উত্তর-পূর্বের সাহিত্যবিশ্বে নিরলস সাহিত্য সাধনায় ব্রতী হয়ে লেখক , কবিদের জুড়ে রেখেছেন যেসব সম্পাদক তার মধ্যে উল্লেখযোগ্য নাম সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে নিজস্ব লেখালেখির বাইরে ‘ সাঁকো ’ নামক একটি পত্রিকা , যার নিয়মিত অনলাইন সংস্করণের বাইরেও প্রকাশিত হয় বছরে দুটি ছাপা সংখ্যা , প্রকাশের মাধ্যমে এক চমৎকার ধারাবাহিকতার পরিচয় ধরে রাখতে সমর্থ হয়েছেন তিনি । সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ সাঁকো ’ পত্রিকার বিংশতিতম বর্ষ , পূজা সংখ্যা । প্রকাশক - বেবী চট্টোপাধ্যায়। পূজা সংখ্যা মানেই ভারে ও আয়তনে ঢাউস হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই যদিও কলেবর নির্বিশেষে তার এক আলাদা মর্যাদা, মাদকতা আছে এ নিশ্চিত । সাধ ও সাধ্যের বৈপরীত্য এক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতেই পারে । শারদীয় সংখ্যা ‘ সাঁকো ’ ধারে ও ভারে না হলেও প্রয়াসে , নিবেদনে অনন্য । বরাবরের মতোই অনন্য এবারেরও প্রচ্ছদ । সৌজন্যে বিশ্ব রায় । শরৎ ও শারদীয় পূজা নিয়ে স্টেটমেন্ট সাইজের ৪৪ পৃষ্ঠার সংখ্যায় সম্পাদক সুশান্ত মোহন লিখছেন - ‘...আমাদের ‘ সাঁকো ’ সাহিত্য পত্রিকা দুই দশকের বিরামহীন পথ চলায় এগিয়ে যাচ্ছে অপ্রতিরো
স্বপ্নের ফেরিওয়ালা