Skip to main content

সুপাঠ্য প্রবন্ধ সংকলন ‘দিগ্‌দিগন্ত’


সাহিত্যসৃষ্টির ক্ষেত্রটিতে প্রবন্ধ একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে যুগ যুগ ধরে। এ নিয়ে এক ধরনের বিতর্ক বা বলা ভালো রসিকতাও প্রচলিত আছে সাহিত্যসমাজে যে- গল্প, কবিতা, উপন্যাস কিংবা নাটক ইত্যাদির রচনায় যে সৃষ্টিশীলতার প্রয়োজন - প্রবন্ধের ক্ষেত্রে তা নেই। প্রবন্ধ হচ্ছে ইতিপূর্বে বিদ্যমান তথ্যাদির আহরণ ও উপস্থাপন। কথাটি আসলে একেবারেই গ্রহণযোগ্য নয়। বরং এর বিপরীত বলা হলেও আপত্তির কিছু নেই। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তথ্যাদি আহরণের বাইরেও রয়েছে তার যথোপযুক্ত উপস্থাপন বা প্রতিস্থাপন যেখানে সৃষ্টিশীল বয়ানে সজ্জিত ও পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলার দায় রয়েছে একশভাগ। সেই দায় যথাযথ পালনের মাধ্যমেই এক একটি প্রবন্ধ হয়ে ওঠে সাহিত্যের অঙ্গনে এক একটি মূল্যবান দলিল। তাই কবি, গল্পকারদের পাশাপাশি একজন প্রাবন্ধিকও যে সাহিত্যক্ষেত্রে সমমানবিশিষ্ট স্রষ্টা এতে কোনও সন্দেহ থাকার কথা নয়।
প্রবন্ধ রচনার এই কলাকৌশল ও শৈলীর এক যথাযথ নিদর্শন অনুধাবন করা গেল উত্তরপূর্বের বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে প্রকাশিত প্রাবন্ধিক মানিক চক্রবর্তীর প্রবন্ধ সংকলন ‘দিগ্‌দিগন্ত’তে। ১৫৬ পৃষ্ঠার পেপারব্যাকে ১৪৪ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট ৩৩টি প্রবন্ধ। বিভিন্ন বিষয়ের উপর বহুলাংশেই ব্যতিক্রমী ধাঁচে লেখা এক একটি প্রবন্ধে লেখক মেদবাহুল্য বর্জিত তথ্যের উপযুক্ত সমাহারে লিপিবদ্ধ করেছেন তাঁর রচনা। যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই - অথচ ভাষায়, উপস্থাপনায় সাজিয়ে, গুছিয়ে।
গ্রন্থে লেখকের তরফে কোনো ভূমিকা না থাকলেও গ্রন্থপাঠের খেই ধরিয়ে দিয়েছেন হাইলাকান্দির শ্রীকিষণ সারদা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তথা ভূমিকাকার ড. ইন্দিরা ভট্টাচার্য। বিস্তৃত ভূমিকায় তিনি প্রনন্ধসমূহের গভীর পর্যালোচনার অবকাশে লিখছেন - ‘একজন প্রাবন্ধিক তাঁর চিন্তাশক্তি, বুদ্ধিমত্তা ও যুক্তির মাধ্যমে যেকোনো বিষয়কে তাঁর প্রবন্ধে ভাষ্য দিতে পারেন। লেখকের মনস্বিতা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির আলোকে প্রবন্ধ সাহিত্যের বিষয় নতুনভাবে বিনির্মিত হতে পারে। ‘দিগ্‌দিগন্ত’ প্রবন্ধ গ্রন্থটি মোট তেত্রিশটি নিবন্ধের একটি সংকলন। লেখক মানিক চক্রবর্তী নিজের মেধা, বিচার-বুদ্ধি প্রয়োগ করেই নিবন্ধগুলো রচনা করেছেন যা বিভিন্ন সময়ে কোনো পত্রিকায় বা কোনো ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে...।’ ভূমিকাকার বেশ কয়েকটি নিবন্ধের সারমর্মের উল্লেখ করে পাঠককে গ্রন্থপাঠে যথাযথভাবেই উৎসাহী করে তোলার চেষ্টা করেছেন।
ভূমিকার পর রয়েছে প্রকাশক সপ্তাশ্ব প্রকাশনীর পক্ষ থেকে সম্পাদক তথা বিশিষ্ট কবি ও লেখক রাণা চক্রবর্তীর একটি ‘লেখক পরিচিতি’ যেখানে উল্লেখ রয়েছে গ্রন্থকারের ব্যক্তিগত ও সামাজিক পরিচিতি তথা তাঁর সাহিত্যকৃতি ও মেধা-মননের বিষয়টি।
আলাদা করে প্রতিটি নিবন্ধের, এমনকী সংক্ষিপ্ত আলোচনাও পরিসরের অভাবে সম্ভব নয়। এবং তার প্রয়োজনও নেই কারণ আগেই বলা হয়েছে প্রতিটি নিবন্ধের বিষয়, ভাষা, শৈলী এক ভিন্নতর আঙ্গিকে হয়ে উঠেছে সুপাঠের আকর। সুচয়িত ও সুলিখিত যে ৩৩টি প্রবন্ধ এখানে সন্নিবিষ্ট হয়েছে তার তালিকায় এ কথাটি প্রতীয়মান হয়ে উঠবে নিশ্চিত। বিবিধ প্রসঙ্গের উপর লেখা নিবন্ধগুলি হচ্ছে - ‘অসমে শক্তিপূজার ক্রমবিকাশ’, ‘আলোর দিশারি : মহাত্মা ডেভিড হেয়ার’, ‘আরণ্যকের একটি চরিত্র’, ‘ইতিহাসে মহামারি’, ‘ঈশ্বরতত্ত্বের মানবীয় প্রতিধ্বনি : ভগবান শ্রীকৃষ্ণ’, ‘উপনিষদ ও রবীন্দ্রনাথ’, ‘উনিশের স্মৃতি’, ‘এক সত্যসন্ধানীর জীবন-যুদ্ধ’, ‘কালী কল্পতরু’, ‘ক্ষুধার পৃথিবী, ‘উদলা চাঁদ আর ঝিঙেফুলের কবি ব্রজেন্দ্রকুমার সিংহ’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘তন্ত্র : দর্শন ও বিজ্ঞানের যুগলবন্দি’, ‘দুর্গাপূজা - জড়ত্ব থেকে চৈতন্যে উত্তরণ’, ‘দীপান্বিতা - পুরাণে, ইতিহাসে’, ‘দুর্গাপ্রতিমার বিজ্ঞান ও রূপক’, ‘দণ্ডিতের সাথে দণ্ডদাতা যবে কাঁদে’, ‘নিম্বার্কাচার্য ও নিম্বার্ক দর্শন’, ‘পান্থজনের সখা’, ‘পৌরাণিক আখ্যানে গুরুপূর্ণিমা’, ‘পতিতপাবন শ্রীরাধারমণ’, ‘ব্যাসদেব - এক বিশাল অভ্যুদয়’, ‘মাতৃপূজায় আত্মতত্ত্বের সাধন’, ‘মানবধর্ম’, ‘মোগল হারেমের কবি জেব-উন-নিসা’, ‘যোগীশ্বর’, ‘রথাগ্রে শ্রীচৈতন্য’, ‘শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি’, ‘’শক্তিবাদ : বিজ্ঞানে, অধ্যাত্মভাবনায়’, ‘সম্প্রীতির আলেখ্য - আজান ফকিরের জিকির’, ‘সোশ্যাল মিডিয়া ডেকে আনছে সামাজিক অস্থিরতা’, ‘সত্যপথের তিন অভিযাত্রী’, ‘স্বদেশ চেতনার দিশারি - শ্রী অরবিন্দ’ ও ‘হিন্দুধর্মে যজ্ঞভাবনা’।
উপর্যুক্ত তালিকা ও শিরোনামসমূহ দেখে সহজেই অনুমেয় যে অধিকাংশ প্রবন্ধই অধ্যাত্মভাবনা সম্বন্ধীয়। যদিও রয়েছে একাধিক ভাবনান্তরের বিষয়। কিছু প্রবন্ধ অধিক বিস্তৃতির দাবি রাখে নিশ্চিত। গ্রন্থের কাগজের মান, ছাপা, অক্ষরবিন্যাস যথাযথ হলেও বানানের ক্ষেত্রে রয়ে গেছে অনেক ত্রুটি যা পরবর্তী সংস্করণে সংশোধনের দাবি রাখে। এমনকী কিছু প্রবন্ধের শিরোনাম ও প্রচ্ছদ-নামলিপিও এর বাইরে থেকে থাকেনি। লেখকের স্বকৃত প্রচ্ছদ প্রাসঙ্গিক ও নান্দনিক যা গ্রন্থের মর্যাদা বৃদ্ধি করেছে নি:সন্দেহে। গ্রন্থটি লেখক উৎসর্গ করেছেন তাঁর - ‘মাতৃদেবীর চরণ কমলে...’। সব মিলিয়ে এক সুপাঠ্য ও সুখপাঠ্য প্রবন্ধ সংকলন - ‘দিগ্‌দিগন্ত’।
বিদ্যুৎ চক্রবর্তী
মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৯৫৪৫৫২৯৭৬

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

শেকড়ের টানে নান্দনিক স্মরণিকা - ‘পরিযায়ী’

রামকৃষ্ণনগর । প্রাকৃতিক সৌন্দর্যের আবহে বরাক উপত্যকার এক ঐতিহ্যময় শহর । বিশেষ করে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে চিরদিনই এক অগ্রণী স্থান হিসেবে উচ্চারিত হয়ে আসছে এই নাম । বৃহত্তর রামকৃষ্ণনগরের গোড়াপত্তনের ইতিহাস বহুদিনের । দেশভাগের আগে ও পরে , উত্তাল সময়ে স্থানচ্যূত হয়ে এখানে থিতু হতে চাওয়া মানুষের অসীম ত্যাগ ও কষ্টের ফলস্বরূপ গড়ে ওঠে এক বিশাল বাসযোগ্য অঞ্চল । শুধু রুটি , কাপড় ও ঘরের স্থিতিশীলতার ক্ষেত্রই নয় , এর বাইরে শিক্ষা অর্জনের ও শিক্ষাদানের ক্ষেত্রে মমনশীলতার পরিচয় দিয়েছিলেন সেইসব মহামানবেরা । ফলস্বরূপ এক শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠেছিল যদিও উচ্চশিক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে বেরোতে হয়েছিল নিজ বাসস্থান ছেড়ে । শিলচর তখন এ অঞ্চলের প্রধান শহর হওয়ায় স্বভাবতই শিক্ষা ও উপার্জনের স্থান হিসেবে পরিগণিত হয় । এবং স্বভাবতই রামকৃষ্ণনগর ছেড়ে এক বৃহৎ অংশের মানুষ এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই শিলচরে । এই ধারা আজও চলছে সমানে । শিলচরে এসেও শেকড়ের টানে পরস্পরের সাথে যুক্ত থেকে রামকৃষ্ণনগর মূলের লোকজনেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন এক সৌহার্দমূলক বাতাবরণ । এবং সেই সূত্রেই ২০০০ সালে গঠিত হয় ‘ ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...