কবিতা লিখতে
গেলেই
কেন আস রোজ রোজ
গেছই যদি চলে ফেরা-পথ ধরে ?
কত কথা, কত ছবি ওঠে ফুটে
সেসবই তো রাখতে
চাই ধরে
কবিতার পঙ্ক্তি ধরে ধরে
কেন কর তবে সব
তছনছ ?
কেন এক-একটি অনিন্দ্য সকাল
অনেকটি সন্ধ্যা
বিকাল
অগুনতি রাত-মায়াবী পল পল
এভাবে ছন্নছাড়া
করে দিতে আসো ?
আমাকে বারবার ছিন্ন করে দিতেই কি
এসেছিলে কাছে, আস আজও
সকাল সন্ধ্যা কবিতা-যাপন বেলায়,
রাতের মায়া মোহে বিনিদ্র জাগরণে
কিংবা স্বপ্ন আবেশে, উছল আবেগে ?
কেন আস রোজ রোজ
গেছই যদি চলে ফেরা-পথ ধরে ?
কবিতার পঙ্ক্তি ধরে ধরে
অগুনতি রাত-মায়াবী পল পল
আমাকে বারবার ছিন্ন করে দিতেই কি
এসেছিলে কাছে, আস আজও
সকাল সন্ধ্যা কবিতা-যাপন বেলায়,
রাতের মায়া মোহে বিনিদ্র জাগরণে
কিংবা স্বপ্ন আবেশে, উছল আবেগে ?
Comments
Post a Comment