শেষেও নাকি ফিরে আসে ফের
শুরুর বেলা অবিকল, নাহলে এগোতে এগোতে
কেন ফিরে দেখা শুধু নিরন্তর ?
যতটাই এগোই, পিছিয়ে যেন যেতে থাকি ততটাই।
এই অনন্ত ট্রাপিজ - এই কি তবে
জীবনের মানে ? শূন্য থেকে শূন্যই যার
অতীত কিংবা ভবিতব্য ? এসব শব্দের
আয়ুষ্কাল মাত্র একটি জীবন - এই সারসত্য
কে জানে, কেই বা বোঝে ? যারা জানে
তারা আছে অন্য কোথা, অন্য কোনোখানে।
শুরুর বেলা অবিকল, নাহলে এগোতে এগোতে
এই অনন্ত ট্রাপিজ - এই কি তবে
Comments
Post a Comment