অরণ্যময় কিংবা মাঠময় আলছুট জল
সে গত হয়েছে হয়তো গতজন্মে
গত হয়েছে বহু কথা, বহু বিস্মৃত যাপন
তবু যা আছে যত কুড়োনো সুখ ও শোক
তাকেই খুচরো পয়সার মতো
ছড়িয়ে দিই দিনযাপনে অথবা
নির্ঘুম বিছানায় স্বপ্ন দেখার আগে।
এরপর স্বপ্নময় যাপন জুড়ে
কত আমি, কত সে, কত সখা রাতভর।
এ আলসেমি আমার ললাটলিখন
এ ফিরে দেখা দিনভর - এই তো স্ব-ভাবে
জননী জন্মভূমি আর কিছু সুখমুখ।
এ সং-সার যাপন বিধিলিপি শুধু
যেন কুড়িয়ে পাওয়া যখের ধনের মতো
উপরি পাওনা। মিশে আছি, মিলে আছি
এই সঙ্গসুখ এও যেন মনে হয় গতজন্মের
শত পুণ্য ফল। লেখা ছিল অগোচরে।
এই ছিল সারসত্য। বাকি সব সারস্বত
তালগোল মায়ার বাঁধন, মিছে মায়া পল পল,
বুক জুড়ে বৃথা সব আলেয়ার আলোড়ন
বোধের উঠোনে তবু বৃথা আয়োজন।
সে গত হয়েছে হয়তো গতজন্মে
গত হয়েছে বহু কথা, বহু বিস্মৃত যাপন
তবু যা আছে যত কুড়োনো সুখ ও শোক
তাকেই খুচরো পয়সার মতো
ছড়িয়ে দিই দিনযাপনে অথবা
নির্ঘুম বিছানায় স্বপ্ন দেখার আগে।
এরপর স্বপ্নময় যাপন জুড়ে
কত আমি, কত সে, কত সখা রাতভর।
এ আলসেমি আমার ললাটলিখন
এ ফিরে দেখা দিনভর - এই তো স্ব-ভাবে
জননী জন্মভূমি আর কিছু সুখমুখ।
এ সং-সার যাপন বিধিলিপি শুধু
যেন কুড়িয়ে পাওয়া যখের ধনের মতো
উপরি পাওনা। মিশে আছি, মিলে আছি
এই সঙ্গসুখ এও যেন মনে হয় গতজন্মের
শত পুণ্য ফল। লেখা ছিল অগোচরে।
এই ছিল সারসত্য। বাকি সব সারস্বত
তালগোল মায়ার বাঁধন, মিছে মায়া পল পল,
বুক জুড়ে বৃথা সব আলেয়ার আলোড়ন
বোধের উঠোনে তবু বৃথা আয়োজন।
Comments
Post a Comment