Skip to main content

সমকালীন গল্পবিশ্বে অন্যতম উৎকৃষ্ট সংকলন - ‘খোলা হাওয়া’


এটা বহু কাল ধরেই চলে আসছে প্রচারের আলোয় এক লেখক গোষ্ঠী একে অপরের জিন্দাবাদের মাধ্যমে লেখালেখির জগতে ভাস্বর হয়ে উঠছেন অপর দিকে সেইসব লেখালেখির চেয়ে বহুগুণ উৎকৃষ্ট রচনা সত্ত্বেও অনেকেই থেকে যাচ্ছেন পর্দার আড়ালে এক শ্রেণির নিষ্পৃহ পাঠকও এর জন্য বহুলাংশে দায়ী পড়লাম, উপভোগ করলাম আর বই বন্ধ করে তাকে রেখে দিলাম চিরতরে কী কবিতা, কী গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ সব ক্ষেত্রেই একাধারে এই নিষ্পৃহতা এবং বিপ্রতীপে এই স্বজনপোষণ তা না হলে বরাক উপত্যকা থেকে সদ্য প্রকাশিত অরুণকুমার সেন-এর গল্প সংকলনখোলা হাওয়াকেন উঠে এল না প্রচারের আলোয় ? কেন তথাকথিত বৌদ্ধিক মহলে তা হয়ে উঠল না আলোচনার বিষয়বস্তু ? গোষ্ঠীবদ্ধ লেখক নন বলেই কি ?
খোলা হাওয়াগ্রন্থটি যাঁরা পড়েননি তাঁরা নিশ্চিতই রয়ে গেলেন লেখালেখির হাল হকিকত থেকে দূরে, হারালেন গল্পপাঠের নিরালা সুখ ২৬৪ পৃষ্ঠার বোর্ড বাঁধাই এই সংকলনটিতে রয়েছে লেখকের বিচিত্র স্বাদের মোট ২৪টি গল্প। এক একটি গল্পে যেন উন্মোচিত হয়েছে পরিবর্তিত সময়ের বাস্তব প্রেক্ষিত। যেন সাদা আলোয় লুকিয়ে থাকা কালোর অন্তর্নিহিত উপস্থিতি। সেই বৈপরীত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে উপস্থাপন করেছেন গল্পকার - পাঠকের দরবারে। গ্রন্থের শেষ মলাটে থাকা লেখক পরিচিতি থেকে জানা যায় যে গল্পকার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। অর্থাৎ শিক্ষা জগতের সঙ্গে জড়িত ব্যক্তিসেই সূত্রেই সম্ভবত অধিকাংশ গল্পই শিক্ষা জগৎ সম্পর্কিত। স্বভাবতই এই জগতের অন্দরে প্রবেশ করেছেন লেখক এবং সেই সূত্রেই তুলে এনেছেন বহু অজানা তথ্য ও তত্ত্বকে। গল্পের মোড়কে পাঠকের হাতে তুলে দিয়েছেন সেইসব কাহিনি। কঠিন শব্দের মেদবর্জিত লেখায় আগাগোড়া খেই ধরে রেখেছেন গল্পের। লেখার ধরণ সরল হলেও প্রতিটি শব্দ এবং বাক্য যেন মোক্ষম হয়ে উঠেছে। পরিমিতিবোধ যথাযথ রক্ষা করা হয়েছে। বাহুল্য বর্জিত অথচ সাহিত্যগুণসমন্বিত এক একটি গল্প তাই পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠবে নিশ্চিত।
প্রথম গল্পেই বলা যেতে পারে বাজিমাত। ‘আলোময়ী মা’ গল্পে পারস্পরিক সম্পর্কহীন আধুনিকতার গালে যেন এক মোক্ষম চপেটাঘাত। বিপরীতে সত্য সনাতনের এক উদ্‌ভাসিত মহিমা। এক এক করে এগোলে, ভালো ছাত্র ও তথাকথিত মন্দ ছাত্রের এক চমৎকার মনস্তাত্ত্বিক ও বাস্তব বিশ্লেষণের গল্প ‘অন্য শিক্ষা’। চমৎকার শৈলীযুক্ত লেখা পাঠকের হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। সুখানুভবের এক রম্য গল্প ‘এটা কিনলে ওটা ফ্রি’। ব্যতিক্রমী প্লটের গল্প ‘অর্ধাঙ্গিনী’ এগিয়েছে তরতরিয়ে। পাঠ-বিরতি অসম্ভব। রহস্যগন্ধী গোছানো গল্প ‘মানুষভূত’। বাস্তব প্রেক্ষিতের গল্প ‘স্যরি মাহাত্ম্য’। ‘অপরাধ’ গল্পে লেখক তুলে এনেছেন মূল্যবোধহীন রাজনীতি ও বশংবদ প্রশাসনিক অনৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গল্প ‘গণতন্ত্র জিন্দাবাদ’ এক বাস্তব প্রহসন। ব্যতিক্রমী ভাবনার অনবদ্য ফসল গল্প ‘নাগমাস্টার’। বুনোটে সংলাপে গ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ গল্প। রম্যরসে সম্পৃক্ত অনবদ্য একটি গল্প ‘গড্ডলিকা প্রবাহ’। আদর্শের সঙ্গে সমঝোতা করা না করার এক ব্যতিক্রমী গল্প ‘আদর্শ’। পোক্ত বুনোট। লেখকের গল্প ভাবনায় যেসব অনবদ্য, ব্যতিক্রমী প্লট উঠে এসেছে তার মধ্যে অন্যতম গল্প ‘টেরর থেরাপি’। গল্প এগিয়েছে সরেস ছন্দে। অভাবনীয় বিষয়ের উপর অন্যতম শ্রেষ্ঠ তথা সুখপাঠ্য গল্প ‘বন্যার অন্য গল্প’। ভাবনার অন্য স্তরে নিয়ে যায় পাঠককে। রাজনীতির ফোঁপরা স্বরূপ উন্মোচিত হয়েছে ‘গণতন্ত্রের ঠ্যালা’ গল্পে। সিদ্ধান্তে অবিচল থাকার অনবদ্য একটি গল্প ‘চোর’। তথাকথিত মতলবি বুদ্ধিজীবীদের লেখক একহাত নিলেন ‘বুদ্ধিজীবী দর্শন’ গল্পে। নির্মল হাস্যরসের উপাদানযুক্ত গল্প। শহরের ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলির অন্দরে থাকা অবিদ্যার ঝুলি খুলে দেওয়া হয়েছে ‘বিদ্যাবাজার’ গল্পে। এক নির্মম বাস্তবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া হয়েছে পাঠকের। অন্যতম শ্রেষ্ট গল্প নিঃসন্দেহে। ভিন্নতর আবহে বাস্তব ও ভালোবাসার গল্প ‘বরাকের বালুচরে’। উন্মোচিত হয়েছে মুখোশের আড়ালের মুখ। আসল নকলের গ্যাঁড়াকলে এক নির্মল হাস্যরসের গল্প ‘ভাড়াটে শিক্ষক’। নিটোল প্রেমের সার্থক ছোটগল্প ‘প্রাক্তনী’। অন্যতম সেরা। এর পরেই রয়েছে আরও একটি নির্ভেজাল কৌতুকরসের গল্প ‘বাবু’।
‘...জন্মভূমির চেয়ে বড় তীর্থ আর নেই। যে মাটিতে জন্ম হয়েছে, যে মাটিতে জন্মদায়ী মা-বাবার শরীর মিশে আছে, সে মাটির চেয়ে পবিত্র মাটি, পবিত্র স্থান কি আর আছে এই ধরাধামে ?’ - দেশের সীমা পেরিয়ে জন্মভূমির টানে পাড়ি দেওয়া এক বৃদ্ধের গল্প ‘জন্মভূমি’। একদিকে জন্মমাটির মাহাত্ম্য, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনবদ্য গল্প - ‘জন্মভূমি’। রাজনীতির ছলচাতুরীর এক প্রহসনমূলক গল্প - ‘অনুষ্ঠান বাতিলের অনুষ্ঠান’। শেষ গল্প ‘দলবদল’। সিদ্ধান্তহীন রাজনীতির এক নির্লজ্জ চিত্রের উন্মোচন।
সব মিলিয়ে যেন বাস্তবটাকে ধরে রেখেছেন গল্পকার দুই মলাটের মধ্যে। যে হাওয়া বইছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাকেই বিষয় বৈচিত্রে তুলে এনেছেন পাঠকের কাছে। তাই তো ‘খোলা হাওয়া’। প্রতিটি গল্পই দেশ, প্রসাদ, নবকল্লোল সহ বরাকের নানা নামিদামি দৈনিক পত্রিকায় প্রকাশিত, যার উল্লেখ রয়েছে গল্পের শেষে। অক্ষর আকার (ফন্ট) বড় হওয়ায় পঠনবান্ধব হয়েছে গ্রন্থটি। স্পষ্ট ছাপা। অক্ষর ও শব্দ বিন্যাস যথাযথ। ‘ভাড়াটে পাঠক’ কিংবা ‘কত গমে কত আটা’ জাতীয় নির্মল ব্যঞ্জনায় পরিস্ফুট হয়েছে সাহিত্যরস। বানান অনুসৃত হয়েছে আধুনিক নিয়মে। এ নিয়ে সচেতন লেখকের গল্প ‘আদর্শ’তে আছে কিছু সংলাপও। তবু ফাঁক গলে রয়ে যায় কিছু। এ অনিবার্য। কয়েকটি ছাপার ত্রুটিও থেকেই যায়। কিছু কিছু ক্ষেত্রে তৎসম শব্দের ব্যবহার হয়তো এড়ানো যেত। তবে এসব কিছুই গৌণ হয়ে ধরা দিয়েছে বিষয় ভাবনা, সাহিত্যগুণ ও গল্পের চলনের বিশালতার বিপ্রতীপে। গ্রন্থটি লেখক উৎসর্গ করেছেন ব্যতিক্রমী আঙ্গিকে থিয়েটার ওয়ার্কশপ বদরপুর, সাংস্কৃতিক মঞ্চ বদরপুর ঘাট ও বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন (বদরপুর আঞ্চলিক সমিতি)কে।
সব মিলিয়ে উত্তরপূর্ব তথা বরাক ও অসমের গল্পবিশ্বের কালধারায় এক অন্যতম উৎকৃষ্ট নিবেদন ‘খোলা হাওয়া’। এ কথা বলা যেতেই পারে প্রত্যয়ের সঙ্গে।

বিদ্যুৎ চক্রবর্তী

প্রকাশক - নতুন দিগন্ত প্রকাশনী, শিলচর
মূল্য - ৩০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫১৭৯০৭২ 

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...