এক বহতা নদী হতে চেয়েছিল কেউ
তার তাপিত শরীর বেয়ে
চুঁইয়ে পড়ত জল শুধু জল…
বিষাদিত অগ্নিজলে ভেসে যেত চরাচর
উপহাস আর অবজ্ঞার বিষাদগাথা
নদীমুখো অথৈ বর্ষাজলের ধারা
তবু জলসুখ থাকে অধরা
বীতশোক জল হয়ে নিথর জীবন
এই ছিল ললাটলিখন।
সে জেগেছিল একদিন
তার অঙ্গে অঙ্গে সুখাবগাহনে
ধরা দিয়েছিল অব্যক্ত জলধারা
যে ধারা একদিন
নদী হয়ে মিশেছিল সাগরে
সে এক অন্য নদীর কথা
যে নদী বয়ে আনে
বনানীবিধৌত দুঃখসুখের
সজ্জিত উপকথা।
তার তাপিত শরীর বেয়ে
চুঁইয়ে পড়ত জল শুধু জল…
বিষাদিত অগ্নিজলে ভেসে যেত চরাচর
উপহাস আর অবজ্ঞার বিষাদগাথা
নদীমুখো অথৈ বর্ষাজলের ধারা
তবু জলসুখ থাকে অধরা
বীতশোক জল হয়ে নিথর জীবন
এই ছিল ললাটলিখন।
সে জেগেছিল একদিন
তার অঙ্গে অঙ্গে সুখাবগাহনে
ধরা দিয়েছিল অব্যক্ত জলধারা
যে ধারা একদিন
নদী হয়ে মিশেছিল সাগরে
সে এক অন্য নদীর কথা
যে নদী বয়ে আনে
বনানীবিধৌত দুঃখসুখের
সজ্জিত উপকথা।
Comments
Post a Comment