আঁতেল কবির দুর্গা
পুজো এলেই আঁতেল কবির দুর্গা মনে পড়ে,
দু'চোখ বেয়ে কুম্ভীরাশ্রু
গড়িয়ে যে তার পড়ে।
ধর্ষিতা
ওই কাঠকুড়ুনি
তখন দুর্গা হয়,
কালান্তরে
যেসব দুর্গা
অগোচরেই রয়।
বেশ্যা রূপে সাজায় দুর্গা ভাষায় যৌনকর্মী,
ধিক্কার
ওই নষ্ট কবি আঁতেল বিধর্মী।
তোমার ঘরের হেঁসেলে ওই খাটছে যে দুর্গা,
খবর কি তার রাখো কবি জ্বালাও হিঁদুর গা ?
এবার ছেড়ে আঁতলামিটা একটু মানুষ হও,
পুজো ছাড়াও নিপীড়িতা দুর্গা-কথা কও।
ভাবাবেগের
সুড়সুড়িটা ভাসিয়ে দাও জলে,
সমাজটাকে
দাও জাগিয়ে
সৎ কথা বলে।
কবিতার ওই ফল্গুধারায়
যাক ভেসে সব ঘুণ,
তোমার ছন্দে জেগে উঠুক মনুষ্যত্ব গুণ।
Comments
Post a Comment