীশ দাস-এর সংক্ষিপ্ত নিবন্ধ ‘মনরে কৃষি কাজ জানো না’ প্রথমেই পুরো পত্রিকার মান বাড়িয়ে দিয়েছে বলা যায়। সুললিত শব্দাবলি ও ভাষানৈপুণ্যে এক গভীর মননসঞ্জেত নিবন্ধ। বইপত্র পাঠের প্রয়োজনীয়তা ও নিয়মিত পঠনের এক আবেগিক আহ্বান। নিবন্ধ ‘জ্যোতির্ময়ী দেবীর ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ - একটি অবলোকন’ লিখেছেন নিত্যানন্দ দাস। শিরোনামভিত্তিক বিষয়ের উপর গভীর অনুসন্ধান ও অবলোকন প্রত্যক্ষ করা যায় এই নিবন্ধে। ড. সাথী দে লিখেছেন ‘সাহিত্য-সাধনায় অসমের দুই ব্যক্তিত্ব - শঙ্করদেব ও লক্ষ্মীনাথ’। দুই কৃতী ব্যক্তিত্বের সাহিত্য সাধনা নিয়ে এক ব্যতিক্রমী ও বিস্তৃত প্রতিবেদন। এক অনালোচিত দিগন্তের সন্ধান। ফলত অবশ্যপাঠ্য এক নিবন্ধ। শিরোনামভিত্তিক নিবন্ধ ‘বই নিয়ে হইচই’ - লিখেছেন বিদ্যুৎ চক্রবর্তী। এই বিভাগে পত্রিকার তরফে সন্নিবিষ্ট হয়েছে বই নিয়ে মনীষীদের একগুচ্ছ উক্তি। খুবই প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়।
‘নেপালী ভাষা সাহিত্যিক ডম্বরু দাহালের সঙ্গে এক সাক্ষাৎকার নিয়েছেন শাখা সম্পাদক মনোজকান্তি ধর ও সভাপতি রতীশ দাস। উন্মোচিত হয়েছে শ্রী দাহালের সাহিত্যকৃতি ও জীবনচর্যার অপ্রকাশিত দিগন্ত। সুখপাঠ্য প্রতিবেদন।
পাঁচটি গল্পের সব ক’টিই বৈচিত্রে ভিন্ন, আঙ্গিকে ভিন্ন। আদিমা মজুমদারের গল্প ‘লিভ-ইন’। সংকীর্ণতায় ভরপুর সমাজের অভ্যন্তর থেকে উত্তরণের এক সাবলীল গল্প। সাহসী উচ্চারণ - আদিমা-সুলভ। মনোজকান্তি ধরের গল্প ‘পার্শ্ব পদধ্বনি’। মনস্তত্ত্ব বিষয়ক একটি চমৎকার গল্প। গল্পের প্রথম দিকে কিছু অপ্রচলিত শব্দের ব্যবহার কিংবা চরিত্রনাম দেখে বিদেশি বা ভিনভাষী গল্পের অনুবাদ বলে মনে হতেই পারে। তবে শেষটায় দেশি আবহ খুঁজে পাওয়া যায়। এবং অনুবাদ বিষয়ক কোনো উল্লেখও নেই। সেই হিসেবে মনোজের গল্প এক কথায় ব্যতিক্রমী। গল্পকার সুব্রত দত্ত স্বভাবসিদ্ধ লিখনশৈলীতে লিখেছেন গল্প ‘উজান গাঙের নাও’। না কোনও গ্রাম্য জীবনের চরিত্রচিত্রণ নয়, সবদিক সামলে সাহিত্যে দেশভাগ কিংবা বলা যায় দেশভাগের উপর লেখা সাহিত্যকে বিষয় করে লিখেছেন একটি গল্প যা ভাবায় পাঠককে। নিবন্ধের বিষয়কে গল্পে উপস্থাপন বড় সহজ কথা নয়। করে দেখালেন সুব্রত। তরতরিয়ে এগোচ্ছিল রমা মজুমদারের গল্প ‘চেতনা’। শেষটায় এসে যেন কোথায় হারিয়ে গেল গল্প। রয়ে গেল শুধু এক প্রত্যয়ের বার্তা। তবে গল্পের গঠন যাই হোক, বহুচর্চিত হলেও এক জ্বলন্ত সমস্যাকেই বিষয় করে নিয়েছেন গল্পকার। ‘পরিণতি’ শিরোনামে খেতখামারে রাসায়নিক দ্রব্যের বিষক্রিয়ার ক্ষতিকর দিকগুলি গল্পচ্ছলে লিখলেন মোহিত চন্দ।
কবিতা বিভাগে রয়েছে সাতটি কবিতা ও একটি ছড়া। কবিরা হলেন বিশ্বজিৎ দেব, অপূর্ব দেব, মীনাক্ষী চক্রবর্তী সোম, রুবী গুপ্তা, শিল্পী দাস ও কল্পনা দে। কবি রতীশ দাস অনুবাদ করেছেন কবি লাইরেনলাকপম শ্রুতিকুমারের মণিপুরি কবিতা। শিরোনাম ‘পৃথিবী তুমি যখন শিশু ছিলে’। চার লাইনের ১৫টি ছড়ার সমাহার ‘ছড়ায় ছড়ায় খোঁজাখুঁজি’। লিখেছেন হরিপদ চন্দ। হারিয়ে যাওয়া দিন আর শব্দাবলির স্মৃতিচারণ।
স্পষ্ট ছাপা ও কাগজ, অক্ষর ও শব্দের যথাযথ বিন্যাস, অক্ষর-আকার, পৃষ্ঠা বিব্যাস, শুদ্ধ বানান পত্রিকাটির সম্পদ হয়ে রইল। কবিতা বিভাগের শৈল্পিক অলংকরণ লক্ষণীয় হলেও কবিতার সংখ্যা অপ্রতুল মনে হয়েছে। কবিতার উৎসাহী পাঠক কিছুটা হলেও বঞ্চিত। সব মিলিয়ে এক সার্বিক উৎকর্ষ ও গরজের পত্রিকা ‘সম্পর্ক’ - বিশ্ব বই দিবস সংখ্যা।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ৫০ টাকা
যোগাযোগ - ৭০০২৫৩৮১৪২ 

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...