তাকে উদাসী
দেখলে
বুকে আমার হাপর ওঠে নামে,
অবাধ্য হলে
রক্ত ওঠে মগজে
আমার চাঁদপানা চাঁদেও
গ্রহণ লাগে মাঝে মাঝে।
সে আমার রক্তকরবী
আমার পান্না রুবি সবই।
বুকে আমার হাপর ওঠে নামে,
অবাধ্য হলে
রক্ত ওঠে মগজে
আমার চাঁদপানা চাঁদেও
গ্রহণ লাগে মাঝে মাঝে।
সে আমার রক্তকরবী
আমার পান্না রুবি সবই।
Comments
Post a Comment