রোজ রাতে পথ
হাঁটি আমি,
হেঁটেই চলি সড়ক থেকে গলিপথ ধরে।
পথে দেখা হয় কত চেনা অচেনা অবয়ব
মাঝেমাঝে কিছু কথা, কখনো নীরবে
পাশ কাটিয়ে চলে যাই - কোথা যাই ?
কিছু পেতে চাই আমি, কারো দেখা কিংবা
বলতে চাই কিছু কথা, অবশিষ্ট আছে যা।
চেনা মানুষের
সাথে - দেরি হয় পথে
ভালো থাকা না থাকা নিয়ে দু’চার কথা
কিছু অতীতচারণ, কিছু নির্মোহ উচ্চারণ।
সময় বয়ে যায় দ্রুত, আমি সামনে তাকাই
দেরি হয়ে গেল, বড় দেরি হয়ে গেল
পথ এখনও বাকি, সামনে বাড়াই পা
কেউ যেন ইশারা করে গেল - ওদিকে...
দিশেহারা আমি ছুটে চলি দিগ্বিদিকে।
আমি কথা ভুলে
যাই অতঃপর। কী বলব ?
আসলে কথা কিছুই ছিল না। কিংবা ছিল যা
হারিয়ে গেছে সব। আছে শুধু ইচ্ছে দুর্নিবার
শুধু আরো একবার,
হতে পারে শেষবার…
আমি দেখতে চাই সেই মুখ, যে মুখ
আমাকে নিঃস্ব করে গেছে কত বার
অথচ… রোজ রাতে স্বপ্নে আসে বারবার।
হেঁটেই চলি সড়ক থেকে গলিপথ ধরে।
পথে দেখা হয় কত চেনা অচেনা অবয়ব
মাঝেমাঝে কিছু কথা, কখনো নীরবে
পাশ কাটিয়ে চলে যাই - কোথা যাই ?
কিছু পেতে চাই আমি, কারো দেখা কিংবা
বলতে চাই কিছু কথা, অবশিষ্ট আছে যা।
ভালো থাকা না থাকা নিয়ে দু’চার কথা
কিছু অতীতচারণ, কিছু নির্মোহ উচ্চারণ।
সময় বয়ে যায় দ্রুত, আমি সামনে তাকাই
দেরি হয়ে গেল, বড় দেরি হয়ে গেল
পথ এখনও বাকি, সামনে বাড়াই পা
কেউ যেন ইশারা করে গেল - ওদিকে...
দিশেহারা আমি ছুটে চলি দিগ্বিদিকে।
আসলে কথা কিছুই ছিল না। কিংবা ছিল যা
হারিয়ে গেছে সব। আছে শুধু ইচ্ছে দুর্নিবার
আমি দেখতে চাই সেই মুখ, যে মুখ
আমাকে নিঃস্ব করে গেছে কত বার
অথচ… রোজ রাতে স্বপ্নে আসে বারবার।
Comments
Post a Comment