উত্তরের সেই
একফালি খোলা বাতায়ন
শার্সিবিহীন, গরাদবিহীন।
নিমগ্ন পাঠের ফাঁকে
একচিলতে অরণ্যযাপন আজো আনে
প্রকৃতি প্রত্যয়, আর নিরালা সবুজ -
যে একান্তে বসেছে
এসে অধিকারে,
দিয়েছে সঞ্জীবনী
মন্ত্রসুধা
জীবন থেকে মহাজীবনের পথে, অঙ্গীকারে।
কাঞ্চনহারা কামিনী আর
কুল হারা বকুলের সমাহারে একদিন
কেঁপেছিল ভিত যে দুরন্ত যৌবনের
সেই পথে লব্ধ জীবনপাঠ
রেখে গেছে নির্মোহ পরিক্রমার সারসত্য।
সেই সবুজ গন্ধে আজও
হয়ে উঠি মাতোয়ারা যখন কেউ
অরণ্য হয়ে ওঠে, সামনে দাঁড়িয়ে শোনায়
অরণ্যপথের থেকে
বেয়ে আসা
যাপিত জীবনের অনন্য পাঁচালি।
আমি মুঠোভরে পায়ে রাখি তার
গুচ্ছ পতঙ্গমথিত অতসীর ডালি।
শার্সিবিহীন, গরাদবিহীন।
নিমগ্ন পাঠের ফাঁকে
একচিলতে অরণ্যযাপন আজো আনে
প্রকৃতি প্রত্যয়, আর নিরালা সবুজ -
জীবন থেকে মহাজীবনের পথে, অঙ্গীকারে।
কাঞ্চনহারা কামিনী আর
কুল হারা বকুলের সমাহারে একদিন
কেঁপেছিল ভিত যে দুরন্ত যৌবনের
সেই পথে লব্ধ জীবনপাঠ
রেখে গেছে নির্মোহ পরিক্রমার সারসত্য।
সেই সবুজ গন্ধে আজও
হয়ে উঠি মাতোয়ারা যখন কেউ
অরণ্য হয়ে ওঠে, সামনে দাঁড়িয়ে শোনায়
যাপিত জীবনের অনন্য পাঁচালি।
আমি মুঠোভরে পায়ে রাখি তার
গুচ্ছ পতঙ্গমথিত অতসীর ডালি।
Comments
Post a Comment