Skip to main content

Posts

Showing posts from June, 2023

মা মাটি মানুষ

মা তো চলে গেছেন কবেই উজাড় করে স্নেহের ধারা , দিয়ে গেছেন মুখের ভাষা । সেই ভাষাতেই জীবন আমার কান্না হাসি কথায় ভাসা এক সামান্য শব্দচাষা ।   ছিল সে এক জন্মমাটি নিখাদ ষোলোআনা খাঁটি মন পড়ে রয় নিশিদিন । মন ছুটে যায় অহর্নিশি সব মাটিকেই ভালোবাসি এই মাটিতেই হব লীন ।   আর আছে এই জীবন জুড়ে দুঃখ সুখে মর্ম মোহে এই মাটিরই আপন মানুষ । মন মানসে তাই তো মানুষ তাই তো স্বপ্নে আপনজন সব কথা আর নয় তো ফানুস ।

এ কোন মৌন সফর ?

অন্তর জুড়ে অনন্ত শূন্যতা শুধু , এই কি জীবন ? একসাথে এত এত প্রাণ .... এ কোন যুদ্ধ ? একসাথে হল স্তব্ধ কত হাসি কত সং-সার কথামালা হিসেব নিকেশ কোলাহল । লিখা হল না সফরনামা মাঝপথেই থমকে গেল পথ চলা।  আচমকা শুরু হল এক অজানা অনন্ত সফর ।   মৌন সফর - অদৃশ্য পথ ধরে প্রিয়জন পরিজন ছেড়ে চেনা অচেনার সব পরিসর ভেঙে এ কোন বিধির নিয়ম ?   মহাকালের মহাফেজখানায় থাকুক লিখা এ শোকসফরনামা । অন্ত হোক এ অনন্ত যাত্ৰার পুন : পুন : মঞ্চায়ন । প্রতিবাদে আজ বন্ধ থাকুক মহাকালের কপাট, বাতায়ন ।

প্রভাতি সূর্য

ভোরের স্বপ্ন । অনেকেই বলেন এ স্বপ্ন নাকি সত্যি হয় । অনেকটাই ছোট থাকতে শিশিরবাবুও কথাটি শুনেছিলেন মায়ের মুখ থেকে । তখনকার দিনকাল এবং বয়েসের হিসেবে মা - বাবার কথার সত্য - মিথ্যার যাচাই হতো না । তাঁদের কথা সদাই ছিল চন্দ্র সূর্যের মতো সত্য । এখন দিনকাল পাল্টেছে । ওই বয়সের বাচ্চারা আজকাল নিজে যাচাই না করে কারো কথা বিশ্বাস করে না । বন্ধু এবং গুগলের রায় পাওয়ার পরেই কথাগুলো এখন ধোপে টেকে …. কিংবা টেকে না । এই অধঃপতন নিজের চোখে দেখাটা বড়ই বিরক্তিকর । সে অর্থে শিশিরবাবুর নিঃসন্তান থাকাটা এই বিড়ম্বনার হাত থেকে তাঁকে বাঁচিয়ে দিয়েছে অবধারিত । বছর দশেক হল অবসর নিয়েছেন শিশিরবাবু । অসুস্থ স্ত্রীর বাইরে সংসারে তাই একমাত্র নীরবতাই শিশিরবাবুর নিত্যসঙ্গী । শিশিরবাবু অবসর নেওয়ার কয়েক দিনের মধ্যেই স্ত্রী মলিনাদেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে সেই যে বিছানা নিলেন - আজ এতগুলো বছরেও আর স্বাভাবিক হতে পারলেন না । শিশিরবাবুর সংসারধর্ম তাই মোটামুটি একই ধারায় চলমান হয়ে রইল । আগে যেখানে অফিসের কাজে ব্যস্ত হয়ে থাকতে হতো দিনের বেশির ভাগ সময় , এখন সংসার সামলাতেও সেই আগেরই মতো তাঁর ব্যস্ততা । অর্ধেকটা দিন চলে য