আজ এই শেষ
শ্রাবণের নিঝুম রাতে
স্বচ্ছ আকাশ- কোথাও নেই
মেঘ বৃষ্টি বাদলা হাওয়া -
এ তোমার কেমন আসা যাওয়া ?
পথ চেয়ে
রয় কুসুম লতা
পথ চেয়ে রয় কাব্য কথা -
এ তোমার কেমন উদাসীনতা ?
ঝিলের জলের
বৃষ্টিফোঁটায়
দেখতে পেতাম মুক্তো দানা,
তার
মুক্তোঝরা হাসির ছটায়
মন কেমনের বৃষ্টিধারায়
বিভোর শ্রাবণ মন না মানা -
এ তোমার কেমন দেউলেপনা ?
এই শেষ
শ্রাবণের শেষের বেলা
পয়ার সুরে উঠত জেগে লখাই,
বৃষ্টি
নিয়ে আসত উতল হাওয়া -
তার প্রাণের কথা করত আনাগোনা।
তার 'জলকে চল' আর ফানুস কথার বড়াই
আজ শ্রাবণ
শেষে খেই হারিয়ে -
এ তোমার কেমন কাঙালপনা ?
চাল
গড়িয়ে আল পেরিয়ে ছুটোছুটির ছল
স্ফটিক ধারার বড্ড তাড়া 'ঘরকে চল',
তার গরম
চায়ে মায়ার চুমুক
বৃষ্টিভেজা ছত্রছায়ায় সেলফি সুখ
আজ বর্ষাবিদায়, বিষণ্ণ সংসার
এ
তোমার কেমন 'কাজির বিচার' ?
স্বচ্ছ আকাশ- কোথাও নেই
মেঘ বৃষ্টি বাদলা হাওয়া -
এ তোমার কেমন আসা যাওয়া ?
পথ চেয়ে রয় কাব্য কথা -
এ তোমার কেমন উদাসীনতা ?
দেখতে পেতাম মুক্তো দানা,
মন কেমনের বৃষ্টিধারায়
বিভোর শ্রাবণ মন না মানা -
এ তোমার কেমন দেউলেপনা ?
পয়ার সুরে উঠত জেগে লখাই,
তার প্রাণের কথা করত আনাগোনা।
তার 'জলকে চল' আর ফানুস কথার বড়াই
এ তোমার কেমন কাঙালপনা ?
স্ফটিক ধারার বড্ড তাড়া 'ঘরকে চল',
বৃষ্টিভেজা ছত্রছায়ায় সেলফি সুখ
আজ বর্ষাবিদায়, বিষণ্ণ সংসার
Comments
Post a Comment