মা তো চলে গেছেন কবেই উজাড় করে স্নেহের ধারা , দিয়ে গেছেন মুখের ভাষা । সেই ভাষাতেই জীবন আমার কান্না হাসি কথায় ভাসা এক সামান্য শব্দচাষা । ছিল সে এক জন্মমাটি নিখাদ ষোলোআনা খাঁটি মন পড়ে রয় নিশিদিন । মন ছুটে যায় অহর্নিশি সব মাটিকেই ভালোবাসি এই মাটিতেই হব লীন । আর আছে এই জীবন জুড়ে দুঃখ সুখে মর্ম মোহে এই মাটিরই আপন মানুষ । মন মানসে তাই তো মানুষ তাই তো স্বপ্নে আপনজন সব কথা আর নয় তো ফানুস ।
স্বপ্নের ফেরিওয়ালা