কত কত চিরকুটেই যে লেখা থাকে কত কত অজানা গল্প, না বলা কথা। অণুকথায় ধরা থাকে অন্তরের যাবতীয় সুখ-দুঃখগাথা। অঙ্গভঙ্গি কিংবা নয়নঠারেও তো চকিতে লেখা হয়ে যায় অন্তরের বাখান। সেক্ষেত্রে একটি সুসজ্জিত অণুগল্প যে পাঠকের দরবারে হাজির করতে পারে এক আকাশ অনুভব ও অনুভূতির প্রকাশ তাতে আর অবাক হওয়ার কী আছে ? দুই ফর্মার স্টেটমেন্ট সাইজে পেপারব্যাক সংস্করণ । ভেতরে ২৬ পৃষ্ঠা জুড়ে খেয়ালি মনের ১৮টি সুসজ্জিত অণুগল্প । স্বভাবতই একপঠনের সংকলন । আজকের দিনে বাংলায় যাঁরা গল্প / অণুগল্প লিখছেন তাঁদের মধ্যে মঞ্জরী হীরামণি রায় একটি উল্লেখযোগ্য নাম । লিখছেন বহু দিন ধরে , তবু প্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি নয় । এর কারণ হচ্ছে এই যে মঞ্জরী বহু দিন ধরে লেখালেখি করলেও পরিমাণের চেয়ে লেখার মানের দিকে তাঁর অধিক সচেতনতা । ফলত মুড়ি মুড়কির মতো নয় , রয়ে সয়ে গুণগত মানসম্পন্ন গল্প রচনায় তিনি মনোযোগী । আলোচ্য গ্রন্থ ‘ চিলেকোঠার চিরকুট ’- এও এই উৎকর্ষ বজায় থেকেছে অধিকাংশ গল্পে । ১ বা ২ পৃষ্ঠায় বিস্তৃত এইসব গল্পের প্রসার , বিস্তার এবং শৈলীতে যে পারিপাট্য এবং চমৎকারিত্ব রয়েছে তা অনুধাবণ করতে হলে প্রয়োজন নিমগ্ন পাঠ । অ...
স্বপ্নের ফেরিওয়ালা