না সাহিত্য বিষয়ক এক ছোট পত্রিকার সম্পাদক সম্প্রতি সম্পাদকীয়তে লিখেছেন - “ আমরা লিখতে পারি সকলেই ; কিন্তু লিখতে জানি না অনেকে । ” নমস্য সাহিত্যিক কাম সম্পাদক । তাঁর উপর মন্তব্য করা কি আমার মতো নালায়েকের সাজে ? তবুও মনের না - না কথা না বলেই বা থাকি কী করে ? কথাটা ভাবলেই যে শরীর মনে কেমন একটা না - বোধক ছাপ পড়ে যায় । আর সে অর্থে ভুল তো তিনি লিখেননি । আমরা অনেকেই তো লিখতে জনি না । তবে আমার আপত্তিটা কিন্তু ওই প্রথম লাইনকে নিয়েই । লিখতে তো জানিই না কিন্তু আমরা লিখতে পারি সকলে ? এখন যে ‘ বাংলাটা ঠিক আসে না ’ র যুগ । জানিস , আমার ছেলে বাংলা বলতে পারে - তবে লিখতে বা পড়তে পারে না । তাই বলছিলাম ওই - কথাটা যেন মেনে নিতেই পারছি না । আর পারবোই বা কেন ? সে অর্থে লিখতে পারাটাই যে হয়ে উঠলো না আজ অবধি । চেষ্টা তো চালিয়েই যাচ্ছি সে কত কাল থেকে । কিন্তু পারলাম কই ? নিজের মনের মতো করে অন্তত একটি কবিতাও তো লিখে উঠতে পারলাম না আজও । কে যেন বলেছিলেন - আমার কবিতা লিখা , সে তো সাপের ছুঁচো ধরা । আর এখন তো যা দিনকাল পড়েছে ভবিষ্যৎ প্রজন্মের আর লিখতে পারার দরকার পড়বে বলেও মনে হয় না ।...
স্বপ্নের ফেরিওয়ালা