এইসব অগোছালো সংসার খেলা
কার ভাগে আছে লেখা কতটুকু আয়ু
বিন্দু থেকে বিসর্গ সবই অজানা
বক্ষপিঞ্জরে আছে, সূক্ষ্ম প্রাণবায়ু।
এই নিয়ে দিন গোনা, পথ চলা সার
সাপ-সিঁড়ি হিজিবিজি কথা কাটাকুটি
ফুরোতে না ফুরোতেই প্রাণপাখি ওড়ে
আগুপিছু বৃথা সব - দাবার ঘুটি।
অফুরান কথাসুখ মিছেই বিষাদ
মিছে শুধু মেলে ধরা জীবন খাতা
বৃথা মায়া, সময়ের বৃথাই হিসেব
শেষ হবে - বুজে যাবে চোখের পাতা।
সবই তো আছে লেখা নখ-দর্পণে
অপাঠ্য তবু তা শুধু আছে পিছুটান
মানব জনম কথা বিচিত্র বাখান
পরপারে চোখ রেখে জীবনের গান।
কার ভাগে আছে লেখা কতটুকু আয়ু
বিন্দু থেকে বিসর্গ সবই অজানা
বক্ষপিঞ্জরে আছে, সূক্ষ্ম প্রাণবায়ু।
এই নিয়ে দিন গোনা, পথ চলা সার
আগুপিছু বৃথা সব - দাবার ঘুটি।
অফুরান কথাসুখ মিছেই বিষাদ
মিছে শুধু মেলে ধরা জীবন খাতা
বৃথা মায়া, সময়ের বৃথাই হিসেব
সবই তো আছে লেখা নখ-দর্পণে
মানব জনম কথা বিচিত্র বাখান
পরপারে চোখ রেখে জীবনের গান।
Comments
Post a Comment