কবির তো চিরদিনই উৎসব । দুঃখসুখের উৎসব । দিনশেষে কিংবা দিনের প্রথম আলোয় সৃষ্ট সব অনুভব , অনুভূতির বয়ান কবিতায় মূর্ত হয়ে ওঠার উৎসব । চরাচরে ছড়িয়ে দেওয়া নিমগ্ন কবির মনোজগতে উদ্ভূত বয়ানের লিখিত প্রতিরূপ । কবি আশুতোষ দাস কবিতা লিখছেন বহুদিন ধরে , লিখছেন প্রতিদিন । আসলে কবিতা লিখতে হয় না তাঁকে , কবিতা এসে নিজেই ধরা দেয় তাঁর কলমে , লিখিয়ে নেয় স্বতঃস্ফুর্ত ধারায় । সম্প্রতি প্রকাশিত হয়েছে কবির কাব্যগ্রন্থ ‘ আজ আমাদের উৎসব ’ । ১৫২ পৃষ্ঠার গ্রন্থের শেষ পৃষ্ঠায় লিপিবদ্ধ কবি-পরিচিতির সূত্র ধরে জানা যায় - ‘...দীর্ঘ চার দশক থেকে সাহিত্যের বিভিন্ন মাধ্যমে সফলতার সঙ্গে বিচরণ করে চলেছেন। তিনি বাংলা সাহিত্যে মৌলিকত্বের জন্য উচ্চারিত। ...তাঁর কবিতা ও গল্পের মূল বিষয় ভালোবাসা ও বহুবর্ণের অনন্ত সৌন্দর্যের বিদ্দুচ্ছটায় আলোকিত জীবনবোধ...।’ আলোচ্য গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে মোট ১০৬টি কবিতা যার অধিকাংশই কবির অনুভবসঞ্জাত মনোজগতের সরল বারতা। কবি-সম্পাদক-প্রকাশক মিতা দাসপুরকায়স্থ ভূমিকাস্বরূপ প্রাককথায় যথার্থ বর্ণনা করেছেন কবি ও কবিতার কথা। - ‘...কবি আশুতোষ দাসের কবিতায়ও রবীন্দ্রভাবনার মতো প্রোজ্জ্বল অলৌকিক ভ...
স্বপ্নের ফেরিওয়ালা