শ্রেষ্ঠ শব্দ স্মরণ
যখন হাতের মুঠোয় থাকে
কিছু আনকোরা অলস সময়,
যখন বালাই হয় না গরজ -
তখনই সাথে সাথে পথ চলে
কিছু মধুর বিষাদময় বয়স।
ঘুরপাকে আবর্তিত হতে থাকে
কিছু মধুময় ব্যঞ্জনা - কিছু
হৃদয় নিংড়ানো হাহাকার গাথা ।
তরঙ্গায়িত কিছু আদুরে আলাপন
আর চির নির্বাপিত কিছু অহংকার।
যাপিত অতীত কথায় স্বেচ্ছা অবগাহন -
রহস্যে আবৃত থাকা সৃষ্টির সাতকাহন।
এক ও দুই শব্দের শ্রেষ্ঠ সম্বোধন -
আজীবন আমৃত্যু সহযাত্রী স্মরণ।
বজ্র আঁটুনি সময় যখন
ফসকা গেরোয় মুক্ত - তখন
অশ্রূ ধারায় স্নাত চিত্ত
সুখের সমাপনে, মুক্ত আচ্ছাদনে।
কিছু আনকোরা অলস সময়,
কিছু মধুর বিষাদময় বয়স।
ঘুরপাকে আবর্তিত হতে থাকে
কিছু মধুময় ব্যঞ্জনা - কিছু
তরঙ্গায়িত কিছু আদুরে আলাপন
আর চির নির্বাপিত কিছু অহংকার।
যাপিত অতীত কথায় স্বেচ্ছা অবগাহন -
এক ও দুই শব্দের শ্রেষ্ঠ সম্বোধন -
বজ্র আঁটুনি সময় যখন
ফসকা গেরোয় মুক্ত - তখন
সুখের সমাপনে, মুক্ত আচ্ছাদনে।
Comments
Post a Comment