ডুয়ার্স থেকে জাটিঙ্গা , বরাকের পথ বেয়ে কবিতার ধারা বয়ে এসেছে যেন । তিস্তাপারের তরুণ কবি সায়ন্তন ধরের প্রথম কবিতার বই ‘ আঁচল ’ নানা রঙের এক কবিতা - কোলাজ , যে কোলাজে সবুজ হয়ে উঠেছে মণি মরকতের মতো উজ্জ্বল । উদ্ভিদবিদ কবি উত্তরপূর্বে , ব্রহ্মপুত্রের পাড়ে কর্মরত । স্বভাবতই বিজ্ঞান , ভাষা , মাতৃভাষা , ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন , শান্তি - সম্প্রীতির অন্বেষণ , বন্ধুকৃত্য আদি বিষয়কে কবিতায় ধরে রাখলেও সায়ন্তন যেন গাছগাছালি , ফুল ফল , মাটি , অরণ্য আর প্রকৃতির কাছেই আত্ম - সমর্পিত । প্রকৃতির রূপমাধুর্য , সবুজ , অরণ্য ও নদী , তিস্তা , ডুয়ার্স থেক সান্দাক্ ফু , মেঘালয় থেকে সুন্দরবন , পাহাড় , বরফ , ডিমা হাসাও থেকে জাটিঙ্গা হয়ে বরাক পর্যন্ত প্রকৃতির নেশায় বিভোর কবির এই কাব্যগ্রন্থটি যেন প্রকৃতির আঁচলে বসে লেখা এক প্রকৃতিবন্দনা । স্বাভাবিক অর্থেই এক সার্থক গ্রন্থনাম । প্রকৃতি ছোঁয়া পেতে কবি তাই ছুটে বেড়ান এদিক ওদিক । ট্রেনের কামরায় জানালার পাশে বসে তিনি লিখেন রূপগাথা - চলন্ত ট্রেনের জানালা যেন এক চলন্ত লাইব্রেরি … পাতা ...
স্বপ্নের ফেরিওয়ালা