সে রাতে পাহাড় চূড়ায় আলোর রোশনাই
ঘন কালো আঁধার পথে এক জোড়া টর্চের আলো
চড়াই ভেঙে ভেঙে ক্লান্ত দু’পা
পাশেই আরো দু’টি পা - দু’টি হাত
তবু হাতে হাত ধরার অধিকার নেই
আছে শুধু নিভৃত যাপন আর -
মেপে মেপে কথা আলাপন।
অথচ বুকের মধ্যে এক বুক ভালোবাসা নিয়ে
মূক হয়ে থাকে এক জোড়া মুখ।
আজ রাতে বড়দিন উৎসব
পাহাড় আজ রাতভর মুখরিত
কথার পাহাড় নিয়ে পথ চলা মৌন মুখরিত।
বনানী পথে আজ রজনী-গন্ধা ভ্রমণ
মৌন আবেশে অবিরাম মুখাবলোকন
মুখবন্ধেই বন্ধ হয়েছে মুখ
দেখে দেখে কুড়িয়ে পাওয়া জনমের সুখ।
উতরাই পথে আলো থেকে আঁধারের মায়া
সে মায়ায় ইতিহাস জেগে ওঠে
নিভৃতে জেগে ওঠে নতুন এক - কথাসুখ পাহাড়।
ঘন কালো আঁধার পথে এক জোড়া টর্চের আলো
চড়াই ভেঙে ভেঙে ক্লান্ত দু’পা
পাশেই আরো দু’টি পা - দু’টি হাত
তবু হাতে হাত ধরার অধিকার নেই
আছে শুধু নিভৃত যাপন আর -
মেপে মেপে কথা আলাপন।
অথচ বুকের মধ্যে এক বুক ভালোবাসা নিয়ে
মূক হয়ে থাকে এক জোড়া মুখ।
আজ রাতে বড়দিন উৎসব
পাহাড় আজ রাতভর মুখরিত
কথার পাহাড় নিয়ে পথ চলা মৌন মুখরিত।
বনানী পথে আজ রজনী-গন্ধা ভ্রমণ
মৌন আবেশে অবিরাম মুখাবলোকন
মুখবন্ধেই বন্ধ হয়েছে মুখ
দেখে দেখে কুড়িয়ে পাওয়া জনমের সুখ।
উতরাই পথে আলো থেকে আঁধারের মায়া
সে মায়ায় ইতিহাস জেগে ওঠে
নিভৃতে জেগে ওঠে নতুন এক - কথাসুখ পাহাড়।
Comments
Post a Comment