পথ হাঁটি
আমি রোজ দিনান্তের আঁধারে
ঘর্মাক্ত কায়াময় আমি মাড়িয়ে চলি
ক্রোশ ক্রোশ ছায়াহীন পাহাড়িয়া পথ।
তবু জেগে থাকে সারা পথ জুড়ে
অদৃশ্য অবয়ব, অশ্রুত ফিসফাস।
কারা ওরা ? কায়াহীন
মায়াময় সাথি ?
পথসখা সুদামা আজও আসে মাঝে মাঝে
দুদ্দাড় দুঃখসুখের খোলে ঝাঁপি
আমার অঙ্গে অঙ্গে বয়ে যায়
গোধূলির এক ঝাঁক সুরেলা শিহরণ।
আসে আজকের বন্ধ বাতায়ন পেরিয়ে
গরাদ ধরে দাঁড়িয়ে থাকা কোনো এক সুখমুখ
আগল ঝুলানো বাতায়নের ওপার থেকে
ভেসে আসে একরাশ হাসিমুখ ঝরনাধারা
অবিরাম, অনর্গল কথোপকথন বেয়ে রোজ
আমি পথ
হারাই, খেই হারিয়ে ফিরে আসি
বরাবরের
রিক্ত নিঃস্ব এই পৃথিবীর বুকে
রোজ সন্ধ্যায় পথ হাঁটি আমি, কথা বলি
নিজেরই
সাথে, অব্যক্ত - অফুরান কথামালা
যে কথা
হয়নি বলা কদাপি, অশ্রুত কথামালা।
ঘর্মাক্ত কায়াময় আমি মাড়িয়ে চলি
ক্রোশ ক্রোশ ছায়াহীন পাহাড়িয়া পথ।
তবু জেগে থাকে সারা পথ জুড়ে
অদৃশ্য অবয়ব, অশ্রুত ফিসফাস।
পথসখা সুদামা আজও আসে মাঝে মাঝে
দুদ্দাড় দুঃখসুখের খোলে ঝাঁপি
আমার অঙ্গে অঙ্গে বয়ে যায়
গোধূলির এক ঝাঁক সুরেলা শিহরণ।
আসে আজকের বন্ধ বাতায়ন পেরিয়ে
গরাদ ধরে দাঁড়িয়ে থাকা কোনো এক সুখমুখ
আগল ঝুলানো বাতায়নের ওপার থেকে
ভেসে আসে একরাশ হাসিমুখ ঝরনাধারা
অবিরাম, অনর্গল কথোপকথন বেয়ে রোজ
রোজ সন্ধ্যায় পথ হাঁটি আমি, কথা বলি
Comments
Post a Comment