এমন ব্যতিক্রমী ভাবনা, অভিনব আয়োজন অনায়াসে জয় করে নেয় উত্তরসূরিদের হৃদয়। তিন কবি দম্পতির কবিতা নিয়ে বিশিষ্ট কবি ও সাহিত্যিক অশোক বার্মা র সংকলন । পেপারব্যাকে চমকপ্রদ প্রচ্ছ দের সৌজন্যে বিট্টু সেন । পরিচিতি সহ ৩৬ পৃষ্ঠার সংকলনে সন্নিবিষ্ট হয়েছে প্রত্যেকের পাঁচটি করে কবিতা। তাঁদেরই উদ্দেশে উৎসর্গ করা হয়েছে সংকলনটি। লেডিজ ফার্স্ট সূত্র ধরে প্রতিটি পর্বেই প্রথমে আসছেন মহিলা কবি এবং পরে পুরুষ কবি। কবি পম্পা ভট্টাচার্যের এ যাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই। নিজের অনুভবী সত্তাসঞ্জাত পাঁচটি কবিতায় ব্যক্ত করেছেন ইচ্ছা-অনিচ্ছা - হাওয়ায় হাওয়ায় কী যেন এক স্বপ্নসুখ/ কুড়িয়ে নিতে চাই কিছু ভালো লাগা/ বন্ধন আমায় ডাকে আয় আয় ... (কবিতা - মুক্তি)। জনপ্রিয় দ্বিভাষিক কবি সুশান্ত ভট্টাচার্যের প্রকাশিত কবিতার বই তিনটি। চিরায়ত খোলামেলা শব্দ আর ভালোবাসার কবিতার জাদুকর। এখানে প্রকাশিত পাঁচটি কবিতায় আছে কোভিড কালের কথা, কবি ও কবিতাপ্রেম - মননের গভীর থেকে তুমি উঠে আস/ শুধু প্রেম নিয়ে/ নতুন আকাঙ্ক্ষা জাগে হৃদয়ে আমার/ কবিতা শুধু তোমার জন্য... (কবিতা - আমি তোমার জন্য বেঁচে আছি)। কবি সুস্মিতা মজুমদার কবিতার চাইতে...
স্বপ্নের ফেরিওয়ালা