কলঙ্ক থেকে ভক্তিমার্গ পথে যেতে
যতই আসুক বিলম্বিত সন্ধ্যাসুর
তবু যায় কি চলে সেইসব
পুরোটাই বিস্মৃতির অতল আঁধারে ?
এসব অলীক অসম্ভব জেনেও তবু
আবছা আঁধারে নতমস্তক হই
করুণার ভিক্ষাপাত্র হাতে, যদি
হতে পারি বীতশোক, পারি যদি সব
অবাঞ্ছিত কথাকে দায়সারা ফুৎকারে
উড়িয়ে দিতে, যদি পারি অফুরান সব
কলঙ্ক কথাকে প্রজ্ঞার মোড়কে
বন্দি করে যাপনে এনে দিতে
নতুন স্বপ্ন, নতুন পথ, নতুন অঙ্গীকার
যদিও অগুনতি স্বপ্ন হয়েছে অসার।
হোক যত জ্বলন্ত পিলসুজ তলে থাকা
বিষণ্ণ পরাভব, নিকষ আঁধার
অন্তত একটি স্বপ্ন যে করেই হোক
হতেই তো পারে সাকার।
যতই আসুক বিলম্বিত সন্ধ্যাসুর
তবু যায় কি চলে সেইসব
পুরোটাই বিস্মৃতির অতল আঁধারে ?
আবছা আঁধারে নতমস্তক হই
করুণার ভিক্ষাপাত্র হাতে, যদি
উড়িয়ে দিতে, যদি পারি অফুরান সব
বন্দি করে যাপনে এনে দিতে
নতুন স্বপ্ন, নতুন পথ, নতুন অঙ্গীকার
হোক যত জ্বলন্ত পিলসুজ তলে থাকা
বিষণ্ণ পরাভব, নিকষ আঁধার
হতেই তো পারে সাকার।
Comments
Post a Comment