অকপট উচ্চারণের কাব্যগ্রন্থ - ‘ হে ঈশ্বর ’ বিগত চারটি দশক জুড়ে সাহিত্যের আঙিনায় যাঁর সগর্ব পদচারণা , গবেষণাধর্মী ছোট পত্রিকার সম্পাদনায় যিনি পুরস্কৃত , বিভিন্ন আঙ্গিকের গদ্য রচনায় যিনি ইতিমধ্যেই আলোচিত এবং পরিচিত - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ হে ঈশ্বর ’ সম্প্রতি উন্মোচিত হলো ২০২২ এর কবিতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে । কবি আশিসরঞ্জন নাথ গ্রন্থের ভূমিকায় ‘আমার কথা’ শিরোনামে সবিস্তারে লিখেছেন এ অনুভব - ‘আশির দশকে কবিতার মাধ্যমে সাহিত্যচর্চার হাতেখড়ি ...... কোনও যশোপ্রার্থী হওয়ার অভিলাষ পোষণ করি না। নিজের খেয়াল, নিজের আনন্দ নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছি। ... জীবন সায়াহ্নে এসে একখানা কবিতার বই করতে গিয়ে বহু কবিতা পাইনি খুঁজে। এছাড়া, কবিতা লেখা ও ছাপা হওয়ার পরও অনেক কবিতা পছন্দ না হওয়ায় বাদ দিয়েছি ওইসব কবিতা। যেগুলো গ্রন্থিত হয়েছে সেগুলোও কবিতা হয়েছে কি না এ নিয়ে মনে অতৃপ্তি রয়ে গেছে। তবুও সাহসে বুক বেঁধে ক্ষীণতনু এই কবিতার বই প্রকাশে প্রয়াসী হয়েছি ......’। এই ভূমিকার মাধ্যমেই আলোচ্য গ্রন্থের একটি আভাস পাওয়া যায় যা পঠনান্তে মিলে যায় হুবহু। কিছু কবিতা হয়তো কবির পছন্দের তালিকায় নাও থাকতে পারে কিন্...
স্বপ্নের ফেরিওয়ালা