Skip to main content

Posts

Showing posts from April, 2025

অণুগল্পে প্রকাশিত এক আকাশ কথাভাষ - ‘চিলেকোঠার চিরকুট’

কত কত চিরকুটেই যে লেখা থাকে কত কত অজানা গল্প, না বলা কথা। অণুকথায় ধরা থাকে অন্তরের যাবতীয় সুখ-দুঃখগাথা। অঙ্গভঙ্গি কিংবা নয়নঠারেও তো চকিতে লেখা হয়ে যায় অন্তরের বাখান। সেক্ষেত্রে একটি সুসজ্জিত অণুগল্প যে পাঠকের দরবারে হাজির করতে পারে এক আকাশ অনুভব ও অনুভূতির প্রকাশ তাতে আর অবাক হওয়ার কী আছে ?   দুই ফর্মার স্টেটমেন্ট সাইজে পেপারব্যাক সংস্করণ । ভেতরে ২৬ পৃষ্ঠা জুড়ে খেয়ালি মনের ১৮টি সুসজ্জিত অণুগল্প । স্বভাবতই একপঠনের সংকলন । আজকের দিনে বাংলায় যাঁরা গল্প / অণুগল্প লিখছেন তাঁদের মধ্যে মঞ্জরী হীরামণি রায় একটি উল্লেখযোগ্য নাম । লিখছেন বহু দিন ধরে , তবু প্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি নয় । এর কারণ হচ্ছে এই যে মঞ্জরী বহু দিন ধরে লেখালেখি করলেও পরিমাণের চেয়ে লেখার মানের দিকে তাঁর অধিক সচেতনতা । ফলত মুড়ি মুড়কির মতো নয় , রয়ে সয়ে গুণগত মানসম্পন্ন গল্প রচনায় তিনি মনোযোগী । আলোচ্য গ্রন্থ ‘ চিলেকোঠার চিরকুট ’- এও এই উৎকর্ষ বজায় থেকেছে অধিকাংশ গল্পে । ১ বা ২ পৃষ্ঠায় বিস্তৃত এইসব গল্পের প্রসার , বিস্তার এবং শৈলীতে যে পারিপাট্য এবং চমৎকারিত্ব রয়েছে তা অনুধাবণ করতে হলে প্রয়োজন নিমগ্ন পাঠ । অ...

শেকড়ের টানে সমৃদ্ধ - ‘জড়র টানে’ ৮ম সংখ্যা

বলা যেতেই পারে এক অভিনব উদ্যোগ এবং অভাবনীয় কৃতিত্ব। এপার বাংলা, ওপার বাংলা মিলিয়ে কোটি কোটি মানুষ আঞ্চলিক বাংলা ভাষায় কথা বললেও একশোভাগ আঞ্চলিক ভাষায় লেখালেখিসম্পন্ন একটি পত্রিকা বা সাময়িকী - এমন নজির নিতান্তই বিরল। পরিসর কিছু কমিয়ে আনলে এপার বাংলায় আমাদের এই ঈশান বাংলায় এমনই এক অসাধ্য সাধন করে চলেছে সর্বভারতীয় সিলেটি ফোরাম। ফোরামের নিয়মিত সাহিত্য পত্রিকা ‘জড়র টানে’ সিলেটি আঞ্চলিক ভাষায় লিখিত একটি নিয়মিত নিখাদ পত্রিকা যেখানে প্রতিটি রচনা তা সে গদ্যই হোক বা পদ্য - আবশ্যিক ভাবে সিলেটিতেই হতে হবে। এটাই নিয়ম। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার ৮ম সংখ্যা, ডিসেম্বর ২০২৪ সংখ্যা। আগাপাশতলা একটি উন্নত মানের পত্রিকা যার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে ভেতরের সম্পূর্ণ লেখালেখি গুণগত মানসম্পন্ন। ১/৪ ডিমাই কাগজের সাইজে ৫৮ পৃষ্ঠার এই ম্যাগাজিনের ৪৫ পৃষ্ঠা জুড়ে রয়েছে বিচিত্র সব বিষয়ের উপর লেখা গদ্য-পদ্যের সম্ভার। স্বভাবতই আঞ্চলিক কথ্য ভাষা ও সংলাপে ফুটে উঠেছে শেকড়ের টান, শেকড়ের কথা। উঠে এসেছে ঐতিহ্য, পরম্পরার বিশ্লেষণ। এক এক করে এগোলে প্রথমেই রয়েছে একটি ‘মুখচন্দ্রিকা’। সম্পাদকের কলমে এই অংশে আছে - ‘...উ...