আবদারে, শ্রদ্ধায় কেউ বলেছিল একদিন -
দাদা, দুটি লাইন লিখে দিন -
পত্রিকার জন্য, বিষয় - ভালোবাসা।
সেই থেকে দিন দিন ভেবেছি কত কথা,
উথাল পাথাল করেছি এ যাপিত জীবন,
খুঁজেছি ভালোবাসার চিহ্ন এধার ওধার,
একাকার করেছি পুরো পথ, যে পথ ধরে
চরিত্রের ভিড়ে হারিয়ে গেছি চিরতরে।
তবু পাইনি খুঁজে ভালোবাসার অমোঘ সংজ্ঞা,
পারিনি লিখতে দুটি লাইন।
জীবনে কুড়িয়েছি যত প্রেম ভালোবাসা
সম্পৃক্ত আমি আজন্ম বন্ধনে হয়েছি ঋদ্ধ।
ভালোবাসার ভিড়ে ভুলেই গেছি একদিন -
ভালোবাসা কারে কয়।
আজ, এই ব্যর্থ প্রহরে বুকের ভেতর তবু
বেজেই চলে অনাহূত নূপুরের ঠমক ছন্দ।
পাইনি যা তারই বেদনায় বিস্মৃতি পথে
দূরে দূরে সরে যায় যত প্রাপ্তিকথার সুর
এই বেদনাই কি তবে সেই ভালোবাসা ?
সহস্র প্রাপ্তির মাঝে একটুকরো অপ্রাপ্তিই
তবে সেই কাঙ্ক্ষিত ভালোবাসা ?
সেই থেকে দিন দিন ভেবেছি কত কথা,
তবু পাইনি খুঁজে ভালোবাসার অমোঘ সংজ্ঞা,
সম্পৃক্ত আমি আজন্ম বন্ধনে হয়েছি ঋদ্ধ।
ভালোবাসার ভিড়ে ভুলেই গেছি একদিন -
আজ, এই ব্যর্থ প্রহরে বুকের ভেতর তবু
পাইনি যা তারই বেদনায় বিস্মৃতি পথে
দূরে দূরে সরে যায় যত প্রাপ্তিকথার সুর
এই বেদনাই কি তবে সেই ভালোবাসা ?
তবে সেই কাঙ্ক্ষিত ভালোবাসা ?
Comments
Post a Comment