আলতো ঘুমের আবেশে
আবছা আঁধার, আবছা আলোতে
শুনেছি চাঁদের
হাসি।
চাঁদ এসে ছলকে পড়েছে আমার
দখিন বাতায়ন ধরে। এ কী ভ্রম ?
ভেঙেছে ঘুম, সত্যিই সে এসেছে…
তাঁর হাসির ছটায়
বান ডেকেছে জ্যোৎস্না।
অভিমানী আমি
আহত আপাদমস্তক
যাব কি যাব না, এই আলোতে আমি
…অন্ধ হয়েছি আচমকা একদিন।
জ্যোৎস্না আমাকে টানছে ক্রমেই
আমি অসহায়, আবার যাবই ডুবে
সেই নীলাভ হাসির
রূপমাধুরী মেখে।
ব্রাত্য মানুষের অধিকারে
আবার হব খ্যাপা, আবার হব পাগল,
হোক না সে যতই
অনধিকার
যতই থাকুক হাসিটুকু জুড়ে
নতুন সূর্যের ধার নেওয়া অধিকার।
আবছা আঁধার, আবছা আলোতে
চাঁদ এসে ছলকে পড়েছে আমার
দখিন বাতায়ন ধরে। এ কী ভ্রম ?
যাব কি যাব না, এই আলোতে আমি
জ্যোৎস্না আমাকে টানছে ক্রমেই
আমি অসহায়, আবার যাবই ডুবে
ব্রাত্য মানুষের অধিকারে
আবার হব খ্যাপা, আবার হব পাগল,
যতই থাকুক হাসিটুকু জুড়ে
নতুন সূর্যের ধার নেওয়া অধিকার।
Comments
Post a Comment