দেশের অঙ্গরাজ্য ত্রিপুরা মূলত উত্তর-দক্ষিণে অধিক বিস্তৃত। উত্তরে মনু ও দক্ষিণে ফেনী। এই দুটি নদীর নামেই একটি প্রকাশনা সংস্থা, একটি পত্রিকা - ‘মনু থেকে ফেনী’ - অর্থাৎ পুরো ত্রিপুরা রাজ্য। সুচিন্তিত পত্রিকানাম। উত্তরপূর্বের একটি পত্রিকা সংখ্যা, যদিও তা বিশেষ সংখ্যা - এতটা সুসজ্জিত সচরাচর চোখে পড়ে না। পত্রিকাজাতীয় কোনও অবয়ব নেই এখানে, হার্ড বোর্ড বাঁধাইয়ে ডাবল জ্যাকেটে মোড়া আস্ত একটি গ্রন্থ। নান্দনিক, স্পষ্টতায় ভরপুর অরুণকুমার দত্তের প্রচ্ছদ, কাগজের মান, ছাপা, অক্ষরবিন্যাস, উৎকৃষ্ট অলংকরণ সব মিলিয়ে ত্রিপুরার ‘মনু থেকে ফেনী’ পত্রিকার সপ্তম বর্ষ সপ্তম সংখ্যাটি এক ব্যতিক্রমী সংখ্যা হিসেবে চিহ্নায়িত হবেই। লেখক, কবি বিজন বোস-এর সম্পাদনায় আলোচ্য সংখ্যাটি আত্মপ্রকাশ করেছে ‘ড. রঞ্জিত দে সংখ্যা’ হিসেবে।
সব মিলিয়ে ১২৮ পৃষ্ঠার এই সংখ্যায় ত্রিপুরার বিশিষ্ট লোকসাহিত্যিক তথা লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ড. রঞ্জিত দে’কে নিয়ে কলম ধরেছেন একগুচ্ছ লেখক। রয়েছে বিষয়ভিত্তিক একগুচ্ছ কবিতাও। সংক্ষিপ্ত সম্পাদকীয়তে আছে - ‘...এক নিভৃত সাহিত্য সাধক ফেনী চরের বাসিন্দা ড. রঞ্জিত দে। ড. দে ত্রিপুরার লোকসাহিত্য ও লোকসংস্কৃতির গবেষণায় পথিকৃৎ, যিনি প্রখর চেতনার এক নির্বিকল্প সাহিত্য সাধক। লোকসংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার জন্য মণিমুক্তো খুঁজতে গিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন ত্রিপুরার গ্রাম পাহাড়ে। আজীবন চেষ্টা করেছেন মানুষে মানুষে যাতে মিত্রতার বন্ধন সুদৃঢ় হয়...।’
ড. দে’র লেখালেখি ও লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থাদির আলোচনা তথা প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়ে লিখেছেন বর্তমান সময়ে ত্রিপুরার সাহিত্য জগতের একাধিক উজ্জ্বল ব্যক্তিত্ব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তত্ত্ব ও তথ্যের যথেষ্ট উল্লেখ সহ মূলত তাঁর লোকসাহিত্য ও লোকসংস্কৃতি বিষয়ক বিশাল কর্মকাণ্ডের উপর লিখছেন ড. রবীন্দ্রকুমার দত্ত, জহর দেবনাথ, ড. নির্মল দাশ, পূর্বিতা গুপ্ত, মাধুরী লোধ ও রূপন মজুমদার। প্রতিটি রচনাই নিবিড় পাঠযোগ্য। ড. বীথিকা চৌধুরীর রচনা ‘প্রবহমান সমাজ-সংস্কৃতির নিপুণ রূপকার ড. রঞ্জিত দে’ একটি ভিন্নধর্মী লেখা যেখানে ব্যক্তি রঞ্জিতও ধরা পড়েছেন লেখকের কলমে। এমনই আরেকটি রচনা দীপক দাসের ‘ড. রঞ্জিত দে একটি মাইলস্টোন’। দিলীপ দেবনাথের লেখা ‘কবি ও লোক গবেষক : ড. রঞ্জিত দে’ও সমমানের একটি ভিন্নধর্মী লেখা।
কবিতায় রয়েছেন দেবাশ্রিতা চৌধুরী, মনীষা গুপ্ত পাল, সুদর্শন সদাগর, রূপন সূত্রধর, হিরণ সেন, বিনয় শীল ও সোমেন চক্রবর্তী। ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিষয়ভিত্তিক অণুগদ্য লিখেছেন জয় দেবনাথ, তিমরবরণ চাকমা, তপন রায় ও রাজীব দাস। ড. রঞ্জিত দে রচিত গ্রন্থবিষয়ক আলোচনা রয়েছে একাধিক। ‘বাংলা ছড়া ও লোকসাহিত্য’ গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করেছেন মিলনকান্তি দত্ত। ‘মনু থেকে ফেনী এবং বিবিধ প্রসঙ্গ’ এবং ‘ত্রিপুরার লোকসংস্কৃতির উৎস সন্ধানে’ গ্রন্থদুটির আলাদা করে আলোচনা করেছেন জহর দেবনাথ। দীর্ঘ উনিশ পৃষ্ঠা জুড়ে ড. রঞ্জিত দে’র একটি মূল্যবান সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক বিজন বোস যেখানে একটি জীবনচিত্র সুনিপূণ আবহে উদ্ভাসিত হয়ে ওঠে পাঠকমননে।
শেষ পর্বে বর্তমানে বহি:রাজ্যে বসবাসরত ড. রঞ্জিত দে বিষয়ক রয়েছে কিছু ‘বিশেষ মুহূর্ত’-এর সাদাকালো ছবি - কিছু শিরোনামযুক্ত, কিছু শিরোনামবিহীন। রয়েছে ড. রঞ্জিত দে লিখিত চৌদ্দটি গ্রন্থের সাদাকালো প্রচ্ছদচিত্রও। সব মিলিয়ে জীবিতকালেই এক সার্বিক জীবনীসংখ্যা। তবু বলাই যায় - যে অভাব অনুভূত হয়েছে তা হলো এ যাবৎ প্রকাশিত তাঁর যাবতীয় লেখালেখির সম্ভার, জীবনপঞ্জির একটি তালিকা। বিভিন্ন রচনা পাঠের মাধ্যমে যদিও অধিকাংশেরই সন্ধান পাওয়া গেছে তবু একত্রে তা সন্নিবিষ্ট হলে এক নজরে দৃষ্টিগোচর হতো পাঠকের। প্রায় একশো ভাগ নির্ভুল বানান সংখ্যাটির অন্যতম সম্পদ। এবং যে সম্পদের কথা উল্লেখ না করলেই নয় তা হল অসামান্য অলংকরণ। তবে টাইটেল ভার্সো পেজে প্রকাশকের নাম ও অলংকরণের সৌজন্য অনুল্লেখিত - প্রকাশক যদিও অবিসংবাদিতভাবেই একমেবাদ্বিতীয়ম ‘মনু থেকে ফেনী’।
বিদ্যুৎ চক্রবর্তী
মূল্য - ২৮০ টাকা
যোগাযোগ - ৯৮৬২২৯৯৯৬৫
যোগাযোগ - ৯৮৬২২৯৯৯৬৫

Comments
Post a Comment