এ ঘোর
অমানিশা রাতে
পথ চলি নক্ষত্র আলোকে।
আকাশে বিনিদ্র তারারা চলে সাথে সাথে।
এ জীবন
চার-আনা সুখের জীবন।
দু’পায়ে দাঁড়ানোর কসরতেই সারা।
ফুরিয়ে যাবার ক্ষণে উপরে তাকাই অপলক
কোন নক্ষত্রের পাশে ঠাঁই হবে একদিন ?
এই পৃথিবীর কেউ ফেলবে না
একফোঁটা চোখের জল কোনোদিন।
দ্বারে কেউ
দাঁড়াবে এসে হাতে ফরমান
সব কাজ রবে পড়ে অকুলান
বলবে না কেউ - কোথা যাও
‘তিষ্ঠ ক্ষণকাল’, জন্ম যদি এই পৃথিবীতে
রেখে যাও হিসেব, কী দিয়েছ আমাদের ?
নিঃস্ব,
রিক্ত আমি ছাপহীন আগাছা
ধার দেনায় আকণ্ঠ যাপন বেলায়
লিখেছি যতটা মুছেছি তার বেশি
রেখে যেতে পারিনি কোনো দস্তাবেজ
করে গেছি শুধু কসরত, পারিনি লিখতে
একটিও কবিতা কিংবা আপন জীবন গাথা।
নাহয় এভাবেই
কেউ ধারণ করুক আমাকে
ব্যর্থ পথিকের শিরোপায়, ‘পরাজিত’ অভিধায়।
পথ চলি নক্ষত্র আলোকে।
আকাশে বিনিদ্র তারারা চলে সাথে সাথে।
দু’পায়ে দাঁড়ানোর কসরতেই সারা।
ফুরিয়ে যাবার ক্ষণে উপরে তাকাই অপলক
কোন নক্ষত্রের পাশে ঠাঁই হবে একদিন ?
এই পৃথিবীর কেউ ফেলবে না
একফোঁটা চোখের জল কোনোদিন।
সব কাজ রবে পড়ে অকুলান
বলবে না কেউ - কোথা যাও
‘তিষ্ঠ ক্ষণকাল’, জন্ম যদি এই পৃথিবীতে
রেখে যাও হিসেব, কী দিয়েছ আমাদের ?
ধার দেনায় আকণ্ঠ যাপন বেলায়
লিখেছি যতটা মুছেছি তার বেশি
রেখে যেতে পারিনি কোনো দস্তাবেজ
করে গেছি শুধু কসরত, পারিনি লিখতে
একটিও কবিতা কিংবা আপন জীবন গাথা।
ব্যর্থ পথিকের শিরোপায়, ‘পরাজিত’ অভিধায়।
Comments
Post a Comment