একটি নিখাদ পঙ্ক্তি লেখা হল না আজও
কেন তবে বৃথা এত আস্ফালন, মিছে গৌরব ?
এই পৃথিবীর বুকে রয়ে গেছে অগুনতি পদচিহ্ন
মিশে গেছে বহু কথা নরম মাটিতে, গর্ভে
পরিচিতির ফলকনামায় সব কথা লেখা থাকে না।
কুসুমের মন-কথা পড়েই রইল শরীর জুড়ে -
কেউ বোঝেনি। কবিতার গায়ে যা আছে তার
হদিস পেয়েছে কেউ ? লিখে রাখি, সেইসব
জঞ্জাল-গাথা, মনের কথা, মন কেমনের কথা,
তবু জুতসই একটি পঙ্ক্তি আজও হয়নি লেখা।
কেন তবে বৃথা এত আস্ফালন, মিছে গৌরব ?
এই পৃথিবীর বুকে রয়ে গেছে অগুনতি পদচিহ্ন
মিশে গেছে বহু কথা নরম মাটিতে, গর্ভে
পরিচিতির ফলকনামায় সব কথা লেখা থাকে না।
কুসুমের মন-কথা পড়েই রইল শরীর জুড়ে -
কেউ বোঝেনি। কবিতার গায়ে যা আছে তার
হদিস পেয়েছে কেউ ? লিখে রাখি, সেইসব
জঞ্জাল-গাথা, মনের কথা, মন কেমনের কথা,
তবু জুতসই একটি পঙ্ক্তি আজও হয়নি লেখা।
Comments
Post a Comment