এভাবে কি আর পালটে ফেলা যায় মানচিত্র ?
সেই তো আকাশ, নদী-পথ-প্রান্তর
কেন তবে এত শবের উৎসব, জান্তব উল্লাস ?
বারুদের ধোঁয়ায় যদি ছেয়ে যায় আকাশ
স্তব্ধ হয় যদি উত্তরপুরুষ, শ্বাস-প্রশ্বাস -
কে নেবে তার দায়, যদি মাইলস্টোনে
লেখা থাকে বিশ্বাসঘাতকের পরিচয়, তবে
ভাবীকালের পাতায় লেখা হবে নতুন ইতিহাস।
তার চেয়ে, হে কাপুরুষ বাহক হও
পুনর্জন্মের ইতিহাস আর কৃতজ্ঞতার।
সেই তো আকাশ, নদী-পথ-প্রান্তর
কেন তবে এত শবের উৎসব, জান্তব উল্লাস ?
বারুদের ধোঁয়ায় যদি ছেয়ে যায় আকাশ
স্তব্ধ হয় যদি উত্তরপুরুষ, শ্বাস-প্রশ্বাস -
কে নেবে তার দায়, যদি মাইলস্টোনে
লেখা থাকে বিশ্বাসঘাতকের পরিচয়, তবে
ভাবীকালের পাতায় লেখা হবে নতুন ইতিহাস।
পুনর্জন্মের ইতিহাস আর কৃতজ্ঞতার।
Comments
Post a Comment