মনে হতে পারে এক রকম ‘চুল নিয়ে চুলোচুলি’। ‘বিড়াল’ নিয়ে পত্রিকার আস্ত একটি সংখ্যা ? বাংলা ভুবনে এমন কাণ্ড আগে কেউ ঘটিয়েছেন কিনা জানা নেই। তবে তথ্য নিয়ে ঘাটাঘাটি করলে জানা যায় যে উত্তর আমেরিকার একটি জনপ্রিয় মাসিক পত্রিকার নামই ছিল ‘ক্যাট ফ্যান্সি’ যা উৎসর্গীকৃত ছিল বিড়াল, বিড়াল-মালিক ও বিড়াল-প্রেমীদের উদ্দেশ্যে। ১৯৬৫ সালে এই পত্রিকার যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে এটি ‘ক্যাটস্টার’ নামে ন্বিমাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। এছাড়াও মডার্ন ক্যাট ম্যাগাজিন, ইওর ক্যাট, ওয়াইল্ড ক্যাট, টাক্সিডো ক্যাট আদি ম্যাগাজিনের বাইরেও বহু জার্নাল ও নিউজলেটারের সন্ধান পাওয়া যায়। সম্প্রতি অসম থেকে প্রকাশিত গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর সম্পাদক আশিসরঞ্জন নাথ এমন একটি দুঃসাহস দেখিয়েছেন এবং স্বভাবতই তা সাড়া ফেলেছে বাংলা ভুবনে। আখেরে এই দুঃসাহসের ফলশ্রুতি কেমন হল তা জানা যায় সম্পাদকীয় থেকে যেখানে সম্পাদক লিখছেন - ‘প্রবাহের বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের বৈশিষ্ট্য অনুসারে বিড়াল সংখ্যার প্রস্তুতি পর্বে যে হতাশার সম্মুখীন হতে হয়েছিল ক্রমে আশার আলো দেখা গেল। ঝুলিতে যে এত বিড়াল লুকিয়েছিল তা প্রথমে ভাবনার মধ...
স্বপ্নের ফেরিওয়ালা